আসসালামুয়ালাইকুম
সুদীর্ঘ ৫ বছর পর ট্রিকবিডিতে ফিরে আসা।
আশা করি সবাই ভাল আছেন।
ওয়াইফাই/ব্রডব্যান্ড ইউজার, কিন্তু FTP সার্ভার এর নাম কখনো শুনেন নি, এমন অনেক কম সংখ্যক মানুষই আছেন। তাও যারা জানেন না, তাদের জন্য Quora থেকে “আল-আমিন” নামক এক ভাই এর উত্তর হুবুহু তুলে ধরলাম-
সাধারণত এখন প্রায় সবাই বিভিন্ন কোম্পানির ব্রডব্যান্ড সংযোগ ব্যাবহার করে ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য। খরচ কম কিন্তু গতি অনেক। ব্রডব্যান্ড সংযোগ যারা দেয়,সেই সব কোম্পানি বা আইএসপি, তাদের গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ওদের নিজস্ব অনুদানে একটা সার্ভার বানিয়ে দেয় যাতে গ্রাহকরা তাদের উপর সন্তুষ্ট থাকে। এখানে মুভি, গান, ভিডিও, সফটওয়ার, গেমস থেকে শুরু করে যা যা প্রয়োজন তার বিশাল এক সংগ্রহ থাকে। এই FTP সার্ভার এর সবচেয়ে বড় সুবিধা হল এই সব সার্ভার থেকে কিছু ডাউনলোড করলে ডাউনলোড স্পীড আকাশে উঠে যায়। জায়গা ভেদে এই স্পীড 1 MBPS থেকে 40 MBPS পর্যন্ত উঠানামা করে।
এই সব সার্ভার এর একটাই সমস্যা হল,কিছু কিছু কোম্পানি শুধু তাদের গ্রাহক দের জন্য ওই সব সার্ভার উন্মুক্ত করে দেয়। অন্য কোম্পানির লাইন ব্যাবহারকারীরা ওই সার্ভার এ প্রবেশ করতে পারে না। যেমন- CTGmovies, Circle FTP etc.
আবার কিছু কোম্পানি তাদের সার্ভার সবার জন্য উন্মুক্ত করে দেয়। যেমন- ftpBD, যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সার্ভার বলা চলে।
ftpBD এর একটি সার্ভার এর স্ক্রিনশট নিচে দেয়া হল-
এসব সার্ভার থেকে যখন মুভি কিংবা সিরিজ স্ট্রিম বা ডাউনলোড করা হয়, তখন তা একটু ঝামেলাপূর্ণ এবং খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। যেমন, এক ক্লিকে একটি সিরিজের সকল এপিসোড ডাউনলোড বা স্ট্রিম করা যায় না, বারবার ব্যাক করে নতুন ভাবে লোড করা প্রয়োজন হয়। এছাড়া সরাসরি স্ট্রিম করতে ব্রাউজার ইউজ করা লাগে যেখানে আবার সাবটাইটেল শো করে না, কিংবা আপনি ম্যানুয়ালি সাবটাইটেল এড করতে পারেন না।
যেহেতু এসব আমাকে অনেকটাই বিরক্ত করতো, তাই আমি নিজেই লেগে পড়ি এমন একটা এপ ডেভেলপ করতে, যেখানে আমাকে বার বার ক্লিক করার ঝামেলা পোহাতে হবে না, স্মুথ ফাইল একপ্লোরার টাইপ এক্সপেরিয়েন্স পাব এবং ভিডিও প্লেয়ারেই সরাসরি স্ট্রিমিং করতে পারব। দীর্ঘ ১ মাস কোডিং এর পর ফাইনালি আমার এপ্লিকেশন রেডি হল, নামঃ FTPaddict
চলুন দেখে নেই এই এপ এর কিছু ফিচার-
- হোমপেজঃ
- ফাইল এক্সপ্লোরিং পেইজঃ
- স্ট্রিমিং পেজঃ
- ডাউনলোড পেজঃ
হোমপেজে যেসব শর্টকাট দেখতে পাচ্ছেন, তা মূলত ftpBD এরই বিভিন্ন সাব-সার্ভার এর লিংক। আপনি এগুলো এডিট করে আপনার ব্রডব্যান্ড সাপোর্ট করে এমন যেকোনো সার্ভার এর লিংক এড করতে পারবেন। আমি Hindi Series এ ক্লিক করার পর যা এল-
