আসসালামু আলাইকুম,
মুসলমান হিসেবে আমাদের সকলের ই উচিত সালাম
দেওয়া এবং নেওয়া।
টিউনের শুরুতে একটু কুশল বিনিময় করি, কেমন
আছেন? আমি ভাল আছি আল্লাহ্’র মেহেরবাণীতে।
টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা
দরকার।
অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।
আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যেকোন
সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন,
আমি আছি আপনাদের সেবায়।

ফেইসবুকে আমি Asr Rifat


টিউনটি খুব সংক্ষিপ্ত করলাম।
আমরা অনেকেই লিমিটেড এমবি
ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা
৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক
ও ব্যবহার করি। কিন্তু সমস্যা হল
আমরা যখন নেট ব্যবহার করি তখন
খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক
তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের
টাকা কাটে।। এই সমস্যায় কেউ পরেন
নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল।
তো এই সমস্যায় যারা পরছেন তারা
সমাধান নিন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে
নিন (মাত্র ৯০০ কেবি)

Data Lock Lite.Apk



এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন
করে সেটিং এ যান।
তারপর Limit To (যেখানে Unlimited
লেখা) তে আপনার কত এমবি আছে
সেটা দিন। এবার Renew Period এ টাইম
দিন যেমন ১২ টা।
এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার
করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া
লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক
নেট ডিসকানেক্ট হয়ে গেছে। কোন
অপারেটর এর বাবাও টাকা কাটতে
পারবে না।।

কষ্ট করে টিউন লিখি, শুধু আপনাদের কিছু টা উপকার
করার জন্য। আমার টিউন পড়ে আপনার বিন্দুমাত্র
ভাল লাগে/উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।
আমার মনে হয় আমরা সকলে যেটুকু জানি সেটুকুই
যদি আমরা সকলের সাথে ট্রিকবিডিতে শেয়ার করি
তাহলে সবাই শেখার/ জানার সুযোগ পাই।
তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ
একে অপরের প্রতি হিংসা করবেন না।
আমরা তো সকলেই বন্ধু, তাই না?
চলে যাওয়ার মুহুর্তে আরেকটি কথা বলতে চাই,
আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
আল্লাহ্ হাফেজ।

12 thoughts on "বাড়তি টাকা কাটার দিন শেষ এবার ইন্টারনেট ব্যবহার করুন ইচ্ছা মত"

    1. Asr Rifat Contributor Post Creator says:
      tnx
  1. Asr Rifat Contributor Post Creator says:
    vai pls amar post e aso na
    1. Asr Rifat Contributor Post Creator says:
      tnx vaia
    2. Asr Rifat Contributor Post Creator says:
      try korbo
  2. Asr Rifat Contributor Post Creator says:
    wlc
  3. 111111 Contributor says:
    Md Khalid. এর টিউনার পদ বাতিল চাই। তার পোস্ট এর মধ্যে 70% লোক প্রতিবাদ করছে।
  4. MARUF PARVEJ Contributor says:
    tnx for this useful app
  5. gsm sohan Author says:
    vai osthir apps
    1. Asr Rifat Contributor Post Creator says:
      tnx bro

Leave a Reply