অনেকসময় আমাদেরকে একপ্রকার বাধ্য হয়েই Google meet বা এমন টাইপের অনলাইন মিটিংয়ে জয়েন করতে হয়। অর্থাৎ ঐ মিটিং এ উপস্থিত থেকে বকবকানি শুনতে হয়।

এই টাইপের প্যারা থেকেই রেহাই পেতে আমি একটা Extension ইউজ করি যাতে মিটিং এর Tab এর সাউন্ড এমনভাবে কমিয়ে রাখি যাতে অন্য কাজবাজ করতে সমস্যা না হয় আবার ডাকলেও সারা দিতে পারি ?

তাছাড়া বাড়িতে মেহমান আসলে বাচ্চা-কাচ্চার চিল্লাচিল্লিতে শান্তিতে কোন ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারিনা ?
তখনও এই Extension টি বিপদের বন্ধু হয়ে আমার পাশে থাকে

তো চলুন দেখা নেওয়া যাক আপনারাও কীভাবে এটি ব্যবহার করবেন

যেভাবে Extension দিয়ে ব্রাউজারের যেকোন ট্যাবের Sound কন্ট্রোল করবেন

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

প্রথমেই চলে যান এই লিঙ্কেঃ https://chrome.google.com/webstore/detail/volume-master/jghecgabfgfdldnmbfkhmffcabddioke

তারপর Volume Master Extension টি আপনার ব্রাউজারে এড করে Pin করে নিন

ব্যাস, এবার ব্রাউজারের যেকোন ট্যাবের সাউন্ড নিজের মনমত বাড়িয়ে কমিয়ে রাখতে পারবেন

Video Tutorial

3 thoughts on "পিসির জন্য Best Volume Booster Extension – যেটা দিয়ে ব্রাউজারের যেকোন ট্যাবের সাউন্ড কে বাড়াতে/কমাতে পারবেন Upto 600%"

  1. Bita Paradox Contributor says:
    অনেক আগে ব্যবহার করতাম ২০১৮ এর দিকে…….
    কাজ করে ঠিকই……
    তবে, ২০০% এর বেশি সাউন্ড হলেই সাউন্ড কোয়ালিটি খুব বাজে হয়ে যায়
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      বিপদের বন্ধু আরকি
      নরমালি ৩০০% এর বেশি বাড়ানো লাগেও না
    2. Robiul Islam Contributor says:
      200% Enough

Leave a Reply