“ওয়েব সাইটের যে কোন কনটেন্ট আপনি নিজেই ইডিট করতে পারবেন।সুতরাং শুধু মাত্র স্কিনশট কে কেন বিশ্বাস করবেন?”

আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রাব্বুল আলামীন এর দরবারে লাখ কোটি শুকরিয়া আমি অধমকে কিছু লেখার জ্ঞান তিনি দান করেছেন ।

টিকবিডি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় ভাল আছি আমি সবসময় পোষ্ট করতে পারি না তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবর্দা চেষ্টা  করি ইউনিক কিছু করার যা নতুন পুরাতন সবাই তার থেকে কিছু শিক্ষা গ্রহন করতে পারে।

আমরা সাধারনত দেখে থাকি যে কোন ওয়েব সাইকে কিংবা ফেইসবুকে ম্যাসেঞ্জার , স্ট্যাটাস কিংবা কমেন্ট বিভিন্ন কিছু কনটেন্ট থাকে যা যে কেউই কিন্তু ফেইক করে আপনাকে স্কীন সট দিতে আপনার বিশ্বাস নষ্ট করতে পারে। সুতরাং তার থেকে সাবধান হওয়ার জন্যই আজকের এই পোষ্ট।

কাজের ধাপ ঃ

সোর্স কোডঃ  javascript:document.body.contentEditable = ‘true’; document.designMode=’on’; void 0

আপনি যে কোন ওয়েবের কনটেন্ট  ইডিট করতে পারবেন এই কোড টি ব্যাবহার করে যেমন- আমি আপনাদের বুঝানোর সুবিধার্থে ফেইসবুকে গেলাম

উপরে দেখা যাচ্ছে টেক বিডি এর ফেইসবুক এর ফেন পেইজ । এখন আমি যদি চাই এই পেইজ এর সকল কিছু ইডিট করতে তাহলে শুধু মাত্র  আমার উপরের কোডটি কপি করে পেষ্ট করে দিলেই হবে। যেমন:

কোডটি কপি করে পেষ্ট করলে Javascript: এই অংশটুকু থাকবে না তাই  এখানে লেখে দিতে হবে উপরের ছবিটির মত করে ব্যাস কাজ শেষ এখন আপনি নিমিষেই যে কোন কনটেন্ট ইডিট করতে পারবেন। নিম্মে ছবিটির মত করে।

উপরের লাল অংশটুকু আমি ইডিট করেছি দেখুন এটা বুঝাই যাবে না যে ফেইক এডিটিং।

টেক্স এর নিচে লাল দাগ বন্ধ করার জন্য-

এটা বন্ধ করতে শুধু মাত্র setting >Language>Spell check
অফ করে দিলেই হবে। নিম্মে দেখানো হল।

প্রথমে Setting এ যেতে হবে তারপর সাচ এ ক্লিক করে লেখতে হবে language তাপর সেল চেক তারপর সবুজ মার্কটি তে ক্লিক করে অফ করে দিতে হবে। ব্যাস কাজ শেষ।

 

এই পোষ্টটি শুধু মাত্র সচেতনা বৃদ্ধি করার জন্য করা হযেছে। সুতরাং এর অপব্যবহার কোন ভাবেই এডমিন এর উপর বর্তাবে না।

যে কোন সমস্যায় আমাকে নক করতে
ফেইসবুকে আমি fb.com/rahat46

24 thoughts on "স্কীন সট এ নির্ভর করা ছাড়ুন,তৈরী হচ্ছে বহু ফেইক স্কীন সট।"

    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Avatar photo Tech Beplob Contributor says:
    কিছুই বুঝলাম না রে ভাই বো——দা
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ভাল করে মনযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন।
  2. Avatar photo স্বপ্ন Author says:
    অনেক সুন্দর পোস্ট।
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট এর জন্য।
  3. Avatar photo Aliar Rahaman Sajib Contributor says:
    পোস্টটির টাইটেল দেয়া উচিত ছিল “”খুব সহজেই যেকোনো সাইট বা পেজের স্ক্রিনশট edit করুন”””

    ?????

    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      আপনার সাজেশন এর জন্য ধন্যবাদ। 🙂
  4. Avatar photo Shaon Ahmed Siam Contributor says:
    Vai khub sundor post samner dika ageya jan…vai chicken shooting game hack korta parben jodi paren aktu post korben pls vai….
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      আমি গেইম খেলি না ত ভাই আপনি গুগুল করে দেখতে পারেন।
  5. Avatar photo MD.Zakariya Talukdar Contributor says:
    কিছু বুঝলাম না bro
  6. SHAWON 60 Contributor says:
    মানে বলতে চাচ্ছেন,এই কোড দ্বারা কোনো ওয়েব পেজের কপি তৈরি হবে,আর আমি সেই কপি করা পেজে যা ইচ্ছা তাই এডিট করতে পারব আর স্ক্রিন সর্ট নিতে পারব কিন্তু মূল পেজের কোনো কিছু বা ক্ষতি হবে না তাই তো!?
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      একদম ঠিক। আপনি এই কোড এর মাধ্যমে যে কোন কিছুই ইডিট করতে পারবেন। reload দিলে আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় ই চলে আসবে।
  7. আপনি যখন যেকোন ব্রাউজার থেকে কোন ওয়েবসাইট ব্রাউজ করেন তখন ব্রাউজার আপনি যে পেজ টিতে গিয়েছেন বা যে পেইজ টিতে আপনি আছেন সেই পেইজ টি ব্রাউজার ডাউনলোড করে নেয় এবং আপনি চাইলেই তা এডিট করতে পারেন এই কোড document.body.contentEditable=’true’ দ্বারা ব্রাউজার কে নির্দেশ করা হয়েছে পেইজটির বডি ট্যাগ এর ভিতর এ যতকিছু আছে সব এডিট করার যোগ্য করে তুলুন। আর যা ডিফল্ট ভাবে কোন ব্রাউজারই সাপোর্ট করেনা বা ভ্যালু ‘true’ থাকেনা এটা ‘false’ থাকে আর এই কোড document.designMode=’on’ ডিজাইন অথবা এডিট করার ফাংশন যোগ করে তখন আপনার বডি ট্যাগের মধ্যে সবকিছুই এডিটাবল হয়ে থাকে। তবে এতে সার্ভার এ কিছুই হয়না কারণ আমি আগেই বলেছি ব্রাউজার ওই পেজ টা ডাউনলোড করে নেয় তাই আপনি যখন এই কোড রান করান সেটা ওই ডাউনলোড করা পেজ এর উপরই কাজ করে। আর হ্যা এই কোড দ্বারা কোন ওয়েব পেজের কপি তৈরি হয়না। ধন্যবাদ
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
  8. Avatar photo Sahariaj Author says:
    Ostir Post Thanks
  9. al amin06 Contributor says:
    ভালো হয়েছে, আরো ভালো কিছু চাই।
  10. Avatar photo Junayed.hasan Contributor says:
    javascript:document.body.contentEditable = ‘true’; document.designMode=’on’; void 0

    কোডটা কোন জায়গায় পেষ্ট করবো. ..?
    লিংক বক্সে …..?

    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      জ্বি।
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ
  11. Avatar photo Rafat11 Contributor says:
    সবই বুজছি বস।
    কিন্তু কোড টা কোন ভাবেই কাজ হচ্ছে না।
    একটা পেইজ এ গিয়ে পেস্ট করলাম, গুগল এ নিয়া যায়

Leave a Reply