এখানে আপনার পছন্দের ভিডিও প্লেয়ার সিলেক্ট করে যেকোনো ভিডিওতে ক্লিক করলে এই লিস্টের সব ভিডিও আপনার ভিডিও প্লেয়ার এ এড হয়ে যাবে এবং যে ভিডিওতে ক্লিক করেছিলেন, সেই ভিডিও থেকেই স্ট্রিমিং শুরু হবে। সব এপিসোড দেখার জন্য আবার এপ এ ফিরে আসার প্রয়োজন হবে না।
আপনি যেকোনো ভিডিওতে ক্লিক করলে ওই নির্দিষ্ট ভিডিওটিই ডাউনলোড হবে। আবার From and To রেঞ্জ সিলেক্ট করে Download দিলে, যেমন 4 থেকে 9, সেক্ষেত্রে শুধু 4 to 9 নং ভিডিওসমূহ ডাউনলোড হবে। আর Download All এ ক্লিক করলে ঐ লিস্টের সব ভিডিও একে একে ডাউনলোড হতে থাকবে।
এবার আসি ইন্সটলেশনঃ
এই লিংক থেকে FTPaddict.zip ফাইলটি ডাউনলোড করে নিন। [বুঝতে অসুবিধা হলে ভিডিও দেখুন অথবা স্ক্রিনশট ফলো করুন]
লিংকঃ FTPaddict.zip | Windows
Note: Linux ইউজার হলে এটা ডাউনলোড করুন FTPaddictLINUX
ভিডিও টিউটোরিয়ালঃ Demo and Installation of FTPaddict
স্ক্রিনশট টিউটোরিয়ালঃ
থ্রি ডট মেনু তে ক্লিক করুন [লাল চিহ্নিত]-
ডাউনলোড কমপ্লিট হলে FTPaddict.zip ফাইলটি ওপেন করুন-
যেকোনো জায়গায় FTPaddict ফোল্ডারটি Extract করুন-
Extract করা FTPaddict ফোল্ডার থেকে FTPaddict.exe ফাইলটি ওপেন করুন-
প্রথমবার ওপেন করলে Windows Defender থেকে এলার্ট আসবে, এখন “More info” তে ক্লিক করুন-
নিচের Bar টি একটু ডানে টেনে নিয়ে “Run Anyway” তে ক্লিক করুন, ব্যাস!
নোটঃ অনেকেই জানেন, তবুও বলার জন্য বলা, সাধারণত বেশির ভাগ exe ফাইল কে Windows Defender ম্যালওয়ার হিসেবে ডিটেক্ট করে, এতে বিচলিত হওয়ার কিছু নেই 😀
তবুও মনের সন্দেহ দূর করতে এখান থেকে Source_Code_Skeleton.txt ফাইলটি দেখে নিতে পারেন।
সম্পূর্ণ এপটি পাইথন স্ক্রিপ্ট দিয়ে বানানো 😀
পুনশ্চঃ আপনার ডাউনলোড করা ভিডিও গুলো Downloaded Videos নামের একটি নতুন ফোল্ডার এ ডাউনলোড হবে, এবং এই ফোল্ডার টি সেখানেই তৈরি হবে যেখানে আপনি FTPaddict.exe ফাইলটি রেখেছেন।
পুনশ্চ ২ঃ এই এপ টি শুধুমাত্র ভিডিও ফাইলের জন্য ডিজাইন করা, সার্ভার এর অন্যান্য ফাইল যেমনঃ গেইমস/পিডিএফ এখানে শো করবেনা।
সবাইকে ধন্যবাদ।
———————————————————————-
সংক্ষেপে আমার পরিচয়ঃ
আমি মোঃ জুনায়েদ, আমার বাড়ী চট্টগ্রাম এবং বর্তমানে বুয়েটের কেমিকৌশল বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়ন করছি।
ফেইসবুকে আমি-
Md. Junayed
FYI Windows Defender flags most of the exe files as potential threat, mostly when it contains any AUTOMATED BEHAVIOR. Thank you 🙂
I must learn “How to spoil time” from you……..
.
Just copy the link & paste to Potplayer…… Then you can do anything in this player
Parle Tuotrial diooo