ট্রিকবিডি এর সকল ভাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা।তো আজকে আমরা দেখবো খুব সহজেই আমাদের ফোনকে miui6 এর কাছাকাছি একটা লুক দেওয়া যায়।এর জন্য আপনার খুব বেশি হলে ১০-১৫ এমবি খরচ করতে হবে।সব প্রথমে আপনাকে একটা লান্চার ডাওনলোড করতে হবে।এখান থেকে ডাউনলোড করে নিন
এবার ইন্সটল দিন।তারপর হোম বাটন চেপে ডিফল্ট করে সেভ করে দিন।তাহলে আপনি নিচের মতো লুক পাবেন।

এখন কথা হলো miui এর মতো লুক কিভাবে আনবেন।তো হোম পেজ এই দেখেন থিম এর অপশন আছে।নেট কানেকশন অন করে থিম ওপেন করুন।থিম লোডিং হতে একটু টাইম লাগবে কিন্তু অনেক থিমের লিস্ট আসবে।ওখানে miui style লেখা থাকবে।নিচে দেখুন

এবার এর ওপর ক্লিক করে থিম টা ডাউনলোড করে নিন মাত্র তিন এমবি।নিচের মতো

ডাউনলোড হয়ে গেলেই থিম টা এপলাই করুন তাহলেই আপনার কাজ শেস।তারপর আপনি দেখুন হোম পেজ এই একটা টু্ল্স বলে ফোল্ডার আছে ওটার ভিতরে আপনি ফাইল ম্যানেজার পাবেন।প্যানেল বার পাবেন নিচ দিক থেকে সোআইপ করলে।নিউ ডায়ালার এবং ম্যাসেজিং পাবেন।আরো আছে আপনারা চেক করে দেখবেন।আর হ্যা নিচে দেখকেন all apps বলে একটা ডক আছে অল এপস এ যাওয়ার জন্য ওটাকে লং প্রস করে ধরে নিয়ে গিয়ে যেকোন একটা ফোল্ডার এ ভরে দিবেন।।আর নিজে আমি লান্চার এর কিছু স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখে নিন।
theme apply korar por

new dialer interface


new message interface

new setting (launcher)

swipe up=panel bar

file manager(launcher aded miui style system)

অনেকেই বলে অন্য সব থেকে নাকি নোভা লান্চার ভালো কিন্তু নোভা লান্চার এ আইকন প্যাক লাগে।তারপর ও ভালো লুক দেওয়ার জন্য লান্চারের অনেক সেটিং চেন্জ করতে হয়।আর এখানে আপনাকে কোন সেটিং করতে হবেনা সব অটোমেটিক শুধু থিম টা আপনাকে নামিয়ে এপলাই করতে হবে।তাছাড়াও এই লান্চার এর সাথে যে ui আপনারা পাবেন তা অন্য কোথাও পাবেন না।
আজ শেষ করছি।ভুলত্রুটি ক্ষমা করবেন।

Full Credit: Hridoy_bd (Best-Author At-AmarTrick24.Com)


আমার সাইটঃ-AmarTrick24.Com

Contack With FB

11 thoughts on "এবার আপনাদের আন্ড্রয়েড ফোনকে দিন অসাধারন miui6 এর মতো লুক দিন।[+sceenshot]"

  1. Shaheen Uddoula Author says:
    Them দেখে ভাল লাগো কাল জানবো কেমন।
  2. Sk Sumon Khan Contributor says:
    Install করা apps কি ভাবে ফোনের defule apps বানাবো মানে ফোন restore দিলে যাতে apps unstall না হয়
    1. Jibon Roy Author says:
      Lucky Patcher
    2. ARIF Contributor says:
      Rooted phone hole parben.
  3. Faisal Kabir Contributor says:
    amar PHONE amnetei MIUI 9… terpor o thanks
  4. flovet Contributor says:
    bro…..Notification bar to change hoyna ?
  5. Shohag Ahmed Contributor says:
    vai ami miui 8 use kortasi. bcoz I am MI user
  6. Mithu Author says:
    Sumon Vai System app mover app use koren [ROOT]
    1. Sk Sumon Khan Contributor says:
      Mithu vai rood bade hobe new phone 4 day hocche
  7. Mithu Author says:
    sorry bhai, hobe naaa!

Leave a Reply