আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে ।আজকের টপিক কি সেটা হয়তো টাইটেল দেখে বুঝে ফেলছেন তো বেশি কথা না বলে শুরু করা যাক।

Dialog Alert Message কি?

আমরা সবাই কমবেশি android ফোন ব্যবহার করে থাকি। সবাই তার প্রয়োজন মতো অ্যাপস ইনস্টল করে ব্যবহার করে । এই প্রয়োজনীয় অ্যাপস ভিতরে কিছু পেইড অ্যাপস থাকে সে গুলোকে ব্যবহার করার জন্য আমরা মোড ব্যবহার করি । এই মোড অ্যাপ মোডারেট নিজের নাম অথবা YouTube, Telegram, Facebook etc Pop-Up হিসাবে অ্যাপের হোম স্কিনে শো করায় যাতে করে তার প্রয়োজনীয় জিনিসে আমরা যেতে পারি।একটা উদাহরণ দেই ছোট করে :

উদাহরণ : আমরা যারা android version  8 উপরে ব্যবহার করি তারা এই বিষয়টা বেশি খেয়াল করবেন যে আপনি যখন নতুন কোন অ্যাপস রান করতে যাবেন তখন কিছু পারমিশন চায় সেখানে Allow or Deny লিখা থাকে। এই যে পারমিশন নেওয়ার জন্য যে Pop-Up টা আসলো সেটা হচ্ছে dialog box na alert message or spalish. আশা করি বুঝতে পাছেন dialog box or alert messages কি।

যা যা লাগবে :

  1. Botx Maker
  2. MT Manager
  3. Device Tools pro

BotX Maker 

Dev Tools Pro 

Pass: Termuxboyabir

Pass: trickbd

১) প্রথমে আমরা Botx Maker চলে যাবো।

২) এখানে আমরা অনেক গুলো অপশন পাবো আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিবেন।

৩) সব কিছু দেওয়ার পর Enter Number to Show dialog এই অপশনটি পাবেন। আপনি যেই alert টা দিবেন সেটা কত বার প্রয়োজন শো করবে সেই পরিমাণটা লিখে দিবেন। ধরে আপনি ১ দিলেন তার মানে ওই অ্যাপসে শুধু একবারই শো করবে পরবতীতে আর শো করবে না ।তাই আপনার ইচ্ছে মতো দিয়ে নিবেন। দেওয়া শেষ হলে আমরা Make Zip file ক্লিক করবো এবং একটা zip ফাইল সেইভ হয়ে যাবে আমাদের স্টোরেজ মেমোরিতে ।

৪) zip ফাইলটাকে আমরা extract করে নিবো।

৫) আপনি যে কোন একটা file manager দিয়ে extract করতে পারবেন ।

৬) extract করা হলে আমরা দুইটি ফোল্ডার একটি ফাইল দেখতে পাবো। আমরা প্রথমে ফাইলটি (hook.txt ) উপেন করবো ।

৭) (Hook.txt)  ফাইলের ভিতরে যে লেখে গুলো আছে সবটুকু কপি করবো।

৮) এখন আমরা Dev Tools pro তে চলে যাবো। এবং Layout inspector যাবো ।

৯) এখন আমরা যেই অ্যাপসটির ভিতরে alert message দিবো সেটা ওপেন করবো এবং তার current activity দেখতে পারবো।

১০) এখন আমরা MT Manager চলে যাবো।

১১) MT Manager >Tree dot > Extract Apk যাবো এবং যেই অ্যাপসের alert message দিবো সেটা খুজে বের করে extract apk ক্লিক করবো।

১২) Extract করা হয়ে গেলে আমরা সেই অ্যাপটির উপরে ক্লিক করবো এবং  View তে চলে যাবো ।

১৩) view তে যাওয়ার পর আমরা Right side এ আমাদের আগে unzip করা ফোল্ডারে চলে যাবো।

১৪) right side এ assets নামে ফোল্ডার পাবো তার উপর ট্যাপ করে ধরে রাখবো এবং Add করে নিবো।

