আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবো কিভাবে আমারা কোনো প্রকার ক্যাবল ছাড়াই খুব সহজে শেয়ারিটের মতোন ফাইল ট্রান্সফার করতে পারি , মূলত শেয়াররিট বলতে ওই রকম না , শেয়ারিট কথাটা এজন্য বল্লাম কেনেোনা এইখানে কোনো প্রকার ক্যাবল ছা্ড়াই আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন ,

সেই প্রসেস টা হলো এফটিবি সার্ভার ক্রিয়েট করে । তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন , যারা আগে থেকেই জানেন তারা চাইলে পোস্ট টিকে ইগনোর করতে পারেন।

এটা করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে এফটিবি এপ টি ডাইনলোড করে নিবেন।

এরপর এপটি ওপেন করে নিবেন , তার আগে আপনার ফোনের সাথে কম্পিউটারের ওয়াইফাই কানেক্ট করে নিবেন।

 

এরপর এপের স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন , তারপর সার্ভার লিংক দেখতে পারবেন সেটা কপি করে নিতে পারেন বা ম্যানুয়ালি ও টাইপ করতে পারেন।

এখন আপনার পিসি তে ঢুকবেন তারপর মাউসের রাইট ক্লিক করবেন , এবং এড নিউ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন।

 

তারপরে এখানে আপনাকে দুইবার নেক্সট করতে হবে , এরপর লেখার অপশন আসবে , এখন আমারা ফোন থেকে যে এফটিবি সার্ভার লিংক তৈরি করছিলাম সেটা এখানে বসিয়ে দিবো

তো আমি আমার টা এখানে গুগল থেকে কপি করি নিয়ে বসিয়ে দিলাম

 

তারপর দুইবার নেক্সট এ ক্লিক করে দিবেন, এবং সবশেষে ফিনিশ করে দিবেন।

এবং দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত ফোল্ডার এখানে সো করছে , আপনি এখানে যা মন চায় করতে পারেন ।

আপনি চাইলে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইল আপনার পিসিতে নিতে পারবেন।

আসা করি পোস্টটি ভালো লেগেছে ,

আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ

6 thoughts on "USB ছাড়াই FTP SERVER তৈরি করে , কয়েক সেকেন্ডেই ফোন থেকে শেয়ারিটের মতন কম্পিউটারে ফাইল ট্রান্সফার করুন ।"

  1. shahriar_Nazim Contributor says:
    Pc thke phone ae file kivabe transfor korbo Ftp server diye
    1. Shofikul Islam Author Post Creator says:
      @shahriar_Nazim PC er 2 te double click korle arekta windows open hbe..tarpor PC er jekono file tene dhore ene phone er jnno Je alada folder gulo show korche oikhnae paste kore diben that’s it.
  2. BSS SUMON ISLAM Contributor says:
    Ftp erro দেখায়
    1. Shofikul Islam Author Post Creator says:
      @BSS SUMON ISLAM phone er Sathe computer er wifi connect kore nen agye
  3. AViJiTRoy0543 Contributor says:
    off kamon korte hobe seita to bolen nai?
    1. Shofikul Islam Author Post Creator says:
      @AViJiTRoy0543 vai stop a click korlei tow off hoye jay , eita tow simple ekta beper.

Leave a Reply