আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে termux দিয়ে torrent ফাইল ডাউনলোড করবেন।
আমরা তো সবাই কমবেশি torrent ফাইল ডাউনলোড করার জন্য torrent or BiTtorrent or utorrent ব্যবহার করে থাকি। কিন্তু যদি ভিন্ন ভাবে ডাউনলোড করা যায় কেমন হয়। bittorrent or utorrent এর জন্য আমাদের আলাদা একটি অ্যাপস প্রয়োজন হয় এবং সাথে ফোন স্টোরেজ বেশি প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি termux দিয়ে ডাউনলোড দেই কেমন হয় জিনিসটা। তো চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো ।
pkg update -y
এখন আমরা termux কে আপগ্রেড করে নিবো।
pkg upgrade -y
এখন আমরা একটি কমান্ড দিয়ে git ডাউনলোড করবো এবং টুলসটি ডাউনলোড করবো এবং টুলসটির ভিতরে প্রবেশ করবো এবং টুলসটি ইনস্টল করবো।
pkg install git && git clone https://github.com/khansaad1275/Termux-Torrent && cd Termux-Torrent && bash install.sh
আমরা যেকোন একটু torrent ফাইল ওপেন করবো যেকোন ফাইল manager দিয়ে। ওপেন করতে গেলে termux সিলেক্ট করবো ।
এখন আমরা ediএ ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন আমরা torrent ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে আপনার wifi speed এর উপর নির্ভর করবে যে কত speed ডাউনলোড হবে।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। ।