” নমস্কার/আসসালামু আলাইকুম “

পাইরেটেট কনটেন্টের এককথায় স্বর্গরাজ্য বলা যেতে পারে টরেন্টকে। কোন মুভি হলে রিলেজের আগে যদি কোথাও রিলিজ হয় তবে তা হতে হবে টরেন্ট। অন্তত আগে না হলেও রিলিজের প্রায় সাথে সাথেই আমরা টরেন্টে পেয়ে যাই ঝকঝকে টকটকে দারুণ সব কন্টেন্ট। একদম ফ্রী !  সফটওয়্যারের ক্র্যাক থেকে লেটেস্ট সব মুভি-সিরিজ, কোন কিছুই রেহাই পায়না টরেন্টে। তাই আমাদের কেউ কেউ অনেকসময় মুখিয়ে থাকি টরেন্টের প্রতি।

 

এতো কিছুর মাঝেও টরেন্টে কিন্তু কিছু অপূর্ণতা আছে। আমাদের যারা প্রায়সই টরেন্ট থেকে লিচিং বা ডাউনলোড করি তাদের সবার জন্য স্পিড কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে রয়ে গেছে। টরেন্ট ব্যাবহারকারী মাত্রই জানেন টরেন্টে কোন ফাইলের ডাউনলোড স্পিড নেটওয়ার্ক নয় সিডারের উপর নির্ভর করে। তাই ডাউনলোড স্পিড সবসময় উঠানামা করে। আবার অনেকে উচ্চগতির ইন্টারনেট ব্যাবহার করেও তেমনভাবে টরেন্ট ডাউনলোড করতে পারেনা। ডাউনলোডের মাঝখানে টরেন্ট ডেড বা সিড আউট হওয়া তো আছেই। এক বাক্যে, নরমালি টরেন্ট ডাউনলোডে একজনকে অনেক কাঠখড় পোড়াতে হয় ।

 

টরেন্টের এই আজন্ম ডাউনলোড সমস্যার সমাধানকে লক্ষ্য করে যেই ওয়েবসাইটের জন্ম হয়েছিল তার নামই — Seedr.cc । সময়ের সাথে সাথে অনেক ফিচারই যুক্ত হয়েছে সেখানে। যেমনঃ

 

  • অডিও + ভিডিও স্ট্রিমিং
  • ইবুক + ডকুমেন্ট রিডিং
  • ফাইল মেনেজিং
  • ইউনিক সিলেক্টিভ ডাউনলোড
  • বিন্ড ইন জিপার

 

একটা টরেন্ট লিচিং ওয়েবসাইট থেকে এর চেয়ে বেশি ফিচারস আর আশা করা যায় কি? যেখানে আপনি সাবটাইটেলসহ কোন মুভি ডাউনলোড না করেই স্ট্রিম করতে পারবেন। অডিও শুনতে,বই পড়তে পারবেন। ফোল্ডারের প্রতিটি ফাইল আলাদা করে ডাউনলোড করতে পারবেন। হাউ আমেজিং !

 

এবার আসি মূল কথায়, seedr.cc আসলে কি?

 

Seedr.cc হচ্ছে এমন এক ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার টরেন্ট ফাইল অথবা ম্যাগনেট লিংককে ডাইরেক্ট ডাউনলোড লিংকে রুপান্তর করতে পারবেন। seedr.cc আপনার সাবমিট করা টরেন্ট/ম্যাগনেট লিংক থেকে হাই স্পিড কানেকশনে প্রথমে নিজের সার্ভারে ফাইল ডাউনলোড করে, তারপর আপনাকে নিজ সার্ভারের লিংক প্রদান করে যেখান থেকে আপনি ফাইল ডাউনলোড করতে পারেন। অর্থাৎ, টরেন্ট সার্ভার থেকে seedr.cc সার্ভারে ফাইল ট্রান্সফার করাই এর মূল কাজ।

 

কেন Seedr.cc?

 

• আনলিমিটেড ডাউনলোড স্পিড। মানে আপনার নেটওয়ার্ক স্পিডেই ডাউনলোড করতে পারেন।
•  P2P ক্লাইন্ট (  µTorrent , Bittorrent ) এর প্রয়োজন নেই। সাধারণ ব্রাউজার বা ডাউনলোড ম্যানেজারেই ডাউনলোড করতে পারেন।
•  টরেন্ট ডিভাইসে ডাউনলোড না করে স্ট্রিম করতে পারেন।

•  ডাউনলোডের মাঝে ক্যানসেল বা স্পিডের কোন ভয় নেই।
•  অল্প Seed এর টরেন্টও খুব দ্রুত ডাউনলোড করা যায়।
•  প্রয়োজনীয় ফাইল আলাদা করে বেছে ডাউনলোড করা যায়।
•  পুরো ফোল্ডার একসাথে জিপ (.zip) আকারেও ডাউনলোড করা যায়।

 

ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে —

ট্রিকবিডি ভিসিটর মাত্র এইরকম সাইটে সহজে লগিন করতে পারার কথা। তবুও সংক্ষেপে স্টেপগুলো উল্লেখ করলাম।

Seedr.cc ওয়েবসাইটে গিয়ে Start Now/SignUp এ ক্লিক করুন । ( কারও রেফারে জয়েন করলে +500MB স্টোরেজ বোনাস পাবেন )

•  ইমেইল এবং পাসওয়ার্ড পূরণ করে ‘Register with Email’ ক্লিক করুন।


•  Hcaptcha পূরণ করুন।


•  Email এ ভেরিফিকেশন লিংক যাবে। ক্লিক করুন।


•  ‘ Activate account এ ক্লিক করুন।

ডান !