১৫) add করার সময় আমরা auto sign মার্ক করে নিবো তারপর ওকে দিবো।

১৬) left side এ আমরা classes.file নামে একটা ফাইল দেখতে পাবো তার উপরে ক্লিক করবো এবং Dex editor plus দিয়ে ওপেন করবো।

১৭) আমরা current activity তে দেখতে পেয়েছিলাম com ফোল্ডারে ভিতরে dialog box রেখেছে মানে splash। তাই আমরা com ফাইলে ট্যাপ করে ধরে রাখবো এবং import ক্লিক করবো ।

১৮) আমরা যে zip file টি unzip করছি সেখানে smali নামে একটা ফোল্ডার আছে তার ভিতরে যাবো এবং চারটি ফাইল দেখতে পাবো। এখন আমরা import যাওয়ার পর smali ফোল্ডার যাবো এবং প্রথমটা সিলেক্ট আরে অ্যাড করে নিবো।

১৯) প্রথমটা সিলেক্ট করার পর আমরা ওকে ক্লিক করে add করে নিবো।

২০) এইভাবে আমরা চারটি add করে নিবো ।

২১) আমরা যে current activity দেখেছিলাম সেই লোকেশনে যাবো।

২২) এখন WFTpanel চলে যাবো ।

২৩) এখন আমরা nevigator যাবো ।

২৪) onCreate নামে Module খুজে বের করবো এবং তার উপরে ক্লিক করবো ।

২৫) register 8 পরে আমরা একটা কোড লিখবো ।

২৬) আমরা আগে যে  (hook.txt) file এর  কোড গুলো কপি করছি সেটা এখানে paste করে দিবো এবং সেইভ ক্লিক করবো।

২৭) সেইভ করা হলে আমরা বেক দিবো এবং save and exit ক্লিক করবো।

২৮) তারপর auto sign মার্ক করে ওকে ক্লিক করবো।

 

আমাদের কাজ শেষ এখন আমরা এই অ্যাপটি ইনস্টল করবো।

দেখতে পারছেন আমার dialog box or alert message শো করছে এইভাবে আপনি যেকোন অ্যাপে শো করাতে পারেন। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কষ্ট করে ভিডিওটি দেখে নিতে পারেন।

Facebook

Telegram

YouTube

 

 

 

 

23 thoughts on "কিভাবে যেকোন apps এর হোম পেইজে Pop-up alert Message দিবেন দেখে নিন।"

    1. abir Author Post Creator says:
      Tnq
  1. Uzzal Mahamud Pro Author says:
    সুন্দর
    1. abir Author Post Creator says:
      Tnq
    2. Uzzal Mahamud Pro Author says:
      Welcome
  2. Ridoy6979 Contributor says:
    Dadu photos add er bebostha nai?
    1. abir Author Post Creator says:
      Ase
    2. Ridoy6979 Contributor says:
      Add kora ta o etar sathei diten taile valo hoto
  3. Ridoy6979 Contributor says:
    R aponake koto din bollam wifi hacking er ekta tutiriul den ta to dilen na
    1. abir Author Post Creator says:
      Asbe vai somoy lagbe kotha dici to asbe
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    চেষ্টা করলাম অনেক ক্ষন অবশেষে পারলাম
    1. abir Author Post Creator says:
      Good
  5. M. M. Anik Contributor says:
    প্রোসেসটা ইউনিক তবে Apk Cloner দিয়ে খুব সহজেই করা যায় এটা।
  6. abir Author Post Creator says:
    Accha good
  7. Unlimited Fun Author says:
    কাজের পোষ্ট ধন্যবাদ শেয়ার করার জন্য।
    1. abir Author Post Creator says:
      Tnq
    2. Unlimited Fun Author says:
      ওয়েলাকম আপনাকে
  8. Ashraful Author says:
    Apk Cloner diye korle kom shomoye kora jai. Shudhu ektai problem je virus detect kore.
    1. abir Author Post Creator says:
      Accha
  9. abir Author Post Creator says:
    Tnq

Leave a Reply