অনেকেই মনে করে থাকেন ইউরোপ হচ্ছে সবথেকে বড় মোবাইল বাজার। তবে বিষয়টি মোটেও তেমন নয়। পৃথিবীর সবথেকে বড় মোবাইল বাজারের স্থান দীর্ঘদিন ধরে দখল করে আছে চীন। তাই সকল স্মার্টফোন ব্র্যান্ডই চীনের বাজারকে আলাদা গুরুত্ব দিয়ে থাকে। এবার চীনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে অ্যাপল দিচ্ছে সবথেকে বড় ডিস্কাউন্ট।

চীনের বাজার সবথেকে বড় হলেও এখানে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে সবথেকে বেশি প্রতিযোগিতা দেখা যায়। চীনে স্যামসাং বা আইফোনের মতো বড় বড় স্মার্টফোন ব্র্যান্ড ছাড়াও আছে নিজেদের অনেক নামী ব্র্যান্ড। যেমনঃ শাওমি, অপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস ইত্যাদি।

চায়নিজ ব্র্যান্ডগুলো খুব কম দামে অনেক ভালো ফিচারযুক্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসে নিয়মিত। তাই এদের সাথে পাল্লা দিয়ে অতি দামী ফোনগুলোকেও দাম কমাতে হয় ক্রেতাদের আকর্ষণ ধরে রাখতে। অর্থাৎ ক্রেতাদের হাতে অসংখ্য অপশন রয়েছে চীনের বাজারে। কাজেই চীনের বাজার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে অনেকটাই আলাদা।

একারণেই অ্যাপলকে চীনের বাজারের জন্য আলাদা করে ভাবতে হয় নিয়মিত। ক্রেতাদের কাছে আকর্ষণ ফিরে পেতে তাই তারা এবার অনেক বড় ধরণের ডিস্কাউন্ট দিচ্ছে চীনের বাজারে। এর আগেও তারা আইফোন ১৪ এর ক্ষেত্রে বড় ডিস্কাউন্ট দিয়েছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই মূল্যছাড় এবার তারা আরও বড় করে নিয়ে আসছে লেটেস্ট আইফোন সিরিজের জন্য।

আইফোন ১৪ স্মার্টফোনে এবার দেয়া হয়েছে ১৭৪ ডলারের মূল্যছাড়। মাত্র কয়েক মাস আগেই অ্যাপল আইফোন ১৪ সিরিজটি বাজারে ছেড়েছে। ফলে লেটেস্ট এই ডিভাইসের জন্য এতো বড় ডিসকাউন্ট বেশ অবাক করার মতোই। প্রথম যখন চায়নার বাজারে আইফোন ১৪ ছাড়া হয় তখন এর দাম নির্ধারণ করা হয়েছিল ৫৯৯৯ ইউয়ান বা প্রায় ৮৭৩ ডলার। তবে বর্তমানে ডিভাইসটি রেকর্ড পরিমাণ কম দামে পাওয়া যাচ্ছে।

Iphone 14 এর বাংলাদেশ মূল্য?

অফিসিয়াল :

6GB+128GB- 1,46,999 Taka

6GB+256GB- 1,65,299 Taka

আনফিসিয়াল:

6GB+128GB- 91,000 Taka (e-SIM, USA, Inactive)
6GB+128GB- 1,01,000 Taka (e-SIM, Inactive)
6GB+128GB- 1,02,000 Taka (Dual SIM, Inactive)
6GB+128GB- 1,12,000 Taka
6GB+256GB- 1,00,000 Taka (e-SIM, USA, Inactive)
6GB+256GB- 1,14,000 Taka (e-SIM, Inactive)
6GB+256GB- 1,28,000 Taka
6GB+512GB- 1,07,000 Taka (e-SIM, USA, Inactive)

আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। কোনো ভুল ক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোনো প্রয়োজনে আমাকে Contact করুন

MY FACEBOOK ID

2 thoughts on "আইফোন ১৪ সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে যেখানে"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    লাগবে না
  2. Oniichan Contributor Post Creator says:
    giye kine nen?

Leave a Reply