আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন তো আজকে লিঙ্কে লকার টুলস এর দ্বিতীয় পাট নিয়ে আলোচনা করব,

 

আসলে আজকে দ্বিতীয় পাট নিয়ে আলোচনার কোন পোস্ট করার কথা ছিল না!

 

আপনারা অনেকেই আমাকে এসএমএস দিয়ে বলছেন যে এই ওয়েবসাইটটি বারবার ভিজিট করতে  বোরিং লাগে, এরজন্য আমাদের এপ্স লাগবে, তারপর টেলিগ্রামে বট এ দিলে অনেক ভালো হয়।

 

তো তাদের জন্য এই ওয়েবসাইটে টেলিগ্রাম বট ক্রিয়েট করে দেওয়া হয়েছে।?

 

এখন আপনারা যারা টেলিগ্রাম ব্যবহারকারী আছেন তারা খুব সহজেই টেলিগ্রাম বটের মাধ্যমে লিংক আনলিমিটেড ভাবে ১০০ পার্সেন্ট সিকিউরিটি দিয়ে লক করে ফেলতে পারবেন।

আমি কিন্তু এই ওয়েবসাইটটি ডেভেলপ করার পর অলরেডি একটা পোস্ট করেছি।

 

আপনারা যারা এখনো সেটি দেখেননি অনুগ্রহ করে এখান থেকে পোস্টটি পড়ে নিতে পারেন পোস্টটি পড়তে ক্লিক করুন।

 

তো যাই হোক যেহেতু লিংক লকার নিয়ে কথা বলব তো আগামীকালকের পোষ্টের কিছু মেইন কনসেপ্ট করলে এই পোস্টটি হুবহু তুলে ধরলাম।

 

এখন জেনে নিবো, যে এই লিংক লক এবং ইনক্রেটার এর কাজ কি এবং এটা কেনই বা আমরা ব্যবহার করব?

যাদের মনে এই প্রশ্ন, তাদের জন্য উত্তর গুলো হলোঃ

১. বিভিন্ন সময় আমরা চাই, মানে গোপনীয়তার ক্ষেত্রে লিংক লক করে রাখতে,  যেনো আমার পারমিশম ছাড়া কেউ লিংক এর এক্সেস করতে না পারে। সেই সুবিধা টা আপনি আজকের এই টুলস এর মাধ্যমে করে নিতে পারবেন।

২. এটার মাধ্যমে আপনারা ফ্রী তে ক্যাপশা ভেরিফাই সিস্টেম করতে পারবেন।

৩. জ্যামিতি বাদে,গনিতের যেকোনো অংক দিয়ে ক্যাপচা এবং ইউজার ভেরিফাইড সিস্টেম করতে পারবেন।

৪. মেসেজের মাধ্যমে আপনার প্রশ্ন ইউজার কাছে তুলে ধরতে পারবেন।

৬. লিংক সর্ট করতে পারবেন,  Tiny Url দিয়ে,

৭. অনেক সময়, গুগলে লিংক ভাইরাস সমস্যা দেখা দেয়, কিন্তু এটার মাধ্যমে লিংক মেক করার পর,কোনো ভাইরাস সমস্যা দেখা দেবেনা।

তো যাইহোক, মোটামুটি সব সুবিধা গুলো উপরে তুলে ধরেছি। এখন বলে নেই, অন্য, অন্য ওয়েবসাইট এর সাথে এটা ভিন্নতা।

 

গুগলে বেশির ভাগ কমই এমন লিংক লকার ওয়েবসাইট, দেখা যায়, এটা আমার দিক দিয়ে বল্লাম। বেশির ভাগ ক্ষেত্রেই লিংক সর্টনার ওয়েবসাইট দেখা যায়।

তাও আবার যে কয়টা লিংক লকার ওয়েবসাইট দেখা যায়, সেগুলোর আবার কিছু,কিছু সমস্যা থাকে, সেগুলো যেমনঃ

১. এডস বিরক্তিকর

২. সাইট লোডিং হতে দেরি হয়

৩. লিংক এর কোনো লিমিটেশন, বা গ্যারান্টি থাকেনা, অর্থাৎ যেকোনো সময় লিংক টি কাজ করা বন্ধ করে দেয়।

 

৪. অনেক ক্ষেত্রেই  লিংক এর সাথে ক্যাপচা সিস্টেম নাই।

 

৫. লিংক এর সাথে মেসেজ যুক্ত করার সিস্টমেম নাই।

 

৬. আর সব থেকে বড় সমস্যা, এগুলোতে বেশির ভাগ প্রমোশন দেই,

কিন্তু আজকে আপনাদের সামনে যে টুলসটি শেয়ার করব এগুলোতে উপরে বলা যত সমস্যা আছে, একটিও থাকবে না। এখানে আপনারা উপরের সবগুলো সমস্যা হীন ভাবে খুব সহজেই আজকের এই লিংক লকার ব্যবহার করতে পারবেন।

উপরে যে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেই সমস্যাগুলো সমাধান আজকের এই টুলস গুলোর মধ্যে রয়েছে এবং এখানে আপনারা সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন।

 

 

আজকের লিংক লকার এর সুবিধা গুলো হলোঃ

১. ক্যাপশা সিস্টেম করতে পারবেন।

২. আনলিমিটেড লিংক তৈরি করতে পারবেন।

৩. লিংক কখনোই Expired হবে নাহ।

৪. একদম এডস মুক্ত প্রিমিয়াম।

৫. লিংক এর সাথে মেসেজ যুক্ত করতে পারবেন।

৬. আরোও বিভিন্ন সুবিধা যেগুলো পোস্টের মধ্যে বলে দেওয়া হবে।

তো এগুলা ছিল মূলত গতকালের লিংক লকার ওয়েবসাইট নিয়ে পোস্টের মেইন লাইনগুলো!

