[করাপ্টেড এসডি কার্ড ফিক্স করুন]
হাই ফ্রেন্ডস, আমরা কম বেশি সকলেই আমাদের হাতের স্মার্ট ফোনে এসডি কার্ড ইউজ করি। কেননা আমাদের ফোনে যে পরিমান ইন্টারনাল স্টোরেজ থাকে তাঁতে আমাদের প্রয়োজনিয় সব ফাইল রাখার মতো জায়গা হয় না। তো বন্ধুরা আমরা মাঝে মাঝেই আমাদের এসডি কার্ডটি সম্পূর্ণ ক্লিন করার জন্য ফরম্যাট করে থাকি। কিন্তু মাঝে মাঝেই এরকম প্রব্লেম দেখা যায় যে এসডি কার্ড ফরম্যাট হচ্ছে না। তো বন্ধুরা আপনার এসডি কার্ডটি যদি ফরম্যাট না হয় তাহলে কিভাবে ফরম্যাট করবেন সেটাই আমি আজ আপনাদের দেখাব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

1. ফোন রিস্টার্ট করুণ:

মাঝে মাঝেই এমন হয়ে থাকে যে আমাদের স্মার্ট ফোনে এমন কিছু সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে কাজ করে যেটা তার ডাটা এসডি কার্ডে স্টোর করে। তো আমরা যদি ফোন একবার শাটডাউন করে আবার অন করি তাহলে ব্যাকগ্রাউন্ডে সব সফটওয়্যার কাজ করা বন্ধ করে দেবে। আর ফরম্যাট না হওয়ার কারণ যদি ব্যাকগ্রাউন্ডে ওপেন হওয়া ডাটার কারণেই হয়ে থাকে তাহলে সেটা ফিক্স হয়ে যাবে।

2. কম্পিউটার দিয়ে ফরম্যাট করুণ:

মাঝে মাঝে এমন হয়ে থাকে যে কিছু সফটওয়্যার ফোন রিস্টার্ট করার পরেও ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে তাছাড়াও হতে পারে আপনার ফোনের কোনো ব্রাউজার বা অন্য কোনো আপে কিছু ডাউনলোড হচ্ছে যেটার লোকেশন এসডি কার্ড! এছাড়াও বিভিন্ন কারণে আপনার ফোন এসডি কার্ড রিস্টার্ট ফরম্যাট করতে ফেইল্ড হতে পারে। তাই আপনি এসডি কার্ডটি কম্পিউটার ইউজ করে ফরম্যাট করতে পারেন।
  • কম্পিউটার ইউজ করে ফরম্যাট করার জন্য প্রথমে এসডি কার্ডটি কার্ড রিডার ইউজ করে কম্পিউটারে কানেক্ট করুণ।
  • এর পর পিসিতে দিস পিসি ওপেন করে এসডি কার্ডের উপর রাইট ক্লিক করে ফরম্যাট সিলেক্ট করুণ।

3. কম্পিউটারে কমান্ড প্রোম্পট ইউজ করে ফরম্যাট করুণ:

এর পরেও আপনি যদি ফরম্যাট করতে সক্ষম না হন তাহলে কম্পিউটারে কমান্ড প্রোম্পট দিয়ে ট্রায় করুণ। কমান্ড প্রোম্পোট ইউজ করে আপনি করাপ্টেড এসডি কার্ড ফরম্যাট করে ফিক্স করতে পারেন! কমান্ড প্রোম্পট দিয়ে ফরম্যাট করার জন্য নিচের স্টেপ ফলো করুণ:
উইন্ডোজ মেনু থেকে কমান্ড প্রোম্পোটের উপর রাইট ক্লিক করে ‘Run As Administrator‘ সিলেক্ট করুন। কমান্ড প্রোম্পোটে একটি একটি নিচের কমান্ড গুলো প্রবেশ করান।
। ‘Diskpart‘ লিখে  এন্টার প্রেস করুন।

 

। ‘List Disk‘ লিখে  এন্টার প্রেস করুন।

। আপনার সামনে ডিস্কের যে লিস্ট আছে সেটার দিকে মনোযোগ দিন, দেখুন  এর মধ্যে আপনার এসডি কার্ড সহজে চেনা যাচ্ছে না। তবে দেখুন আমার এখানে ২ নাম্বারটা ৭৫৮০ এমবি, আর আমার এসডি কার্ড ৮ জিবি তার মানে  এটাই আমার এসডি কার্ড। অনুরুপ ভাবে আপনার এসডি কার্ড খুজে বের করুন। আমার এসডি কার্ড ২ নাম্বারে আছে তাই আমি কমান্ড দিবো ‘Select Disk 2‘ এমনি ভাবে আপনার এসডি কার্ড যতো নাম্বারে থাকবে সে অনুযায়ী কমান্ড দিতে হবে।

 

। ‘Clean‘ লিখে  এন্টার প্রেস করুন।

 

। ‘Create Partition Primary‘ লিখে  এন্টার প্রেস করুন।

 

। ‘Select Partition 1‘ লিখে  এন্টার প্রেস করুন।

 

। ‘Active‘ লিখে  এন্টার প্রেস করুন।

 

। ‘Format fs = fat32 quick‘ লিখে  এন্টার প্রেস করুন। এর পর না ‘Diskpart Successfully Formated The Volume‘ দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।

 

। সবশেষে পর পর দুই বার ‘Exit‘ কমান্ড লিখে  এন্টার প্রেস করুন।

কমান্ড প্রোম্পোড দিয়ে ফরম্যাট হবেই, ইনশাল্লাহ

তো বন্ধুরা এই ছিলো আজকের আর্টিকেল আগামীতে দেখা হবে অন্য কোনো আর্টিকেলে, আর এই আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে আমার ব্লোগার সাইট  www.trickjal.xyz ভিজিট করার জন্য অনুরোধ রইলো, ধন্যবাদ

15 thoughts on "করাপ্টেড এসডি কার্ড ফরম্যাট হচ্ছে না? ফিক্স করুণ!"

  1. Avatar photo vodrosoytanami Contributor says:
    really good post…keep it up bro….like obossoi deserve koren
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      thanks bro..
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      Thanks bro..
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      thanks bro….
  2. Avatar photo Sabbir Khan Contributor says:
    Onk agi try korselam but taw thik hoy nai..
    1. Avatar photo Sakhawat Author Post Creator says:
      kobe
  3. Avatar photo Abdul Gaffar Contributor says:
    এই নিয়ম সহ আরো অনেক ভাবে চেষ্টা করছি কিন্তু মেমোরি ফরম্যাট করতে পারি নাই ? পারলে এই সমস্যার সলুশন দিয়েন
    1. Rakib Contributor says:
      আমি তো এভাবেই ঠিক করিলাম
  4. Avatar photo Anwarul Azim Author says:
    না ভাই, কোনো উপায়ই কাজ করলো না…..?। অন্য কোনো উপায় থাকলে বলেন।
    1. Avatar photo Argho Saha Contributor says:
      ভাই আপনি একটা কাজ করে দেখতে পারেন ।
      আপনি একটি নতুন CARD READER কিনুন এবং সেটা দিয়ে MEMORY CARD / SD CARD FORMAT করুন। এতে কাজ হতে পারে।
      কারন, আপনি আগে যে CARD READER ব্যবহার করেছেন সেটিতে হয়তো সমস্যা থাকতে পারে ।
  5. Avatar photo Tanzir Shakib Contributor says:
    PC না থাকায় ট্রিকটা ট্রাই করতে পারলাম না। তবে আপনার পোস্টটা ভালো লাগলো, সুন্দর ও সাবলীল। ?

Leave a Reply