যাদের মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার ইচ্ছা আছে তারা এই পোস্টটি দেখুন।
অন্যেরা পোস্ট টি এড়িয়ে যান।
মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হলে সেটা ভালো হয়। তবে খেয়াল করে দেখবেন, জুম করে ছবি তুললে সবসময়ই ছবি ভালো দেখাবে।
কারন জুম করে ছবি তুললে কোনো অংশই ছোট/বড় হয় না।
বোঝা যায় ছবির কোন অংশের থেকে কোন অংশ টা ছোট বা বড়।
আর কিছু লেন্স আছে। যেগুলো ব্যবহার করে ছবি তুললে ছবির পিছনের বা সামনের অংশ ঘোলা (Blur) করা যায়।
DSLR ক্যামেরার মত।
তবে হুবহু না।
পরিষ্কার করলে বলা যায় যে দুধের স্বাদ, ঘোলে মেটানোর মত।
তবে এই লেন্স টা ব্যবহারে ঘোলের স্বাদ প্রায় দুধের কাছাকাছি পাবেন।
যে লেন্স টা এখন আমি দেখাতে যাচ্ছি।
———
এই লেন্স টা আমি বাজার থেকে কিনেছি ১০০০ টাকা দিয়ে।
আপনারা ৯০০-১১০০৳ এর মধ্যে পাবেন।
লেন্স এর ছবিটা নিচে দেখুন।
চলুন দেখায় এই লেন্স টির সাথে আপনি আরো কি কি পাবেন।
——————–
একটা ক্লিপ পাবেন।
লেন্স টি কে মোবাইলের সাথে Attache করার জন্য
ছোট একটা মসৃণ কাপড় পাবেন লেন্স টি পরিষ্কার করার জন্য।
আর প্যাকেটের ভিতরে ছোট আরেকটি প্যাকেটেই পাবেন সেই লেন্স টি।
এবার চলুন দেখায় কিভাবে মোবাইলে সেট করতে হয়।
প্রথমে ক্লিপ টা মোবাইলের ক্যামেরার সাথে ভালো করে আটকিয়ে নিন।
লেন্স এর দুই মাথায় দুইটা ক্যাপ আছে।
ক্যাপ দুইটা খুলতে হবে।
লেন্স এর যে দিক টা ছোট, সেই দিক টা ক্লিপের সাথে লাগাতে হবে।
এইবার ছবি তোলার জন্য মোবাইল ধরছি।
তার আগে একটু জানাই,
এই লেন্স টা 12x জুম।
এই লেন্স টা তে Zoom In / Zoom Out করা যাবে না।
তবে ফোকাস করা যাবে।
আমি প্রায় ২৭ রকমের লেন্স এর ভিতর থেকে এই লেন্স টা পছন্দ করেছি।
ছবি তোলার সময় যে অংশ টা ইচ্ছা ফোকাস করবেন।
তার জন্য নিচের ছবিতে দেখানো লেন্স এর দুই লাল দাগের মাঝের অংশ টুকু ঘোরাতে হবে।
আসলে এটাই আমার প্রথম রিভিউ। তাই ঠিকমত পোস্ট করতে পারলাম না।
দয়া করে ক্ষমা করবেন আমার সমস্ত ভুল।
আর এই লেন্স দিয়ে তোলা কয়েক টা ছবি আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখুন।
ছবি গুলো কোনো এডিট করা নয়।
আপনি যত ভালো মোবাইল ব্যবহার করবেন। ছবির পিছনে/সামনে তত টাই ঘোলা (Blur) হবে। এবং সেই সাথে ছবির মান ও ততটাই ভালো হবে।
আর বেশি কিছু লিখছি না।
যাদের এই পোস্ট টি ভালো লাগবে, অবশ্যই পোস্টের নিচে একটা লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন পোস্টের নিচের কম্মেন্ট বক্সে।
আর বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, অথবা এই লেন্স টি কে নিয়ে আরো জানতে ইচ্ছা হলে নিচের আমার রিভিউ করা ভিডিও টি দেখুন।
সেখানে আরো কিছু জানতে পারবেন। কারন আমি সব কিছু পোস্টে লিখতে পারলাম না।
জানেনই তো, লেখার চেয়ে বলা সহজ।
দয়া করে আমার চ্যানেল টি একবার ঘুরে আসুন
সেখানে ৭০+ ভিডিও আছে।
tacara ei lens ta oneker kacei valo.
tai ei lens ta pete apnar temon somossa hobe na.
khub somossa hole ei lens er cobita ta dokani k dekhaben.
r
online theke kinte caile 12x lens likhe search korle ei lens tai prothome dekhben.
thx for your comment.
tate apnar somossa ki?
হতে পারে।
তবে ভালো হয় আপনি যদি 12x pro টা নিয়ে একটা রিভিউ এর পোস্ট করেন।
তাহলে যে লেন্স কিনতে চায়, সে এই দুইটার ভিতরে সামঞ্জস্য করে কিনতে পারবে।
আরেকবার একটু ভালো করে জিজ্ঞেস করবেন, প্লিজ?
যে মোবাইলের ক্যামেরা একেবারেই, একেবারেই এবং একেবারেই বাজে।
আর,
বাটন এর যে পুরাতন আমলের ফোন আছে। সেগুলোতে হবে না।
tobe cobir man khub ekta valo hobe na hoyto.
আপনারা ৯০০-১১০০৳ এর মধ্যে পাবেন।
আশা করি ভালো মানের পোষ্ট পাবো আপনার,,,
ধন্যবাদ
আমি চেষ্টা করবো।
blur hobe?
tobe,
amar dekhano ei lens ti better+best.
mane amar dekhano lens tir ei buget er vitore ei lens ti e srestho hobe bole ami mone korci.
bcz, ami pray 27 rokomer lens er vitor theke ei lens t check kore kineci.
ভাই তবে ক্যামেরা যদি ভাল হয় ছবিও ভালো হবে।
কাজ হবে।