আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?

আশাকরি ভাল আছেন।আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌।

আজকে আমরা দেখব কীভাবে Telegram বট থেকে Temp Mail/Fake Mail এড্রেস তৈরি করবেন।মূলত এটা Temporary Mail নয়।Temporary Mail গুলো খুব অল্প সময় ব্যবহার করা যায় এবং রিপ্লাই করার কোন অপশন থাকে না।কিন্তু এই মেইল এড্রেস গুলো দীর্ঘসময় ব্যবহার যোগ্য এমনকি মেইল আসলে ছবি সহ রিপ্লাইও করতে পারবেন।কিন্তু আপনাকে কেও মেইল না করলে আপনি মেইল করতে পারবেন না অর্থাৎ মেলই আসলেই শুধু রিপ্লাই দিতে পারবেন। নিজের পছন্দ মতো ইউজার নেম দিয়েও মেইল এড্রেস খুলতে পারবেন।আবার আপনি নিজে ডোমেন ক্রয় করেও বটে সংযুক্ত করে সেই ডোমেন দিয়ে মেইল এড্রেস খুলতে পারবেন।

আর Telegram সম্পর্কে নতুন কিছু বলার নেই।

কাজের ধাপঃ

প্রথমেই এই লিংকে ক্লিক করে বটটি চালু করুন।

তারপর নিচের মতো /generate এবং /set নামে দুইটি অপশন পাবেন।এখন /generate এ ক্লিক করুন।

তাহলে একটি মেইল এড্রেস অটোমেটিক তৈরি হয়ে যাবে।

এবার আমি আমার জিমেইল থেকে তৈরি করা ফেক মেইলে একটা মেইল করলাম।তাহলে নিচের মতো দুইটি অপশন পাবেন।প্রথম অপশনটির(HTML version) মাধ্যমে HTML ল্যাংগুয়েজে পাঠানো মেইল গুলো দেখতে পারবেন এবং Reply এর মাধ্যমে মেইল এর রিপ্লাই দিতে পারবেন।

রিপ্লাই ছবির মাধ্যমেও করতে পারবেন।এবার আমি রিপ্লাই করলাম।

দেখুন সাথে সাথে রিপ্লাই চলে এসেছে। 

এবার দেখব কীভাবে নিজের নাম দিয়ে মেইল এড্রেস তৈরি করবেন।নিজের নাম দিয়ে করার জন্য hi2.in এবং telegmail.com এই দুইটি ডোমেন ব্যবহার করতে পারবেন।

তো প্রথমেই /set টাইপ করে সেন্ড করুন।

তারপর আপনার পছন্দমত নাম দিন।যেমনঃ asraful@hi2.com অথবা asraful@telegmail.com। তাহলেই আপনার নিজের নামে মেইল এড্রেস তৈরি হয়ে যাবে।

এবার /id টাইপ করে সেন্ড করলে আপনার মেইল এড্রেস গুলো দেখতে পাবেন এবং পাশে থাকা /delete_xxxxxxx বাটনে ক্লিক করে মেইল এড্রেস ডিলিট করতে পারবেন।

তো এখনকার মতো এখানেই শেষ করলাম। আমার মতে এইটা অনেক সহজ এবং স্টাইলিশ একটি প্রক্রিয়া। তারপরও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।

আল্লাহ্‌ হফেজ।

Contact with me:-

4 thoughts on "[HoT] Temporary Mail/Fake Mail তৈরি করুন নিজের পছন্দমত নাম দিয়ে Telegram এর মাধ্যমে।থাকছে মেইল আসলে রিপ্লাই দেওয়ার সিস্টেম।"

    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      tnx
  1. Minhaj1122 Contributor says:
    Verify kora jabe ki kno account
    1. Avatar photo Al Sayeed Author Post Creator says:
      fake sms diye age hoito but ekhon hoy na.fb,twitter,vk,instagram chara onno gola hobe.

Leave a Reply