দৈনন্দিন জীবনের যেকোনো কাজকে আরো সহজ করে দিবে এই AI tools । আপনার যেকোনো Task নির্ভুল ভাবে করতে গাইড করবে ! Amazing AI tool ?

 

Hello Tricks lovers !  আমি রিফাত । স্বাগত আপনাকে , আপনার পছন্দের সাইট TrickBD তে !

My comment – on Magic Task AI tool

আজকে যে AI tool এর সাথে আপনাকে পরিচয় করাবো , সেটি আমার অনেক পছন্দের । বলতে পারেন প্রথম দেখায় ভালোবাসা ! ?

কারণ এটি দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ perfectly complete করতে প্রচুর helpful হবে ।

 

Task কি ?

Task শব্দের অর্থ করণীয় কাজ । দৈনন্দিন জীবনে আপনার যে যে কাজ করতে হবে সেগুলোই হলো task ।

Magic Task AI কি ?

এটি হচ্ছে এমন একটি al tool যেটি ব্যবহার করে আপনার দৈনন্দিন কাজগুলোকে step by step part এ ভাগ করতে পারবেন । অর্থাৎ একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে আপনাকে যেই যেই কাজের সিকোয়েন্স মেন্টেন করতে হবে সে সবগুলোকে sub task এ বিভক্ত করে দিবে ।

সুবিধা –

একটা কাজকে সম্পন্ন করতে হলে আপনাকে বেশ কিছু sub task বা ছোট ছোট কাজের ভেতর দিয়ে যেতে হবে । সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হয় । এই টুল ব্যবহার করে আপনার সকল সাব টাস্ক অটোমেটিক ভাবে চলে আসবে । কোনো কিছু ভুলে যাওয়া বা বাদ পড়ার সম্ভাবনা থাকবে না । এছাড়া আপনার সময় বাঁচাবে । আপনার কাজ আরো স্মার্ট করবে ।

Magic ToDo- Goblin Ai tool এর ব্যবহার –

এই টুলটি যত চমৎকার, তত সুন্দর এবং ততই সহজ ।

প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে –

Search “Magic todo”

Or go https://goblin.tools


Write- your task or what do you want to do.

মনে করুন আমরা একটা গাড়ি কিনবো । এবার এটা লিখে পাশের

Click on the magic icon

আইকনটিতে ক্লিক করুন ।

 

তারপর দেখুন ম্যাজিক !

This task is divided into many sub tasks.

যেটির উদাহরণ আমরা দেখেছিলাম । একটি কাজকে step by step ভেঙে দিয়েছে ।

আবারো একটা চমক বাকি আছে ! সেটি নিজেই দেখে নিন । যে সাব টাস্কগুলো তৈরি হয়েছে সেগুলোর পাশের আইকনে ক্লিক করে দেখুন!

 

আমি ভাবতেই পারিনি যে এমন ai tool ও exist করে ! আপনি এতে আপনার ইচ্ছা মত কাজ লিখে ট্রাই করুন । সকল কাজই সহজ করে উপস্থাপন করে দিবে ইনশাআল্লাহ!

 

পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ! ট্রিকবিডির সাথেই থাকুন আর নতুন কিছু জানুন ।

 

4 thoughts on "দৈনন্দিন জীবনের যেকোনো কাজকে আরো সহজ করে দিবে এই AI tools । আপনার যেকোনো Task নির্ভুল ভাবে করতে গাইড করবে ! Amazing AI tool ?"

  1. Tushar Ahmed Author says:
    ভালোই তো!
    নির্দিষ্ট একটা গোল থাকলে সেটা অ্যাচিভ করার জন্য কি কি করতে হবে সেগুলো ব্রেকডাউন করে দেয়।
    1. Rifat Author Post Creator says:
      exacly brother !
  2. Saiful442 Contributor says:
    Really amazing tools
    1. Rifat Author Post Creator says:
      yes bro!

Leave a Reply