নিজের Smart টিভিতে কানেক্ট করে ফেলুন ইন্টারনেট (ওয়াইফাই অথবা মোবাইল হট্স্পট)
Smart টিভি কেনার প্রকৃত উদ্দেশ্যই হলো ইন্টারনেট ব্যবহার করা । আমরা যদি ইন্টারনেট ব্যবহার নাই করতে পারি তাহলে Smart বা Android টিভি কেনা বৃথা হয়ে যাবে । আর ইন্টারনেট সংযুক্ত না করলে Smart টিভিতে সাধারণ সুবিধা ব্যতীত অন্য কোন সুবিধা উপভোগ করা যাবে না । অ্যাপ ইন্সটলই বলুন আর অ্যাপ ব্যবহার করার কথাই বলুন । তো চলুন ধাপে ধাপে শিখে নেওয়া যাক Smart/Android টিভিতে ইন্টারনেট সংযোগ করা ।
(১) প্রথমে Smart টিভিতে Network অ্যাপে প্রবেশ করুন । সকল টিভি Network অপশন নাও থাকতে পারে । যে সকল টিভিতে পাওয়া যাবে না সেসকল টিভিতে প্রথমে সেটিংসে প্রবেশ করতে হবে এবং তারপর Network এ প্রবেশ করতে হবে ।
(২) তারপর Wireless(ওয়ারলেস) অপশনে প্রবেশ করবেন এবং “Disconnected” অপশনে ক্লিক করবেন ।
প্রথমে Wire অপশনে থাকবে এবং Hotspot থাকবে । অনেকের মনে হতে পারে যে হট্স্পট কানেক্ট করলে হয়তো হট্স্পট অন করতে হবে । এটা ভুল । এই হট্স্পটের কাজ অন্য একদিন দেখাব ইনশাল্লাহ ।
(৩) এই পেজটিতে আশেপাশের ওয়াইফাই Network গুলো দেখতে পাবে । এখন “Add network” অপশনে ক্লিক করবেন ।
(৪) যদি মোবাইল হট্স্পট কানেক্ট করতে চান তাহলে আপনি আপনার সেটিংস থেকে হট্স্পটের নাম, সিকিউরিটি ও Password দেখতে পাবেন । এগুলো টিভিতে যথাযথ স্থানে লিখে “OK” করবেন ।
আরও পড়ুন : Madelaine
Rousset Biography
(৫) তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল হট্স্প কানেক্ট হয়ে গেছে ।
(৬)আর তারপর ইউটিউব, গুগল ও অন্যান্য অ্যাপসমূহ ব্যবহার করতে শুরু করুন ।
সুপার ডুপার টিপসঃ যদি আপনি কোনদিন মোবাইলের হট্স্পট ব্যবহার না করে থাকেন তবে আপনার হট্স্পটে Password সেট করে নিবেন । আর WIFI network ও একই পদ্ধতি অনুসরণ করে কানেক্ট করতে পারবেন । ধন্যবাদ ।
আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । কোন প্রশ্ন জিজ্ঞেস করার থাকলে করতে পারেন । উত্তর দেওয়ার চেষ্টা করব ।
5 thoughts on "নিজের Smart টিভিতে Connect করে ফেলুন ইন্টারনেট (Wifi অথবা Hotspot)"