আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটা পোস্ট নিয়ে হাজির হলাম।

আজকে দেখাবো কিভাবে টেলিগ্রাম এর ডাউনলোড এবং আপলোড স্পিড বেশি করতে পারেন ।

তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের পোস্ট শুরু করা যাক।

 

নিচে আমি স্টেপ বাই স্টেপ দিলাম। কিন্তু কোন স্ক্রিনশট যুক্ত করা হয়নি। কারণ সবশেষে ভিডিও যুক্ত করা আছে।

 

Stap 1 : গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করুন।

 

Stap 2 : নিজের লিংক থেকে MDgram অ্যাপসটি ডাউনলোড করুন।

[Link : official website — click here]

[Note: এটা অফিসিয়াল ওয়েবসাইট তাই এড থাকলে আমার কিছু করার নেই। দ্বিতীয়ত এখানে ডাউনলোড লিংক দুইটা আছে মেগা আর apkadmin, মেঘা থেকে ডাউনলোড করলে এড দেখতে পাবেন না]

 

Stap 3 : টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপে আপনার আইডি লগইন করুন।

 

Stap 4 : টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপে যে আইডিটি লগইন করেছেন সেটি আবার MDgram অ্যাপসে লগইন করুন।

 

[Note: এক্ষেত্রে আপনার OTP টেলিগ্রাম অফিশিয়াল অ্যাপ এ যাবে ]

 

Stap 5 : MDgram এর বর্তমান ভার্সনটিতে অটোমেটিক ডাউনলোড স্পিড আপ করা আছে। যদি কাজ না করে তাহলে একবার সেটিং ঠিক করে আপডেট করে নিবেন।

 

Stap 6: যদি আপলোড স্পিড বেশি চান তাহলে সেটা সেটিং থেকে চালু করে নিতে হবে।

[Note: বর্তমানে সঠিকভাবে কাজ করতেছে না, আশা করা যায় পরবর্তী আপডেটের ফিক্স হবে]

 

 

Video :

[Video Link: telegram ]

 

 

ডাউনলোড স্পিড কেমন? 

ডাউনলোড স্পিড আপনার ফোনের ইন্টারনেট কানেকশন স্টিলের উপর ডিপেন্ড করবে। আপনার ফোনের নেটওয়ার্ক যত দ্রুত ও ভালো হবে তত তাড়াতাড়ি ডাউনলোড হবে।

 

 

এখানে আপনি টেলিগ্রামের থেকে অনেক কিছু আলাদা পাবেন। যেমন ধরেন ফন্ট স্টাইল। এটা iOS এর ফন্ট এক্টিভ করা। এবং বাকি কিছু আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে যাবেন।

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডি এর সাথেই থাকুন।

 

14 thoughts on "টেলিগ্রাম ডাউনলোড স্পিড আলট্রা ফাস্ট করুন।"

    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      ? tnx
  1. Avatar photo Saimum Raihan Author says:
    https://trickbd.com/apps-review/809152
    already ei bisoye akti post ache maybe !! :/
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      ভাই ওটা ১৯৭১ সালের, আর এসব ফিউচার সব নতুন। আগে সব ফিউচার ছিল না, এই অ্যাপ নিয়ে পোস্ট আছে। আর আমি তো এই অ্যাপ নিয়ে পোস্ট করিনি, টাইটেলটা দেখলেই বুঝবেন। আমি টেলিগ্রামের ডাউনলোড স্পিড আপ করার কথা বলেছি। অ্যাপ এর রিভিউ দিতে আসেনি। আর আগের পোস্ট ছিল অ্যাপসটার রিভিউ। আশা করি বুঝাতে পেরেছি।
  2. Avatar photo mithu8099 Author says:
    সুন্দর পোস্ট । ?
  3. Avatar photo Abdus Sobhan Author says:
    Ei apk e personal id login diye use kora safe to ?
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      100%…. 3 মাস থেকে ব্যবহার করে আসতেছি। 1% ফল্ট পাযইনি…
  4. Avatar photo Shoruv Author says:
    official app install thaka lagbe?
    nb. storage issue
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      লগইন করার পর আর লাগবে না।
  5. Avatar photo Rakib Author says:
    Ss den nai Jehuto.. Video Embed kore diten?
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      সমস্যা নেই টেলিগ্রাম লিংক দেওয়া আছে। আর যারা এই পোস্ট টা দেখতে এসেছে, তাদের সবারই টেলিগ্রাম আছে।
    2. Avatar photo Rakib Author says:
      Confidence >>>>>

Leave a Reply