আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটা পোস্ট নিয়ে হাজির হলাম।
আজকে দেখাবো কিভাবে টেলিগ্রাম এর ডাউনলোড এবং আপলোড স্পিড বেশি করতে পারেন ।
তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের পোস্ট শুরু করা যাক।
নিচে আমি স্টেপ বাই স্টেপ দিলাম। কিন্তু কোন স্ক্রিনশট যুক্ত করা হয়নি। কারণ সবশেষে ভিডিও যুক্ত করা আছে।
Stap 1 : গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করুন।
Stap 2 : নিজের লিংক থেকে MDgram অ্যাপসটি ডাউনলোড করুন।
[Link : official website — click here]
[Note: এটা অফিসিয়াল ওয়েবসাইট তাই এড থাকলে আমার কিছু করার নেই। দ্বিতীয়ত এখানে ডাউনলোড লিংক দুইটা আছে মেগা আর apkadmin, মেঘা থেকে ডাউনলোড করলে এড দেখতে পাবেন না]
Stap 3 : টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপে আপনার আইডি লগইন করুন।
Stap 4 : টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপে যে আইডিটি লগইন করেছেন সেটি আবার MDgram অ্যাপসে লগইন করুন।
[Note: এক্ষেত্রে আপনার OTP টেলিগ্রাম অফিশিয়াল অ্যাপ এ যাবে ]
Stap 5 : MDgram এর বর্তমান ভার্সনটিতে অটোমেটিক ডাউনলোড স্পিড আপ করা আছে। যদি কাজ না করে তাহলে একবার সেটিং ঠিক করে আপডেট করে নিবেন।
Stap 6: যদি আপলোড স্পিড বেশি চান তাহলে সেটা সেটিং থেকে চালু করে নিতে হবে।
[Note: বর্তমানে সঠিকভাবে কাজ করতেছে না, আশা করা যায় পরবর্তী আপডেটের ফিক্স হবে]
Video :
[Video Link: telegram ]
ডাউনলোড স্পিড কেমন?
ডাউনলোড স্পিড আপনার ফোনের ইন্টারনেট কানেকশন স্টিলের উপর ডিপেন্ড করবে। আপনার ফোনের নেটওয়ার্ক যত দ্রুত ও ভালো হবে তত তাড়াতাড়ি ডাউনলোড হবে।
এখানে আপনি টেলিগ্রামের থেকে অনেক কিছু আলাদা পাবেন। যেমন ধরেন ফন্ট স্টাইল। এটা iOS এর ফন্ট এক্টিভ করা। এবং বাকি কিছু আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে যাবেন।
তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডি এর সাথেই থাকুন।
already ei bisoye akti post ache maybe !! :/
nb. storage issue