***আসসালামু আলাইকুম***
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আপনাদের সামনে এমন একটি লঞ্চার এর রিভিউ নিয়ে এসেছি যা অনেক কম মানুষই জানে।
এটি অফিশিয়াল পিক্সেল লঞ্চার এর মোড ভার্শন। যা অন্যসব লঞ্চারকে হার মানিয়ে দিবে। নাম : Lawnchair Launcher। এমনকি Google Now Launcher এর কাছে কিছুইনা। তো কথা না বাড়িয়ে রিভিউ শুরু করা যাক।
.
প্রথমত ডেভেলপারের দেওয়া অফিশিয়াল স্ক্রিনশটগুলো একনজরে দেখে আসি….
.
ইতিমধ্যে আপনারা বুঝেই ফেলেছেন এই লঞ্চার কতটুকু আকর্ষণীয়। তো এর ফিচার নিয়ে পরে আলোচনা করি আগে, ফোনে ইন্সটল করার পরের স্ক্রিনশটগুলো দেখে আসি…
.
লঞ্চার এর ফিচারগুলো একনজরে…
• Google Now integration (Requires the Lawnfeed add-on app)(নিচে বুঝিয়ে বলছি)
• Android Oreo shortcuts and notification dots
• Icon Pack support
• Variable Icon Size
• Custom Grid Size
• Dock Customization
• Adaptive Icons (For Nougat & above)
• BLUUUUUR (Optional Blurry UI for pretty much everything)
• And much more!
.
রিভিউ :
এর ইউজার ইন্টারফেস অনেক সুন্দর এবং আকর্ষণীয়। পিক্সেল লঞ্চার এর সাথে এতে রয়েছে Android 8.0 (Oreo) এর শর্টকাট। এছাড়া লঞ্চারটি আইকন প্যাক সাপোর্ট করে। এতে আপনি আপনার মনমতো আইকন প্যাক ইউজ করতে পারবেন। এছাড়া নোভা লঞ্চার এর মতো Dock এডিটও করতে পারবেন। আর এর UI গুলোও আপনার মন কেড়ে নিবে।
শীতকাল উপলক্ষে এতে রয়েছে Snowfall অপশন। যা স্ক্রিনকে আরো আকর্ষণীয় করে তুলবে।
এর সবচেয়ে ভালো দিকটা হলো এর Screen Rotation System অর্থাৎ আপনি এখান থেকে Rotation অন করে আপনি যেভাবে খুশি চালাতে পারবেন। আপনার ছোট ফোনেও স্ক্রিন রোটেট করে চালাতে পারবেন।
.
পার্সোনাল এক্সপেরিয়েন্স : লঞ্চারটি আমার কাছে সত্যিই ভালো লেগেছে। কারণ ডিফল্ট লঞ্চার ব্যবহার করার মজাটাই আলাদা। আর এতে ফ্রিতেই সিব সুবিধা দেওয়াতে আপনাকে ডলার খরচ করতে হবেনা। আর এড তো দূরের কথা। এতে কোন এড নেই। আর ইউজার ইন্টারফেসও আমার কাছে ভালোই লেগেছে। তাই এই লঞ্চার এর সাথে গুগলের Now Launcher এর পার্থক্যটা বুঝতে পারবেন।
.
.
ডেভেলপার : এই অ্যাপের ডেভেলপার XDA Development এর ডেভেলপার। তার পোস্টটি চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। ডেভেলপারের অফিশিয়াল সাইট : Lawnchair.INFO
.
ডাউনলোড পর্ব :
১)প্রথমে প্লে-স্টোর থেকে লঞ্চারটি ইন্সটল করুন
সাইজ মাত্র : ৩ এম্বি
PLAY STORE LINK
২) এবার নিচ থেকে Lawnfeed অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন
DIRECT DOWNLOAD LINK
[ বি:দ্র: Lawnfeed অ্যাপ আপনাকে লঞ্চার এ Google Now ব্যবহার করতে সাহায্য করবে। এটি ইন্সটল না করলে লঞ্চারে থাকা গুগল এর আইকনে ক্লিক করে কোন ফল পাবেন না। ]
.
আজ এ পর্যন্তই। পোষ্টটি কেমন হলো মন্তব্য করে জানাবেন।
খুব ভালো রিভিউ ভাইয়া।
এরকমই তো রিভিউ হওয়া চাই।
কন্টিনিউ রাখুন।
This version is not compatible with your phone
স্নো-ফল অপশন টা অপ্রয়োজনীয় মমে হয়েছে আমার কাছে।
Anyways, Good Post Bro. keep it up. ?
taw post ta kharap na ?
আপনার Age টা একটু বলবেন কি???
অথবা আপনি সবাইকে soto vi কলতে পারেন, তার জন্য।
ar ss ta apnar niya na….
review dila doya kora nige use kora diban…continue…
But Go Launcher is the Best???