আমরা যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি তারা অবশ্যই সফটওয়্যার শব্দটির সাথে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই সফটওয়্যার ব্যবহার হয়।

কিছু কিছু ক্ষেত্রে তো সফটওয়্যার ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারিনা। তাহলে চলুন সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনে নেই…

• সফটওয়্যার (Software) কি?
কম্পিউটারের বা কোন ডিভাইসের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন ধরনের হার্ডওয়ার এর প্রয়োজন হয়। যেগুলোকে আমরা দেখতে পারি এবং স্পর্শ ও করতে পারি।

আর এই হার্ডওয়ারগুলোকে যে প্রোগ্রাম এবং কমান্ডগুলো চালায়, তাকে সফটওয়্যার বলে। সফটওয়্যারকে আমরা দেখতে পারিনা এবং স্পর্শ ও করতে পারিনা।

একটি কম্পিউটার কিভাবে কাজ করবে এবং কি কাজ করবে, সে সমস্ত প্রোগ্রাম করা থাকে সফটওয়্যারে। সে প্রোগ্রাম অনুযায়ী হার্ডওয়ারগুলো কাজ করে।

• সফটওয়্যার এর প্রকারভেদ
সফটওয়্যার মূলত দুই প্রকার:

১. System Software
2. Application Software

• সিস্টেম সফটওয়্যার (System Software):
সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটি সুনির্দিষ্ট ইন্টারফেস গঠন করা হয়। (যেমন: Windows, Mac OS, Android, Linux ইত্যাদি)

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
যে সকল সফটওয়্যার কোন একটি নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয় সেগুলোকে এপ্লিকেশন সফটওয়্যার বলে। (যেমন: Messenger, WhatsApp, YouTube, Adobe Photoshop ইত্যাদি)

• সফটওয়্যার এর প্রয়োজনীয়তা:
আমি আগেই বলেছি সফটওয়্যার আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজে ব্যবহৃত হয়। ধরুন আপনাকে কারো কাছে কোন মেসেজ পাঠাতে হবে, এখন আপনার কাছে কোন ধরনের সফটওয়্যার এর অপশন নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো মানুষ-ই তারা ম্যাসেজটি পাঠাবেন।

আপনি যদি কোন মানুষ ধারা মেসেজ পাঠান সে ক্ষেত্রে সেই মেসেজটি পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি যদি সফটওয়ারের মাধ্যমে এই মেসেজটি পাঠান, তাহলে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ঐ মেসেজটি তার কাছে পৌঁছে যাবে।

এছাড়া সফটওয়ারের মাধ্যমে আমরা আমাদের কাজের গতিকে আরো দ্রুত করে ফেলেছি। যার ফলে আমাদের সময় ও বেঁচে যাচ্ছে।

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনার কিছু জানতে পেরেছেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram এর সুবিধা এবং অসুবিধা What is virtual Ram in Bangla

ই-সিম (Embedded Sim) কি? ই-সিম এর সুবিধা এবং অসুবিধা What is esim in Bengla

2 thoughts on "সফটওয়্যার (Software) কি? সফটওয়্যার কিভাবে কাজ করে জেনে নিন"

  1. Mohit Hasan Champ Author says:
    এবিষয়ে আপনার আরো জানা উচিৎ, বেশ কিছু ভূল তথ্য উপস্থাপন করেছেন আপনি।
    1. Md Nuhu Author Post Creator says:
      দয়া করে কি ভুল হয়েছে সে বিষয়ে একটু বলুন

Leave a Reply