আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
কারন ট্রিকবিডির সাথে থাকলে সব সময় ভাল থাকা যায়।

প্রতিবারের মতো আবারো একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন,কোন টিপস টি আজ আপনাদের মাঝে শেয়ার করব।
আজকে আপনাদের মাঝে শেয়ার করব
এলইডি টিভির কিছু গুরুত্বপূর্ণ টিপস।


আগের দিনের টিভি গুলো ছিল অনেক ভারিও সাদাকালো। কিন্তু এখন ধীরে -ধীরে টিভির অনেক বিশাল পরিবর্তন এসেছে।
এখন রঙ্গিন টিভি থেকে, এলইডি টিভিতে পরিবর্তন হয়েছে।
রঙ্গিন ও ঝকঝকে টিভি হলো এলইডি টিভি।
কিন্তু এ টিভি সুন্দর ভাবে দেখার জন্য আজ কিছু টিপস দেব।
এই টিপস গুলো ফলো করলে আপনি আরো চমৎকার ভাবে এলইডি টিভি দেখতে ও উপভোগ করতে পারবেন।

কথা না বাড়িয়ে মূল টপিকের দিকে যাই।

নিচে টিপস গুলো বর্ননা করা হলোঃ

১]ভাল এইচডিএমআই ক্যাবল ব্যাবহার করাঃ

এলইডি টিভিতে ভাল ক্যাবল ব্যাবহার করতে হবে।তবে এলইডি টিভিতে ঝকঝকে ছবি দেখা যাবে।ক্যাবল এর সমস্যা এর কারনে এলইডিতে ছবি অনেক সমস্যা করে।এদিকে খেয়াল রাখতে হবে।
আপনার ব্যাবহৃত ক্যাবলটি উন্নত ও দামি যেন হয়।

২] ডিসপ্লে সঠিক মুড ব্যাবহার করাঃ
আপনার এলইডি টিভিতে সঠিক মুড ব্যাবহার করুন।এতে আপনার জন্য অনেক ভাল হবে।
যে মুডে ছবি ভাল আসে, সেদিকে লক্ষ্য করে মুড ব্যাবহার করবেন।
তবে সাধারণত Standard মুড ব্যাবহার করাটাই ভাল। এছাড়া মুভি দেখার জন্য Movie বা cenema মুড ব্যাবহার করতে পারেন।
তবে Dynamic মুড ব্যাবহার করা উচিৎ না।এতে অনেক আলো থাকে চোখের সমস্যা হতে পারে। আর এলইডি তে গেমস খেলার সময় গেমিং মুড দিবেন।এতে ভালো হবে।

৩] ইন্টারনেট গতিঃ

অনেক বড় আকারের এলইডি তে ইন্টারনেট সংযোগ ভাল থাকা চাই।এতে নেটফ্লিক্স, আমাজন, হটস্টার,অনলাইন স্টিমিং এগুলো তে সমস্যা হবে না।
এলইডি তে সাধারণত ভাল মানের নেট সংযোগ দেয়া উচিৎ। এতে ছবির মান অনেক ভাল আসবে। এদিকে লক্ষ্য রাখতে হবে।

৪] এলইডি নুন্যতম দুরুত্বঃ

আপনার ৪০ ইঞ্চি এলইডি কেনার সামথ্য আছে বলেই কিনে ফেললেন সেটা নয়।
আগে আপনার ঘর অনুযায়ী টিভির মাপ নিশ্চিত হতে হবে।
৪ ফুট দুরুত্ব থেকে ৩২” টিভি খুভ ভালভাবে দেখা যায়।আপনি যদি ৫৫”/৬৫” টিভি কেনার পরিকল্পনা করেন তাহলে দুরুত্ব হতে হবে ৯ ফুট।

৫] স্মাট ফিউচার এর বদলে সাইজে গুরুত্ব দিনঃ

ছোট আকারের ফিউচার এর থেকে বড় আকারের টিভিতে ভাল মজা পাওয়া যায়।
তাই স্মাট বা ছোট আকারের থেকে সাইজ বড় নেয়ার চেস্টা করুন।

৬] সাউন্ডঃ

অনেক এলইডি টিভিতে ডিফল্ট স্পীকার দেয়া থাকে।অনেক টিভির ডিফেল্ট স্পীকার ভাল না হলে আলাদা স্পীকার লাগাতে পারেন।এতে সাউন্ড কোয়ালিটি ভাল পাবেন।

৭] পাওয়ার সেভিং মুড বন্ধ রাখাঃ।

অনেক এলইডি তে পাওয়ার সেভিং মুড চালু থাকে।এতে ছবি ও ভিডিও এর কোয়ালিটি কমে যায়।তাই ঝকঝকে ছবি ও ভিডিও দেখতে পাওয়ার সেভিং মূড বন্ধ করে রাখুন।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

Leave a Reply