ট্রিকবিডি ভিজিটরদের প্রথমেই জানাই শুভ নববর্ষ

বাংলাদেশের একটি বেশ প্রথম দিকের টেকনোলজি রিলেটেড সাইটগুলোর মধ্যে একটি হলো ট্রিকবিডি ডট কম।জাভা-সিম্ভিয়ান মোবাইলের যুগ থেকে ট্রিকবিডি বেশ পরিচিত একটি সাইট।সময়ের সাথে টেকনোলজি সম্পর্কে মানুষের আগ্রহ বেড়েছে।
বেড়েছে টেকনোলজি সেক্টর নিয়ে মানুষের পড়াশোনা।

নতুন বছরে চলে আসবে এক ঝাঁক প্রযুক্তিপ্রেমী ট্রেইনার। ট্রিকবিডিতে বিতরন করবে নতুন নতুন টিপস,ট্রিক,তথ্য। আপনার নিত্য নতুন টেকনোলজি নিয়ে আগ্রহ? এই সেক্টরে ভালো ধারণা রাখেন? তাহলে ট্রিকবিডির দরজা আপনার জন্য‌ই খোলা। প্রযুক্তির জ্ঞানকে বিতরন করতে পারেন নতুন নতুন টিপস ট্রিক দ্বারা এই প্ল্যাটফর্মে।

এই সম্পর্কে যারা নতুন একাউন্ট করবেন তারা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

ট্রিকবিডি তে কিভাবে একাউন্ট খুলবেন ? নিয়ম কি ? বিস্তারিত

আজকে আলোচনা করতে চলেছি ট্রিকবিডির মোবাইল ভার্সন নিয়ে।ডেস্কটপ দিয়ে ট্রিকবিডিতে যত ভালোভাবে নিজের পোস্টকে আরো আকর্ষণীয় করা যায় তার থেকে ট্রিকবিডিতে মোবাইল ইউজারদের বেশ কিছু লিমিটেশন আছে

চলুন দেখে নেয়া যাক ট্রিকবিডির মোবাইল ভার্সন ব্রাউজারে desktop mode on ছাড়া কি কি লিমিটেশন আছে

১.এখানে সরাসরি ভিডিও আপলোডের সুবিধা নেই।

২.এখানে আপনি কালার ফন্ট ব্যবহার করতে পারবেন না।(খুবই লিমিটেড html code দ্বারা করা গেলেও প্রয়োজনীয় কালার খুঁজে পাওয়া যায় না)

৩.এখানে ভিউ কাউন্টার সুবিধা নেই। আপনার পোস্টে কতজন ভিউ করল তা দেখার মোবাইল ভার্সনে সুযোগ নেই

৪.এখানে meta description এডিট করা যায়না। Meta description হলো যখন গুগলে কেউ কোনো বিষয়ে সার্চ করে সে বিষয়ে ট্রিকবিডিতে কোন কন্টেন্ট থাকলে তার হেডলাইনের নিচের ছোট লেখাগুলো। মোবাইল ভার্সনে এই meta description বাই ডিফল্ট হিসেবে সেভ‌ হয়ে থাকে।

৫.মোবাইল সাইটে quote highlights দেখা কিংবা‌ লেখার সুযোগ নেই। Quote highlight কি তা নিচে দিয়ে দিলাম।

৬.এখানে keyword রিসার্চ করার অপশন নেই।অর্থাৎ কোন বিষয় নিয়ে মানুষজনের জানার আগ্রহ সে সম্বন্ধে track করার সুবিধা নেই।

৭.মোবাইল সাইটে নিচের মতো টানা হাতের লেখার সুবিধা নেই। ক্ষেত্র বিশেষে নিজের পোস্টকে আরো আকর্ষণীয় করার জন্য টানা হাতের লেখা দরকার হতে পারে।

৮.এখানে readability চেক করা যায় না। অর্থাৎ আপনার পোস্টে কি পরিমান বাক্যের যথাযথ প্রয়োগ,ব্যাকলিংক দেয়া হয়েছে কিনা এটা এক নিমিষে দেখা যায়না।

৯.ট্রিকবিডির মোবাইল ভার্সনে Sentence alignment করা যায়না।আপনার লেখার সবগুলো এখানে বাম সাইড থেকে শুরু হয়। তবে মাঝে মাঝে কিছু বিষয় লেখার মিডলে কিংবা ডান সাইডে এলআইনমেন্ট করা লাগে।

১০.একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে word count সুবিধা নেই। আপনার পোস্ট কত word নিয়ে করা সেটি এখানে দেখা যায়না।

