আস্সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ! আশা করি TrickBD-র সাথে সকলেই ভালোই আছেন। যদিও TrickBD-র সাথে আমি অনেক আগে থেকেই যুক্ত, তবে এটাই আমার প্রথম পোস্ট! আমার ১ম পোস্টে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে সর্বদা ভালো ও নতুন কিছু উপহার দেয়ার সর্বাত্নক চেষ্টা করবো। আমি যথাসম্ভব নির্ভুল ও শুদ্ধ পোস্ট আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করবো এবং ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙂 তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক! 🙂 >>>>

বোধহয় একটু বেশীই বক-বক করে ফেললাম(আমি কথা একটু বেশীই বলি)। তো যাইহোক,

আর্টিকেলের বিষয়:

লগো ডিজাইন করা!


ভালো মানের লগো ডিজাইন করা অত্যান্ত কঠোর এবং সূজনশীলতার কাজ, যা অর্থের বিনিময়ে বিভিন্ন সাইট থেকে করিয়ে নেয়া যায়। কিন্তু আমি আজ আপনাদের জন্য এমন একটি সাইট খুঁজে এনেছি, যেখান থেকে ফ্রিতে এবং সবচেয়ে সহজে নিজের সাইট/প্রতিষ্ঠান/অন্যকিছুর লগো বানিয়ে নিতে পারবেন মূহুর্তেই! আপনার কাজের সফলতার অনেকটাই নির্ভর করে একটি ভালো লগোর উপর! ফ্রিতে লগো বানানোর জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট এটি! যার ইউজার রেটিং ৫-এর মাঝে ৪.৮!! কী ভাবছেন? একবার ট্রাই করেই দেখুন। ভালো লাগবেই! আমার অত্যান্ত পছন্দের সাইট এটি। আমি নিজের ফেসবুক পেজের লগো এই সাইট থেকেই বানিয়েছি এবং খুব ভালো রেসপন্স ও পেয়েছি। আর আপনি এই সাইট থেকে ইউনিক লগো বানাতে না পারলেও, লগো তৈরির ব্যাপারে খুব ভালো একটা আইডিয়া পাবেন!


সাইটের নাম:

“Free Logo Design Services”

>>লগো তৈরি করতে:

এখানে ক্লিক করুন

>>আমার নামে বানানো কিছু লগো:

–Sample-1

–Sample-2

>>সাইটের সুবিধা:

    (i)সম্পূর্ণ ফ্রি;
    (ii)ঝামেলাহীন;
    (iii)মূহুর্তেই কাজ সম্পন্ন;
    (iv)অত্যাধুনিক;মানসম্পন্ন এবং আকর্ষণীয় ডিজাইনের লগো,
    (v)সবচেয়ে সহজ;
    (vi)কাস্টমাইজেশন এবং এডিটিং;
    (vii)ইউজার ফ্রেন্ডলি;
    (viii)একাধিক লগো ডাউনলোড;
    (ix)বিশাল লগোর ভান্ডার;
    (x)যেকোনো ডিভাইস থেকে ব্যাবহারযোগ্য!

সাইটের কাজ আপনাকে লগো তৈরি করে দেয়া এবং আপনার কাজ উপযুক্ত এবং সামঞ্জস্যপূর্ণ লগো নির্বাচন করা!

>>যেভাবে বানাবেন:


খুব সোজা! সাইটে প্রবেশ করলে প্রথমেই উপরে তিনটি বক্স পাবেন। প্রথমটি Logo Category। এতে আপনি যে ক্যাটাগরির লগো তৈরি করতে চান, তা সিলেক্ট করুন। যেমন: Foods, IT, Buisness, Beauty, Massage, ইত্যাদি! ২য় টি Logo Line 1. এখানে আপনার লগোটির একটি নাম দিন। ৩য় টি Logo Line 2. এটি অপশনাল এবং না দিলেও চলবে! এরপর নিচের Choose A Design বাটনে ক্লিক করুন! নতুন একটি পেজ আসবে যেখানে আপনার দেয়া নাম ও ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ডিজাইনের অনেক গুলো লগোর তালিকা দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করে image আকারে ফাইলে ডাউনলোড করে রাখুন। ব্যাস! তৈরি হয়ে গেলো আপনার লগো! তাছাড়া, আপনি আপনার পছন্দসই লগোটিকে কাস্টমাইজ, এডিট এবং নিজের রুচি মোতাবেক কালার দিয়ে সজ্জিত করতে পারবেন। 😀


আজ এ পর্যন্তই। আশাকরি সকলের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আপনাদের উপকারেই আমার কষ্ট করে লেখার স্বার্থকতা!


পোস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেয়ার যথাসম্ভব চেষ্টা করবো। আর হ্যা, ভালো লগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না কিন্তু! তবে কেউ বাজে কমেন্ট করবেন না এবং বন্ধুত্বপূর্ণতা বজায় রাখবো। পরবতীতে আরো ভালো এবং নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। TrickBD-র সাথেই থাকুন!

—-ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।


*(এটি কোনো স্পন্সরড পোস্ট নয়।)

বি:দ্র: পোস্টটি সম্পূর্ণ নতুন। কাজেই দয়াকরে কেউ কপি করবেন না, করলে ক্রেডিট দিতে ভুলবেন না! এবং লিঙ্ক ঠিক রাখবেন! 🙂
*(আপনাদের পোস্ট সম্পর্কিত যেকোনো সাহায্যের জন্য কমেন্ট-বক্সে অমায় নক করতে পারেন!)

ধন্যবাদ।

🙂

By________Araf

Leave a Reply