আসসালামু-আলাইকুম,
এনড্রয়েড অ্যাপে ওয়েবসাইট এর ভিজিটর পাওয়া এখন একটি দারুন মাধ্যম। আর তাই তো সবাই নিজেদের ওয়েবসাইট এর জন্য অ্যাপ তৈরি করতেছে। এনড্রয়েড উন্নত মানের অপারেটিং সিস্টেম বলেই তো এনড্রয়েড দিয়েই এনড্রয়েড অ্যাপ তৈরি করা যাচ্ছে । মূলত আজকের এই টিউটোরিয়াল টি SketchWare দিয়ে যারা নিজেদের ওয়েব সাইটের জন্য অ্যাপ তৈরি করেন তাদের জন্য।
- প্রথমে SketchWare এ এইটি নতুন প্রজেক্ট খুলুন। আমার মনে হয় এই প্রজেক্ট কিভাবে তৈরি করে এটা আপনাদের বলতে হবে না।
- এখন সেই প্রজেক্ট টি ওপেন করুন।
- সবার আগে Liner(V) ড্রাগ করে আনুন । (এটা আনতেই হবে না হলে onBackPreseed কাজ করবে না। )
- এখন WebView ড্রাগ করে আনুন ।
- এখন ইভেন্ট এ ক্লিক করুন।
- এখন onCreate এ ক্লিক করুন।
- এখন onCreate এর সেটিং গুলো এভাবে করুন।
- Plus বাটনে ক্লিক করে নতুন ইভেন্ট onBackPress অ্যাড করুন।
- এবার onBackPreseed এ ক্লিক করুন।
- onBackPress এ ডুকে Control অপসন থেকে ef then else ব্লক টেনে আনুন। এখন View তে ক্লিক করে CanGoBack ও goBack ব্লক ড্রাগ করে আনুন। তার পরে Consonant থেকে Finish Activity ও টেনে আনুন। Control এর Ef Then Eles ব্লকের ছোট ফাকা ঘরে canGoBack ব্লক টি বসান। তারনিচে goBack এবং তার নিচে Finish Activity বসান screenshot এ যথাক্রমে দেখুন।
- এখন onBackPreseed এর সেটিং গুলো এভাবে করুন ।
এখন রান করুন । দেখবেন এখন ব্যাক করলে একদম কেটে যাবেনা আগের ভিজিট করা পেজে যাবে ও একসময় প্রথম পেজে এসে তারপরে কেটে যাবে। । আর একটা কথা: সেটা হলো আমার এই পোস্ট নতুন দের জন্য নয়। নতুন রা যদি অ্যাপ তৈরি করা শিখতে চান তাহলে এই লিংক ভিজিট করুন। Sketchware দিয়ে যেভাবে আপনার ওয়েব সাইট এর জন্য অ্যাপ তৈরি করবেন।
আজকে এখানেই শেষ করছি। কোন দরকারে ফেসবুকে আমি। CanGoBack
Keno noy. Java Programing sikhte hobe.
public void onDownloadStart(String url, String userAgent, String contentDisposition, String mimetype, long contentLength) {
Intent intent = new Intent(Intent.ACTION_VIEW);
intent.setData(Uri.parse(url));
startActivity (intent);
}
});
Asd te ei code paste koren
আমার তো পোস্টই এপ্রুব হয় না।
নাহলে Thunkmable থেকে স্লাইডবার স্প্লাস স্কিনসহ হাই কোয়ালিটির অ্যাপ বানানোর পোস্ট করতাম।
আচ্ছা পোস্ট এপ্রুব হওয়ার বিকল্প কোনো রাস্তা আছে?