কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আজকের বিষয় BotFather কি , BotFather এর কাজ কি এবং কিভাবে Bot তৈরি করা হয়


1 ➜ BotFather কি…?






BotFather শব্দটি ভেঙে দেখলে Bot + Father আসে , আমার জানি যে Bot কে Robot বলা যায় এবং Father কে বাবা বলা হয় তাহলে BotFather এর মানে দাঁড়ায় Bot এর বাবা । সবকিছুর একজন জন্মদাতা থাকে মানে বাবা থাকে । সেরকমই BotFather হলো Bot এর জন্মদাতা ।

২ ➜ কিভাবে BotFather কে খুঁজে পেতে পারি…?






টেলিগ্রাম বটগুলির কেন্দ্রীয় বিকাশ সরঞ্জাম Tool BotFather সুতরাং আপনাকে BotFather এর Help নিতে হবে । প্রথমে টেলিগ্রামে এই BotFather এর সন্ধান করতে হবে এবং তার সাথে একটি Chat শুরু করতে হবে /start Command দিয়ে





টেলিগ্রাম এর সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে BotFather । এখন Blue Verify Icon দেখে নিশ্চিত হয়ে নিতে হবে যে এটি BotFather ।


৩ ➜ BotFather এর কোন Command এর কি কাজ…?






Bot তৈরি করার আগে আমাদের , BotFather এর কিছু Commands সম্পর্কে জেনে নিতে হবে ‌‌কারন এতে Bot তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে । Screenshot এ Command গুলো দেখে নিন ।

৪ ➜ কীভাবে Bot তৈরি করবো…?


বট তৈরি করার জন্য /newbot Command ব্যবহার করতে হবে





এরপর Bot এর নাম দিতে , আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন । আমি যেহেতু Goggle Translate Bot তৈরি করবো সেহেতু আমি ” Goggle Translate ” নাম দিলাম





এরপর আমাদের Bot এর Username সেট করতে হবে , আপনাদের আগের পোস্টে বলা হয়েছে যে একটি Telegram Bot সবসময় পরিষ্কারভাবে বট এর Username এর শেষে Bot দ্বারা চিহ্নিত করে যে এটি একটি Telegram Bot । আমি বট এর Username ” GoggleTranslate24_Bot ” দিলাম





এখন আমাদের একটি Token দেওয়া হবে





আমাদের এই Token টি সুরক্ষিত রাখতে হবে , কারন আপনার Bot নিয়ন্ত্রণ করতে যে কেউ এই Token ব্যবহার করতে পারে ।


৫ ➜ কিভাবে Bot Edit করবো…?


এই ভাবে Bot তৈরি করার পর । আমাদের Bot এর Photo সেট করার জন্য /setuserpic Command ব্যবহার করতে হবে





এখন একটি Photo Send করুন Bot এর Profile Photo সেভ হয়ে যাবে





Bot এর বিষয়ে বা About সম্পর্কে লিখতে /setabouttext Command ব্যবহার করতে হবে





এখন Bot এর বিষয়ে কিছু Text Send করে দিলে Save হয়ে যাবে





ঠিক একইভাবে Bot এর Description সেভ করতে /setdescription Command ব্যবহার করতে হবে । এখন আমাদের Bot তৈরি করার কাজ শেষ ।


৬ ➜ সত্যি কি Bot তৈরি করা হলো এবং এই Bot কি কাজ করবে…?






সত্যি Bot তৈরি করা হয়েছে । কিন্তু এই Bot কাজ করবে না । যতক্ষণ পর্যন্ত না এই Bot কে জীবন দেওয়া হয় । আমরা জানি কঙ্কাল অচল এবং এই বট ও যেহেতু অচল , সেহেতু আমরা এই বট কে কঙ্কালের সাথে তুলনা করতে পারি । মানুষের কঙ্কাল তখনই চলাফেরা করতে পারে যখন তার শরীরের মাংসপেশী ও জীবন থাকে , যেহেতু আমরা মানুষের কঙ্কাল কে এই অচল Bot এর সাথে তুলনা করেছি সেহেতু এই Bot কেও মাংসপেশী ও জীবন দান করতে হবে । আমার Api Id এবং Api Hash কে Bot এর মাংসপেশী বলতে পারি ।


৭ ➜ . বিস্তারিত জানতে এবং Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Bot Making Help Join Hear



আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি BotFather এর বিষয়ে এই পোস্টটি যথেষ্ট । যদি বুঝতে সমস্যা হয় বলবেন । পরবর্তী পার্টে জানাবো Api Id & Api Hash কিভাবে তৈরি করতে হয় এবং Api Id & Api Hash এর কাজ কি…? সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccountFree Join Hear

12 thoughts on "Telegram Bot Making tutorial basic to Advanced..Part-2 ( What is BotFather & How to make a Bot..?)"

  1. Tanvir 33 Contributor says:
    অসাধারণ ?
    1. Bisnu Ray Author Post Creator says:
      Thanks Bhaiya
    1. Bisnu Ray Author Post Creator says:
      Thanks Bro ?
  2. FS Ashraful Author says:
    Make coding bot?
    1. Bisnu Ray Author Post Creator says:
      Bro , Step by step
  3. FS Ashraful Author says:
    next post coding diye koro codingg best
    1. Bisnu Ray Author Post Creator says:
      Bhaiya , Jara New Tara o jate Shikte pare sai hisebe post dite hobe
    1. Bisnu Ray Author Post Creator says:
      Thanks bro

Leave a Reply