মাত্র এক ক্লিকেই যেকোনো File Type থেকে যেকোনো File Type এ convert করুন মাত্র এক ক্লিকেই !

আসসালামুয়ালাইকুম ট্রিকবিডিবাসী!  কেমন আছেন ?

একবার আমার আর্জেন্ট এপ্লাই করার দরকার হয় । এপ্লাই করতে গিয়ে দেখি ছবি শুধুমাত্র png ফরমেটে চাচ্ছে । কিন্তু ছবিতো সাধারণত jpg ফরম্যাটে থাকে । তাহলে এখন কি করবো ?

আবার অনেক সময় দেখা যায় কোন ছবির jpg ফরম্যাট চাচ্ছে , কিন্তু আপনার কাছে আছে অন্য ফরমেটের ছবি !

এমনও হতে পারে যে ভিডিও বা অডিও এডিটিং বা আপলোডের সময় আপনার একটা নির্দিষ্ট ফরমেট চাচ্ছে অথচ আপনার কাছে অন্য ফরমেট রয়েছে । এরকম ঘটনা আমাদের সাথে প্রায়ই ঘটে থাকে । ফাইল কনভার্ট করার প্রয়োজন হয়ে থাকে । সে ক্ষেত্রে ইনস্ট্যান্ট কি করা যায় ?

বিভিন্ন ধরনের অ্যাপ আছে কিংবা ওয়েবসাইটও আছে । মাঝেমধ্যে সেগুলো খুবই বিরক্তকর মনে হয় ।

আপনার যদি টেলিগ্রাম থাকে তাহলে আপনি খুব সহজে মাত্র এক ক্লিকে আপনার কাজটি করে নিতে পারবেন ।

তার জন্য আপনাকে টেলিগ্রামের সার্চ করতে হবে –

@newfileconverterbot

সার্চ করে এটি ওপেন করে নিতে হবে

 

তারপর কাজ খুবই সিম্পল , আপনাকে কাঙ্খিত ফাইলটি টেলিগ্রামের সেন্ড করতে হবে তারপর ফাইল টাইপ চাইবে । অর্থাৎ আপনি যে টাইপে কনভার্ট করতে চাচ্ছেন সেটা চাইবে ।

আপনাকে শুধু সেই টাইপে ক্লিক করতে হবে । ব্যাস কিছুক্ষণ পরে ই আপনাকে ফুল রেজুলেশনের কনভার্ট করা ফাইলটি ফেরত দিবে ।

কাঙ্খিত ফাইলটি সেন্ড করুন এবং কাঙ্খিত অপশনটিতে ক্লিক করুন ।

আমি এখানে শুধু ছবির ক্ষেত্রে দেখালাম , আপনি চাইলে এখানে ছবিসহ অডিও ভিডিও যেকোনো ফাইল নিয়ে কাজ করতে পারবেন ।

আশা করি এই ট্রিকটি আপনার অনেক উপকারে আসবে ।

বি.দ্র বিষয়টি অনেকের অজানা থাকতেই পারে এজন্য ট্রিকটি শেয়ার করলাম । যাতে করে ট্রিকবিডির নিয়মিত ভিজিটররা উপকৃত হন ।

নতুন নতুন কিছু জানতে ও শিখতে এবং কাজে লাগাতে ট্রিকবিডি সাথেই থাকুন ❤️ ধন্যবাদ ?

আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আসুন ।

সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ?

 My channel – RIFAT’s GK 

 

Leave a Reply