এতো গেলো অসুবিধা গুলো। চলুন এগুলো বাইপাসের নিয়ম দেখি

১.ট্রিকবিডিতে পোস্টে ভিডিও দেয়ার জন্য ইতোমধ্যে একটি টিউটোরিয়াল আছে।এজন্য নিচের পোস্টটি পড়ে নিতে পারেন।
Trickbd তে পোস্টের মাঝে ভিডিও এড করুন খুব সহজে। নতুন অথর দের জন্য আজকের এই পোস্ট

২.ভিউ কাউন্ট করার জন্য আপনাকে ব্রাউজারে desktop mode on করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন পোস্টে কত ভিউ আসছে।

এবার দেখা যাক কিভাবে keyword রিসার্চ করবেন মোবাইল দিয়ে



প্রথমে আপনি আপনার প্রোফাইলে যাবেন। এরপর ব্রাউজারে desktop mode অন করবেন। এরপর edit profile এ ক্লিক করলে নিচের মতো ইন্টারফেইস আসবে।

এরপর নিচের ছবির মত ফলো করবেন।


দেখুন ফাইনাল হিসেবে আমার কিওয়ার্ড রিসার্চ করার সুবিধা চলে আসছে। Worldwide past 12 month এ ক্লিক করে চাইলে নিচের মতো করে ফিল্টারিং করা যায়।

কি‌ওয়ার্ড ভালো মতো রিসার্চ করার সুবিধা হলো আরো বেটার আউটরীচ। আপনার পোস্টে অর্গানিক ট্রাফিক আরো বৃদ্ধি পাবে।যারা গুগলে সার্চ করে তথ্য খোঁজে তারা আপনার পোস্ট rank করলে আগে আগে দেখতে পাবে।

এবার দেখা যাক কিভাবে desktop এর মতো পোস্টকে আকর্ষনীয় করে তুলবেন

এজন্য প্রথমে আপনাকে পোস্ট পাবলিশ করতে হবে আগে।desktop ভিউ দিয়ে আপনারা আপনার পোস্ট ভিজিট করবেন।সবার নিচে দেখবেন edit আর like ক্লিক।সেখানে edit ক্লিক করবেন।


এ ধরনের ইন্টারফেস চলে আসছে।প্রথমে দেখাব কিভাবে bold কিংবা italic বা বাঁকা করবেন। এজন্য নিচের মতো কপি করবেন

এরপর উপরের অপশন থেকে B অথবা i এ ক্লিক করবেন। তাহলে আপনার লেখা বোল্ড, বাঁকা কিংবা cursive হয়ে যাবে।B দিয়ে bold এবং i দিয়ে বাঁকা করা যাবে।

এরপর এলআইনমেন্ট করার জন্য সেম এক‌ইভাবে কপি করার মতো টেক্স সিলেক্ট করবেন।এরপর উপরে গিয়ে নিচের ছবির মত এলআইনমেন্ট করে নিবেন।
এখানে যেভাবে আছে সেভাবে আপনি এলআইনমেন্ট করে নিতে পারবেন।

এখন Same ভাবে যে বিষয়গুলো quote highlight করে নিতে চান সেগুলো text সিলেক্ট করে নিচের অপশনে ক্লিক করে নিবেন।

এবার আসা যাক কালার হাইলাইটস বা রঙিন করে তোলার জন্য।এজন্য আপনারা নিচের বাটনে ক্লিক করবেন।

এরপর নিচের মতো ইন্টারফেইস আসবে। আগের মতোই টেক্সট সিলেক্ট করে এখানে A এর পাশেতে সিলেক্ট করলেই কালার অপশন চলে আসবে‌।

এবার আসা যাক meta description ও readability নিয়ে


আপনারা আপনাদের লেখা থেকে copy করে চুম্বক‌অংশ টুকু meta description এ দিবেন। এখানে এমনভাবে interesting বিষয় দিবেন যাতে মানুষ পড়তে আগ্রহী হয়।খেয়াল করবেন meta description এর নিচে যেন সবুজ দাগ আসে।meta description পোস্টের ranking এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারনত যত ভালো মেটা description হয় তত ক্লিক পড়ার চান্স বেশি

Readability হলো আপনার লেখায় কি কি ঘাটতি আছে।যেহেতু লেখা পুরোপুরি machine এর মতো লেখা সম্ভব নয় তাই এ ধরনের ঘাটতি থাকবেই। খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই কারন মানুষের সৃষ্টিশীল লেখা এ ধরনের detection এর চাইতেও ইউনিক। প্রয়োজনীয় backlink অ্যাড করতে পারেন। আপনাদের পূরনো কোনো‌ লেখার লিংক দিতে পারেন।


সর্বশেষ ডান সাইড থেকে আপডেট করতে ভুলবেন না।।কারন সেখানে আপডেট না করলে পোস্ট save হবে না।

আজ এই পর্যন্তই। আগামীতে আসতে চলা নতুন অথরদের শুভকামনা রইল।

Leave a Reply