 

যেগুলো আপনারা নতুন আছেন আপনাদের ধারণা না দিয়ে পোস্টটা শুরু করলে হয়তো বা আপনাদের অনেকের এটা বুঝে আসবে না। যে জন্য এই সেম জিনিসগুলো আমারও লিখে হুবহু এখানে বলে দিলাম।

 

তো এখন টেলিগ্রাম ব্যবহারকারীরা কিভাবে টেলিগ্রাম বট এর মাধ্যমে খুব সহজেই লিংক ১০০% সিকিউরিটি দিয়ে লক করতে পারবো, যে কোন ওয়েবসাইটের লিংক এবং সেটিকে শর্ট করতে পারব।

এর জন্য প্রথমে আপনারা পোষ্টের নিচে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম বট টি ওপেন করে নিবেন।

 

 

এরপর এখানে আপনারা স্টার্ট নামে একটি অপশন দেখতে পারবেন এখানেও ক্লিক করে দিবেন। এটা একটি হাস্যকর বিষয়।

 

কারণ আমরা সবাই জানি যে এস্টার্ট বাটনে ক্লিক করতেই হবে যদি সেটা যে কোন বট থেকে ব্যবহার করতে চাই। তারপর আর কি বলে দিলাম।

 

 

এখন এই জিনিসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আপনাদের অনেকের সমস্যা হয় অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা যারা এগুলোর জন্য পোস্টের কমেন্টে উল্টোপাল্টা মন্তব্য করে থাকেন।

তাদের যত বড় করে সমস্যা আছে এখানে ডেভেলপার অপশনে ক্লিক করে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাদের এসব সমস্যা ঠিক করে দেব।

 

 

এখন আসি আমাদের মেইন কাজ যেটার জন্য আমরা এতক্ষন অপেক্ষা করে পোস্টের এতদূর চলে আসলাম।

এখানে আপনারা উপরের স্ক্রিনশটে দেখানো যে অপশনটি দেখতে পারছেন স্টার্ট লক এন্ড পাসওয়ার্ড লিংক বলে একটি অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন।

 

 

তারপর আপনাদের সামনে টেলিগ্রাম বট থেকে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা Ok ক্লিক করে দেবেন.

 

এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনাদের এখানে বলা আছে যে ডিভাইস ইনফো আরও আইপি অ্যাড্রেস এগুলো কালেক্ট করাহয়,

এগুলো মোটেও কালেক্ট করা হয় না এটি টেলিগ্রাম বটের কেস এর কারণে এরকম মেসেজ এসে থাকে। আপনারা যে কোন ওয়েবসাইট যুক্ত করে যদি টেলিগ্রাম ভোট ওপেন করতে চান তাহলে সব ক্ষেত্রে এরকম একটি মেসেজ করে।

 

সুতরাং আপনাদের এরকম ভয় পাবার কারণ নেই, যে আপনার কোন তথ্য নেওয়া হয় এটি জাস্ট একটি ওয়েবসাইট লিংক এবং এখানে কোন পারমিশন যুক্ত করা নাই সুতরাং কোন টেনশনের দরকার নাই। সবার নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সচেতন।

 

তো যাই হোক আপনারা ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম ভাবে ওয়েব সাইটটি শো করবে

 

তো এরপর আপনারা এটাকে ক্লিক করে ধরে রেখে ওপরের দিকে টান দেবেন তাহলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে।

তো দেখুন আমার কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে গেছে এখন আপনারা আপনাদের ইচ্ছেমত যত খুশি তত লিংক লক করতে পারবেন।

 

কোন প্রকার মেয়াদ ছাড়াই এবং হাতের কাছে যখন মন চায় তখনই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে খুব সহজেই আপনার এটি ইউজ করতে পারবেন।

লিংক লকার টেলিগ্রাম বট টি ওপেন করতে ক্লিক করুন।

তো এটা নিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করার পর আর একটি পোস্ট দেবো।

 

তো সবাই ভালো থাকবেন আজকের পোস্ট এ পর্যন্তই

~আল্লাহ হাফেজ।

 

 

 

 

One thought on "এবার টেলিগ্রাম বট এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইট এর লিংক ১০০% সিকিউরিটি দিয়ে লক করে দিন। Lock Url Link Online Tools, Telegram Bot Link Lock"

Leave a Reply