আসসালামুআলাইকুম।ও হিন্দু ভাইদের জানাই আদাব।
প্রতিবারের মতো আবারো হাজির হলাম আরেকটি ট্রিক নিয়।
সবাই ট্রিকবিডির সাথেই থাকুন।কারন ট্রিকবিডির সাথে থাকলে ট্রিক ও টিপস সম্পর্কে ধারনা পাওয়া যায়।
আজকে যে ট্রিক টি শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন।
আজকে দেখাব,ভয়েজ চেঞ্জ করার চমৎকার একটি ট্রিক।
এই এপ্সে আপনি ইচ্ছামতো ভয়েজ চেঞ্জ করতে পারবেন।এবং সেই ভয়েজ বন্ধু -বান্ধব দের সাথে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করে মজা নিতে পারবেন।
শুধু ছেলে -মেয়ের কন্ঠে ভয়েজ তৈরী করতে পারবেন এটা না।আপনি এখানে অনেক কন্ঠে ভয়েজ চেঞ্জ করতে পারবেন।
আশা করি আজকের ট্রিকটা আপনাদের কাজে আসবেন।
এই ট্রিকটা আপনারা খারাপ কাজে ব্যাবহার করবেন না।
আপনি এপ্সটির সাহায্য অসাধারণ ভাবে ভয়েজ চেঞ্জ করতে পারবেন।
এছাড়া ও আপনি এখানে থেকে সেভ করে নিতে৷ পারবেন ভয়েজ।
অথবা আপনি রিংটোন হিসাবে ও এপ্স থেকে সেট করতে পারবেন।
শেয়ার অপশন ও আছে।শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করে মজা নিতে পারবেন।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই,প্রথমে নিচের দেয়া লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ
তার পর এপ্সটি ওপেন করুনঃ

তার পর এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করে,আপনি যেটার ভয়েজ চেঞ্জ করবেন সেটা বলবেন

তার দেখুন আপনি কোন কোয়ালিটি তে ভয়েজ চেঞ্জ করতে চান সিলেক্ট করুন

তার পর আপনি সেভ করতে ও পারবেন এবং এখান থেকে সরাসরি ও শেয়ার করতে পারবেন

পুরোপুরি ভালভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ
যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ
অর্থাৎ আমি কল দিয়ে কথা বলবো কিন্তু আমার Voice রোবটিক বা টকিং টমের মত শোনাবে।