প্রথমবার লগিনে এইরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে প্রথম ফাইলটা এমনিতেই রাখা থাকে। চাইলে স্ট্রিম, ডিলিট, ডাউনলোড যা ইচ্ছা করতে পারেন।

Seedr.cc ব্যাবহারঃ

তো এবার আমাদের রেজিস্ট্রেশন যেহেতু শেষ তাই আমাদের কিছু টরেন্ট ফাইল / ম্যাগনেট লিংক জোগাড় করতে হবে। কিছু সাইট —

1337X.to ( Best Choice.. )
•  ThePirateBay10.org
•  YTS.mx  ইত্যাদি …

এখানে আমি 1337x থেকে লেটেস্ট একটা মুভির ম্যাগনেট লিংক কপি করলাম  –

এবার seedr.cc তে ফিরে এসে ওপরে ডান কোণের প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে –

নিচের মতো একটা বক্সে Magnet Link পেস্ট করতে বলবে, সেখানে লিংকটা পেস্ট করে আবার প্লাসে ক্লিক করতে হবে। ( টরেন্ট ফাইল থাকলে তা আপলোড আইকনে ক্লিক করে তা আপলোড করতে হবে ) –

ক্লিক করা মাত্র Seedr.cc তার সার্ভারে টরেন্ট ডাউনলোড শুরু করে দিবে। এখানে ডাউনলোড স্পিড টরেন্ট ফাইলের সিডের ওপর নির্ভর করবে।

মুটামুটি সিড থাকলেই নিমেষেই সার্ভারে ডাউনলোড হয়ে যাবে ফাইল। আমার ক্ষেত্রে 1.8GB @ 30sec.–

ডাউনলোডঃ

তো মুভি ডাউনলোড করতে প্রথমে ফোল্ডারে ঢুকতে হবে। ফোল্ডার সহও ডাউনলোড করা যাবে কিন্তু আমার এখন মুভি ফাইলটাই প্রয়োজন।

ফোল্ডারে ঢুকার পর মুভি ফাইলটা লোকেট করি। ঐতো শেষেরটা। এবারে নামের পাশের লম্বালম্বি ৩টা ডট আইকনে ⋮ ক্লিক করতে হবে।

অপশন মেনু চালু হবে, এখান থেকেই ডাউনলোড আর স্ট্রিমিং করা যাবে । প্রথমেই ডাউনলোডের অপশনটা রয়েছে। ক্লিক করি।

এইতো!  শুরু হয়ে গেছে আমাদের ডাউনলোড..

 

এভাবে খুব সহজেই সহজ করতে পারি আমাদের টরেন্ট ডাউনলোডিং। আপনি চাইলে ঐ 3 ডট মেনু থেকে ডাউনলোড লিংক কপি করে অন্য ডাউনলোড মেনেজারেও ডাউনলোড করতে পারেন।

 

দ্রষ্টব্যঃ রেজিষ্ট্রেশনে প্রাথমিকভাবে আপনি 2GB স্টোরেজ পাবেন। রেফারে জয়েন করে + সর্বোচ্চ ৪ জন রেফার করে + টুইটারে পোষ্ট করে সারাজীবনের জন্য প্রায় 5GB এর মতো ফ্রী স্পেস পাবেন। যেহেতু আপনার ডিভাইসে ফাইল ডাউনলোড করে ওয়েবসাইট থেকে ডিলিট করে দিলেও অসুবিধা নেই তাই আমার মতো এভারেজ ইউসার সারাজীবন এটা নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবে …

 

ধন্যবাদ

16 thoughts on "Seedr.cc — টরেন্ট জগৎের ঝামেলা থেকে এক মুক্তির নাম ।"

  1. Fole Rabby Contributor says:
    eer theke telegram valo onk file mirror kore fele? idm gdrive index link provide kore
    1. Alan Walker Contributor says:
      how
    2. filedamagegmail.com Contributor says:
      কিভাবে ভাই?
  2. Ahmed Shuvo Contributor says:
    ekhn r refer kore extra 500mb kore paoa jay na…. maybe temporary (or permanently) off kore diche.. btw best ekta site
  3. Shakib Expert Author says:
    দারুন বিশ্লেষণ ছিলো ❤️
  4. Jahid Hasan Contributor says:
    অনেক সুন্দর পোস্ট।
  5. Trickbd Support Moderator says:
    Liked it.
    Keep it up.
  6. যদিও এইটা ইসরাইল এর একটা সাইট। তবে অনেক আগে থেকেই ব্যবহার করে আসছি। অসাধারন ✌️
    1. imriyad Contributor says:
      kmne bujhlen?
  7. Loading Contributor says:
    অনেক আগে থেকেই ব্যবহার করি
  8. Sourav8402 Contributor says:
    এখান থেকে নামানোর সময় কি আমার bdix স্পিড পাব
  9. about us optioon theke dekhun
  10. স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?

Leave a Reply