আসসালামু আলাইকুম,  আজকে দেখবো টেলিগ্রাম বট এর মাধ্যমে কি ভাবে খুব সহজেই ইউটিউব এর যেকোনো ভিডিও যেকোনো সাইজে কনভার্ট করে, ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করবো যেভাবে।

 

তো প্রায় অনেকদিন আগে আমি ট্রিকবিডিতে একটি পোস্ট করেছিলাম যে কিভাবে আপনারা টেলিগ্রাম ইউটিউব ভিডিও ডাউনলোডার  বট তৈরি করবেন,

 

এবং সেটা হচ্ছে ভিডিও ডাউনলোড সম্বন্ধে তো সেই বট আর এই বট কোয়ালিটিটা একই।  অনেকের ক্ষেত্রে সেটা কাজ করে নাই,  এর আগের পোস্টে টেলিগ্রাম যে বট দেখিয়েছি,

 

আমি এই বট টাকে কোলন করে এর আগে পোস্ট করে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম,

সেখানে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনাদের কয়েকজনের  নাকি কাজ করে না,  তো এর কারণে অফিশিয়াল বট টা  আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এটা আপনাদের সবারই কাজ করবে।

 

এবং আপনারা খুব সহজেই ইউটিউবের ভিডিও স্টোরি যেকোনো ফাইল সাইজ mp4 এইচডি 4k quality mp3 যে কোন সাইটে কনভার্ট করতে পারবেন।

 

এটা হচ্ছে সেই অফিসিয়াল টেলিগ্রাম বট যেটি এর আগে কেলমলন করে আপনাদের দেখিয়েছিলাম তো প্রথমে এই অফিশিয়াল বটটির আপনারা ওপেন করে নেবেন। এরপর এখানে আপনারা সিম্পলি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন।

 

তারপর এখানে আপনারা দেখতে পারছেন যে আপনাদের কাছে ইউটিউব ভিডিও লিংক চাওয়া হচ্ছে অর্থাৎ এখানে আপনাদের ইউটিউব ভিডিও লিংক দিতে হবে,

এটা আপনি যেকোনো ধরনের ভিডিও লিংক দিতে পারেন এবং আপনারা চাইলে স্টোরি ভিডিও পর্যন্ত এখানে ডাউনলোড করতে পারবেন।

এবং এই ডাউনলোড করার সাথে সাথে আপনি ডাউনলোড লিংক আপনার বন্ধু এবং সবার সাথে শেয়ার করতে পারবেন।

 

এখন আপনারা ইউটিউবে ভিডিও লিংক কপি করবেন অর্থাৎ আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিও লিংক কপি করবেন।

 

তো মজার ব্যাপার হচ্ছে ভিডিও লিংক কপি করে অনেক ইজি এটা ছোট বাচ্চার কাজ?  তারপর ও আমি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম।?

যাইহোক লিংক কপি করা শেষ এরপর আপনারা আবার টেলিগ্রাম বট টি ওপেন করে নেবেন,

দেখুন এখানে ভিডিও সাইজ কনভার্ট করার অপশনের অভাব নাই একদম আপনার মনের মত করে যে কোন অপশন চয়েস করে সেই অপশনে ক্লিক করবেন তারপর নিচের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন

 

 

 

ভিডিও লিংক কপি করে এখানে সেন্ড করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি যে কোন সাইজের ভিডিওটি কনভার্ট করছেন সেই সাইজ অনুযায়ী এখানে ভিডিওটি কনভার্ট হবে।

 

এরপর আপনার দেওয়া ভিডিওটি কনভার্ট হবার পর আপনাদের কাছে এরকম একটি মেসেজ আসবে যেখানে আপনি উপরে দেখতে পারছেন,

 

আমি লাল চিহ্ন দিয়ে দেখেছি এটা হচ্ছে আপনার ডাউনলোড লিংক অর্থাৎ এখন আপনি এই লিংকটি ওপেন করা মাত্রই আপনি যে সাইজ অনুযায়ী এই ভিডিওটিকে কনভার্ট করেছিলেন সেই সাইজ অনুযায়ী সেটি ডাউনলোড হয়ে যাবে।

 

আপনি আপনার বন্ধু-বান্ধব বা যে কাউকে এরকম করে ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করে সেন্ড করে দিতে পারেন।

তো আশা করছি আপনাদের ভালো লাগবে যারা আগে থেকে জানেন তাহলে তো ভালোই আর যারা নতুন তারা এখান থেকে জেনে নিতে পারেন তবে আমার মনে হয় বেশিরভাগ লোকই এখনো এটা জানে না।

ডাউনলোড বট লিংকঃ  @YouTube_downloader_video_mp3_bot

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন

 

আজকের পোস্ট এ পর্যন্তই

আল্লাহ হাফেজ।

 

12 thoughts on "Youtube Video এর ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করবেন যেভাবে। এবং কনভার্ট করুন বিভিন্ন কোয়ালিটি তে।"

  1. Avatar photo RIXBOYRINKU Contributor says:
    ভাইয়া হ্যাক নিয়ে পোস্ট করেন প্লিজ
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @RIXBOYRINKU tools make krtasi.kra hle krbo.
  2. Avatar photo RIXBOYRINKU Contributor says:
    Thanks Vaia ?
  3. Avatar photo aminulmd5050gmail.com Contributor says:
    vaia anek sundor hoyese
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @aminulmd5050gmail.com ধন্যবাদ ভাই।
  4. Avatar photo Saimon Contributor says:
    এইটা ডিরেক্ট কই হলো? সেই তো থার্ড পার্টি জিনিস দিয়েই। হুদ্দাই টাইটেল।
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Saimon বুঝলাম না আপনার কথা? কিসের আবার থার্ট পার্টি?
    2. Avatar photo Saimon Contributor says:
      পোস্টে লিখলেন ডিরেক্ট ডাউনলোড লিংক বাট দেখালেন থ্রু টেলিগ্রাম সেটাই বললাম
  5. Avatar photo Danger Rafi Author says:
    কষ্ট করে পোস্ট করেছেন ঠিক আছে। কিন্তু শর্টকার্ট এ ডাউনলোড করার জন্য এত অ্যাপ থাকতে এটার কি এমন সুবিধা !
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Danger Rafi এটার সুবিধা হল যারা টেলিগ্রাম ব্যবহার করে তারা আদার্স কোন অ্যাপস ছাড়াই টেলিগ্রামের মাধ্যমে ডাউনলোড করতে পারবে এবং এখানে যে কোন ভিডিওকে একদম সকল প্রকার ফাইল ফরমেটে করতে পারবে এবং ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করে, যে কাউকে সেন্ড করতে পারবে।
  6. Avatar photo Danger Rafi Author says:
    Agree vai…Good…bujhiye bolar jonno thnx

Leave a Reply