Be a Trainer! Share your knowledge.
Home » Tools » USB ছাড়াই FTP SERVER তৈরি করে , কয়েক সেকেন্ডেই ফোন থেকে শেয়ারিটের মতন কম্পিউটারে ফাইল ট্রান্সফার করুন ।

USB ছাড়াই FTP SERVER তৈরি করে , কয়েক সেকেন্ডেই ফোন থেকে শেয়ারিটের মতন কম্পিউটারে ফাইল ট্রান্সফার করুন ।

আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবো কিভাবে আমারা কোনো প্রকার ক্যাবল ছাড়াই খুব সহজে শেয়ারিটের মতোন ফাইল ট্রান্সফার করতে পারি , মূলত শেয়াররিট বলতে ওই রকম না , শেয়ারিট কথাটা এজন্য বল্লাম কেনেোনা এইখানে কোনো প্রকার ক্যাবল ছা্ড়াই আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন ,

সেই প্রসেস টা হলো এফটিবি সার্ভার ক্রিয়েট করে । তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন , যারা আগে থেকেই জানেন তারা চাইলে পোস্ট টিকে ইগনোর করতে পারেন।

এটা করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে এফটিবি এপ টি ডাইনলোড করে নিবেন।

এরপর এপটি ওপেন করে নিবেন , তার আগে আপনার ফোনের সাথে কম্পিউটারের ওয়াইফাই কানেক্ট করে নিবেন।

 

এরপর এপের স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন , তারপর সার্ভার লিংক দেখতে পারবেন সেটা কপি করে নিতে পারেন বা ম্যানুয়ালি ও টাইপ করতে পারেন।

এখন আপনার পিসি তে ঢুকবেন তারপর মাউসের রাইট ক্লিক করবেন , এবং এড নিউ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন।

 

তারপরে এখানে আপনাকে দুইবার নেক্সট করতে হবে , এরপর লেখার অপশন আসবে , এখন আমারা ফোন থেকে যে এফটিবি সার্ভার লিংক তৈরি করছিলাম সেটা এখানে বসিয়ে দিবো

তো আমি আমার টা এখানে গুগল থেকে কপি করি নিয়ে বসিয়ে দিলাম

 

তারপর দুইবার নেক্সট এ ক্লিক করে দিবেন, এবং সবশেষে ফিনিশ করে দিবেন।

এবং দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত ফোল্ডার এখানে সো করছে , আপনি এখানে যা মন চায় করতে পারেন ।

আপনি চাইলে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইল আপনার পিসিতে নিতে পারবেন।

আসা করি পোস্টটি ভালো লেগেছে ,

আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ

20 hours ago (Nov 14, 2024)

About Author (102)

Shofikul Islam
author

Programmer & Developer : App | Web | TG Bot. Founder Of : TEAM X 1337 (⁠ᗒ⁠ᗩ⁠ᗕ⁠) About Me

Trickbd Official Telegram

2 responses to “USB ছাড়াই FTP SERVER তৈরি করে , কয়েক সেকেন্ডেই ফোন থেকে শেয়ারিটের মতন কম্পিউটারে ফাইল ট্রান্সফার করুন ।”

  1. shahriar_Nazim Contributor says:

    Pc thke phone ae file kivabe transfor korbo Ftp server diye

    • Shofikul Islam Author Post Creator says:

      @shahriar_Nazim PC er 2 te double click korle arekta windows open hbe..tarpor PC er jekono file tene dhore ene phone er jnno Je alada folder gulo show korche oikhnae paste kore diben that’s it.

Leave a Reply

Switch To Desktop Version