নিচের স্ক্রিনশট দেখলে বুজবেন পোস্ট করার আগে আমি গুগলে সার্চ করে দেখেছি পোস্ট টি আগে করা আছে কিনা।

3D Parallax Background জিনিস টা কি একবার দেখুন না হয় বুজবেন না। অ্যাপ টি প্রথম দেখি ফেইসবুকে একটা অ্যাড এর মধ্য। আমার অসাধারণ লাগে অ্যাপ টি। অনেক রকম থিমস থাকার কারণে এবং এর পারফরমেন্স/লুক সবকিছুই অসাধারণ। আপ্পটি প্লে স্টোরে গিয়ে ইন্সটল্ল করতে গিয়ে দেখি পেইড অ্যাপ। মাথা হয়ে যায় খারাপ। কারণ কেনার জন্য আমার কোনো ক্রেডিট কার্ড নেই। তাই গুগলে ঘাটাঘাটি করে অসদ উপায় অবলম্বন করে অ্যাপ টি ইন্সটল করে ইউস করে দেখি। অ্যাপ টি যেইরকম অ্যাড এ দেখেছিলাম তার চেয়ে ভাল লাগে আমার। প্রায় এক মাস ইউস করি। প্রত্যকদিন এক এক রকম থিম দিয়ে চালাতে থাকি অ্যাপ টি। প্রতিটি থিম ২-৪-৬ এম্বি।


যাই হোক এত আজাইরা কথা না বলে অ্যাপ টির সুবিধা-অসুবিধা এইসব আলোচনা করি।

সুবিধা


অ্যাপ টি সেই। আপনার কোনো ফ্রেন্ড দেখলে জিজ্ঞেস করবেই এটি কি। আপনার নিজেরই ভাল লাগবে এর লোক দেখে। অ্যাপ টি ফ্রীতে পাচ্ছেন নিচের লিনক্স থেকে নিলে।
MEGA
GDRIVE

অসুবিধা


আপ্পটি ১০০ টাকা দিয়ে কিনতে হবে প্লে স্টোর থেকে। আপনার ৫ পারসেন্ট এক্সট্রা ব্যাটারি খরচ করবে।

কাজ করে কিভাবে


অ্যাপ টি আপনার ফোনের জাইরোস্কোপ সেন্সর এবং Accelerometer দিয়ে কাজ করে। অ্যাপ টিতে যেই থিমস গোলো রয়েছে তাতে তিনটি করে লেয়ার আছে এবং ফোন্টি নাড়াচাড়া করে উপরের এবং শেষের লেয়ার নড়ে। ফলে অ্যাপ টি লাইভ মনে হয়। আপ্পটি খুবই ব্যাটারি কম খরছ করে। তারপরে আরো ব্যাটারি বেকাপ বাড়াতে চাইলে সেটিং থেকে জাইরোস্কোপ সেন্সর অফ করতে পারেন।

আপ্নারা যারা Chameleon Colour Adapting আপ্পটি ব্যবহার করেছেন তারা জানবেন। আপ্পটি সেইম ডেভেলপার এর বানানো।তেমন সাজিয়ে গুছিয়ে পোস্ট করার অবিজ্ঞতা/টেলেন্ট নেই তবুও চেষ্টা করি। কোনো কারণে পোস্ট টি রিপোর্ট এর যোগ্য বলে মনে হলে আমাকে জানাবেন।

@Yasir_YCS

11 thoughts on "3D থীম বা লাইভ ওয়েলপেপার ইউস না করলেও একবার ট্রাই করে দেখতে মন চাইবে আপনার।"

  1. রিয়াদ Author says:
    আপনার মোবাইলের থিমের নাম কি??
  2. Abtahee Contributor says:
    ওপরের থিমটার নাম কি??
    1. YASIR-YCS Author Post Creator says:
      লিস্টে যান ছোট করে আইকন দেখতে পাবেন আমার থিম টার। নাম মনে নেই। শুধু পোস্ট এর জন্য করলাম স্ক্রিনশট টা।
  3. premisaddam Author says:
    Onek agei use kore felchi… temon valo na….
  4. Anik Contributor says:
    eta niye post korbo vabcilam. but amr phone e 200 mb up Ram use kore and phone slow kore dey. onno der phone e ki hobe vebe r post korini. apni mayb playstore e user comment dekhen nai. s7 user ra bolce ei app battery drain kore onek. r apni bolcen temon charge khoroj hoy na. apnar phone model ta jante pari ki?
    1. YASIR-YCS Author Post Creator says:
      Nokia Six….আমি তো স্মুদ লি চালাইসি। আর আমি সেন্সর অফ করে রাখছিলাম ব্যাকাপ ভাল পাওয়ার জন্য।
    2. Anik Contributor says:
      nokia 6 hole alada kotha vai ?
  5. hanif.rgt Contributor says:
    charge এর বারোটা বাজবে।
    1. YASIR-YCS Author Post Creator says:
      হা হা। এটি অন্য সব লাইভ ওয়েল্পেপার এর মত না?

Leave a Reply