আসসালামু আলাইকুম!
আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

বর্তমান ২০২২ এ সারাবিশ্বে মোট ওয়েবসাইটের সংখ্যা প্রায় ১৮০ কোটি। বিশাল সংখ্যক এই ওয়েবসাইট এর মধ্যে সব ওয়েবসাইট-ই-যে কাজের তা কিন্তু নয়। এর মধ্যে অসংখ্য মানহীন ফালতু ওয়েবসাইটও আছে। আজকে যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেটা অবশ্য মানহীন নয়, আপনাদের কাজে আসবে আশা করছি।

ওয়েবসাইটটি মূলত টুলস ক্যাটাগরীর, এখানে অনেক টুলস পাবেন যার মাধ্যমে অনলাইন ওয়েবের মাধ্যমে অনেক দরকারী ফিচার ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে – Counting characters.
এটার ডোমেইন হচ্ছে .com এবং এটি ২০১৭ সালে যাত্রা শুরু করে। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এখানে আপনার ইনফরমেশন পুরোপুরি সেফ।

চলুন দেখে নেই কি কি টুলস আছে এই ওয়েবসাইটে –

Website Link

প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনার নিচের মতো একটি বক্স দেখতে পারবেন। ওয়েবসাইটের নামানুযায়ী এটি একটি অনলাইন কাউন্টিং ক্যারেক্টারস টুল। এর মাধ্যমে আপনারা চাইলে একটা রচনায় কয়টি লেটারস এবং এর মধ্যে কয়টা স্পেস আছে কাউন্ট করতে পারবেন। এটি বাংলাও সাপোর্ট করে।

ওয়েবসাইটের ডানপাশে থাকা মেনু আইকনে ক্লিক করলে টুলস এর ক্যাটাগরির একটি লিস্ট দেখতে পাবেন। যেমনঃ

1. SEO TOOLS
2. DESIGNING TOOLS
3. DEVELOPMENT TOOLS
4. OTHER TOOLS

উপরের চারটি ক্যাটাগরীর মধ্যেই সাব ক্যাটাগরী আছে এবং এর মধ্যে আপনারা সকল টুলস দেখতে পারবেন।

DESIGNING TOOLS – যা যা পাবেন

1. Add Watermark To Image

~ আপনার ইমেজে কোন ওয়াটারমার্ক লাগাতে চাইলে এই টুলটি ব্যবহার করতে পারেন। ওয়াটারমার্ক পিকচার হিসেবে PNG অথবা সাদা ব্যাকগ্রাউন্ড এর পিকচার আপলোড করবেন।

2. Convert Image To Jpg

~ PNG থেকে JPG, JPEG থেকে JPG, GIF থেকে JPG তে কনভার্ট করতে পারবেন।

3. Convert Image To PNG

~ ইমেজ থেকে পিএনজি তে কনভার্ট করতে চাইলে এই টুলস ব্যবহার করতে পারেন।

4. Convert Image To GIF

~ ইমেজ থেকে জিফ এ কনভার্ট করতে পারবেন।

5. Image Color Picker

~ কোন ইমেজ থেকে কালার পিক করতে চাইলে এই টুলটি ব্যবহার করতে পারেন।

6. Image Compressor Online

~ ইমেজের কোয়ালিটি ঠিক রেখে ইমেজ এর সাইজ কমাতে চাইলে ব্যবহার করতে পারেন। যাদের ওয়েবসাইট আছে তাদের কাজে আসবে।

7. Image Cropper Online

~ অনলাইনে এই টুল দিয়ে আপনার ইমেজ কর্প করতে পারবেন।

8. Image Resizer Online

~ অনেক সময় আমরা ফেসবুক কভার ফটো বা অন্য কোন সোশাল মিডিয়ায় ফটো আপলোড দিতে গিয়ে দেখি আমাদের ফটো টা ঠিকভাবে ম্যাচিং করে না। ইমেজ টার পুরো অংশ ঠিকভাবে ভিজিবল হয় না। এর কারণ হচ্ছে ইমেজের সাইজ। ফেসবুক কভার বা প্রোফাইল পিকচারের নির্দিষ্ট একটি সাইজ থাকে, সেই সাইজের কম বা বেশি হলে ইমেজ আপলোডের পর ঠিকভাবে ভিজিবল হয় না। এর জন্য ইমেজকে রিসাইজ করা দরকার। আর এর জন্য এই টুলটি খুবই ইউজফুল একটি টুল।

9. Image To Text Online

~ Image থেকে টেক্সট আলাদা করতে চাইলে এই টুল ব্যবহার করতে পারেন।

10. Reverse Image Search

~ এটার মাধ্যমে আপনারা ইমেজ সার্চ করতে পারবেন। ঐ ইমেজের মতো অন্য কোন ইমেজ আছে কিনা চেক করতে পারবেন। এটা গুগলের ইমেজ সার্চ ব্যবহার করে।

11. RGB To Hex Converter

~ Hex কালার কোড থেকে RGB এবং RGB থেকে HEX এ ইডিট করতে পারবেন।

DEVELOPMENT TOOLS – যা যা পাবেন

1. CSS Beautifier

~ এই টুলস আপনার হিজিবিজি CSS কে সুন্দর করে ফরম্যাট করে দিবে।

2. CSS Editor Online

~ এটা দিয়ে অনলাইনে CSS ইডিট করতে পারবেন।

3. HTML Editor Online

~ অনলাইনে HTML ইডিট করতে চাইলে এই টুল টি আপনার কাজে লাগবে।

OTHER TOOLS – যা যা পাবেন

1. HTML To PDF Converter

~ এটার মাধ্যমে .html এক্সটেনশন যুক্ত ফাইলকে PDF এ রূপান্তরিত করতে পারবেন।

2. QR Code Generator

~ এটার মাধ্যমে আপনারা কোন লেখা, ইউআরএল, ইমেইল বা নাম্বারকে QR Code এ রূপান্তরিত করতে পারবেন।

3. Password Generator

~ এই টুলস এর মাধ্যমে আপনারা যেকোনো অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন।

4. Remove Duplicate Lines

~ এর মাধ্যমে ডুপ্লিকেটস টেক্সট রিমুভ করতে পারবেন।

5. ZIP Maker Online

~ এই টুলস দিয়ে আপনারা অনলাইনে জিপ ফাইল বানাতে পারবেন। ফাইল আপলোড দিয়ে Make Zip – বাটনে ক্লিক করলে ফাইল জিপ হয়ে যাবে।

6. ZIP File Extractor

~ এটা দিয়ে জিপ ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করতে পারবেন।



SEO সম্পর্কে আমার পর্যাপ্ত ধারণা না থাকায় আমি SEO TOOLS নিয়ে কিছু লিখতে পারলাম না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা SEO সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তারা অবশ্যই টুলসগুলোর কাজ বুঝতে পারবেন।

আজকে এ পর্যন্তই।
বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট বক্স-এ জানাবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।

ফেসবুকে আমি

16 thoughts on "[Must Visit] ট্রিকবিডির সমস্ত ভিজিটরদের একটি বার হলেও যে ওয়েবসাইটটি ভিজিট করা দরকার[Online Tools Website]"

  1. Sabbr_Ahmed_Zihad Contributor says:
    অনেক সুন্দর ভাই❤️❤️
    1. 2Xa4A Author Post Creator says:
      Thanks for your valuable comment.
  2. Mr.Juel Contributor says:
    Very Nice…
    1. Tushar Ahmed Author Post Creator says:
      Thank you! Your comment inspired me to write more. ❤️
    1. Tushar Ahmed Author Post Creator says:
      Thank you bhai!
  3. TrickBD Support Moderator says:
    Thanks for share.
    1. Tushar Ahmed Author Post Creator says:
      My pleasure sir
  4. Rubel Author says:
    অনেক দিন পর লগিন করলাম শুধু মাত্র পোস্টে কমেন্ট করার জন্য। আসলেই অনেক সুন্দর এবং ইনফরমেটিভ পোস্ট।
    1. Tushar Ahmed Author Post Creator says:
      Thank you bhai!
    1. Tushar Ahmed Author Post Creator says:
      Thank you for your valuable comment.
    1. Tushar Ahmed Author Post Creator says:
      Thanks!
      Stay with TrickBD ?
    2. Md Aftab Contributor says:
      ভাই আমি পোস্ট করছি ৩ দিন আগে এখনও পোস্ট পাবলিশ হয়নি কেন☹
  5. Tushar Ahmed Author Post Creator says:
    Copy/paste chara 3ta manshommoto post korun!
    Tarpor apnar profile er link diye TrickBD er support mail address a mail korun.

Leave a Reply