ট্রিকবিডিরে ভালোবাসি
তাইতো সাথে আছি
আজ তোমায় স্বাগত জানাই
ট্রিকবিডি বাসী।
ট্রিকবিডি থেকে মোরা শিখতে পারি কত কী?
হ্যাঁ তুমি মহান ট্রিকবিডি
সাপোর্ট টিমের অবদানে গড়ে ওঠেছে
বিশাল টেক নগরী
আমরা সবাই ট্রিকবিডির জ্ঞান আরোহী।
ট্রিকবিডির সাথে আছি
সাথে মোরা থাকব
মেনে নিয়ে সকল রুলস্ একসাথে চলব।
চলতে গিয়ে যদি মোরা বাঁধার মুখে পড়ি
আমরা যেন এক পা পিছু না সরি
আছে তো সাপোর্ট টিম জানাবো তাদের।
বিপদেতে ট্রিকবিডি হেল্প করবে মোদের
ট্রিকবিডির সাথে মোরা এক হয়ে চলব।
ট্রিকবিডি আছে মোদের সাথে গর্ব নিয়ে বলব।
গর্ব করি আমরা সবাই গৌরবময় কিছু নিয়ে
ট্রিক মোদের সঙ্গে আছে জ্ঞানের আলো দিয়ে
মোদের কাছ থেকে বিনিময়ে কিছু না নিয়ে।
দোয়া করি ট্রিকবিডি,চল তুমি এগিয়ে,
তোমার অনুসারী ও দেশবাসীদের জাগিয়ে।
তুমি তো জাগ্রত বাংলার জাগ্রত সৈনিক
তোমার কর্মে প্রমান মিলে,তুমি তো নির্ভীক।
বিশ্ববাসী তোমায় বলে বেস্ট অফ বিডি,
{Best Of BD}
এই খুশিতে আমরা বলি সাবাস ট্রিকবিডি।
{Trick bd}
প্রিয় ভাইয়েরা ভাল থাকবেন ।ও ভাল লাগলে কমেন্ট করে জানাবেনধন্যবাদ।
ভাইয়া,
মহান মানে আপনি বুঝেন।
বুঝলে এটা বলতেন না।
মহান শব্দের অনেক অর্থ আছে
আদ্য, পহেলা, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সর্বোচ্চ, সেরা, সর্বশ্রেষ্ঠ, শ্রেয়, সরেস, বরিষ্ঠ, সর্বোত্তম, অত্যুত্তম, সবচেয়ে ভালো, উত্তম, উত্তমা, সর্বোৎকৃষ্ট, প্রকৃষ্ট, মহান, উদ্ভট, অনুত্তর, অনুত্তীর্ণ, জাত্য, জাত, সার, অগ্রগণ্য, পরাস্ত করা, হারাইয়া দেওয়া, পরম কৃতিত্ব, সর্বোৎকৃষ্ট অংশ, সর্বোৎকৃষ্ট দফা, সর্বোৎকৃষ্ট পোশাক, সর্বোৎকৃষ্ট চেহারা, সর্বোৎকৃষ্ট।
স্থান কাল পাত্র ভেদে শব্দগুলো ব্যবহৃত হয়।
আপনি হয়তো আপনার অঙ্গতা বা হিংসা।
এর কারণে এই কমেন্ট করছেন
যা প্রাকৃত বুদ্ধিমান ও সৎ ব্যক্তি কাছ থেকে আশা করা যায় না।
আপনি যদি প্রমাণ করতে পারেন কবিতায় মহান শব্দটি ব্যবহার
করা উচিত ও সঠিক হয়নি।তাহলে কবিতা ডিলিট করা হব।
আর সৃষ্টিকর্তার কথা তুলে আমাদের দুর্বর করছেন।
যিনি অন্যের জন্য স্বার্থহীন ভাবে কাজ করে আমরা তাকেই
মহান বলি।
ধন্যবাদ।
ভাইয়া,
মহান মানে আপনি বুঝেন।
বুঝলে এটা বলতেন না।
মহান শব্দের অনেক অর্থ আছে
আদ্য, পহেলা, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সর্বোচ্চ, সেরা, সর্বশ্রেষ্ঠ, শ্রেয়, সরেস, বরিষ্ঠ, সর্বোত্তম, অত্যুত্তম, সবচেয়ে ভালো, উত্তম, উত্তমা, সর্বোৎকৃষ্ট, প্রকৃষ্ট, মহান, উদ্ভট, অনুত্তর, অনুত্তীর্ণ, জাত্য, জাত, সার, অগ্রগণ্য, পরাস্ত করা, হারাইয়া দেওয়া, পরম কৃতিত্ব, সর্বোৎকৃষ্ট অংশ, সর্বোৎকৃষ্ট দফা, সর্বোৎকৃষ্ট পোশাক, সর্বোৎকৃষ্ট চেহারা, সর্বোৎকৃষ্ট।
স্থান কাল পাত্র ভেদে শব্দগুলো ব্যবহৃত হয়।
আপনি হয়তো আপনার অঙ্গতা বা হিংসা।
এর কারণে এই কমেন্ট করছেন
যা প্রাকৃত বুদ্ধিমান ও সৎ ব্যক্তি কাছ থেকে আশা করা যায় না।
আপনি যদি প্রমাণ করতে পারেন কবিতায় মহান শব্দটি ব্যবহার
করা উচিত ও সঠিক হয়নি।তাহলে কবিতা ডিলিট করা হব।
আর সৃষ্টিকর্তার কথা তুলে আমাদের দুর্বর করছেন।
যিনি অন্যের জন্য স্বার্থহীন ভাবে কাজ করে আমরা তাকেই
মহান বলি।
ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া । আমি ট্রিকবিডি থেকে এসেছি । আমি তিনটি পোস্ট করা কমপ্লিট করেছি । যতটুকু ভালো করে পারি চেষ্টা করেছি । প্লিজ আমার পোস্ট গুলো রিভিউ করে দেখুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো আর্টিকেল লিখার চেষ্টা করব । এবং ট্রিকবিডি এর সাথে থাকব ।
আজ আমি অনেক খুশি
কারণ ট্রিকবিডিকে নিয়ে
কবিতা লিখতে পারলাম।
সবই আপনাদের দোয়া ও ভালোবাসায় সম্ভব হইছে
ধন্যবাদ।
না হলে, সাপোর্ট টিম পোস্ট টাকে ননপ্রোফিট লিস্টে রাখবে।
Blogger
Trickbd Notice
Tuner Competition
অনেক চিন্তা করে পোস্টের ক্যাটাগরি
দেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ সাপোর্ট টিমের পছন্দ হবে।
মহান মানে আপনি বুঝেন।
বুঝলে এটা বলতেন না।
মহান শব্দের অনেক অর্থ আছে
আদ্য, পহেলা, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সর্বোচ্চ, সেরা, সর্বশ্রেষ্ঠ, শ্রেয়, সরেস, বরিষ্ঠ, সর্বোত্তম, অত্যুত্তম, সবচেয়ে ভালো, উত্তম, উত্তমা, সর্বোৎকৃষ্ট, প্রকৃষ্ট, মহান, উদ্ভট, অনুত্তর, অনুত্তীর্ণ, জাত্য, জাত, সার, অগ্রগণ্য, পরাস্ত করা, হারাইয়া দেওয়া, পরম কৃতিত্ব, সর্বোৎকৃষ্ট অংশ, সর্বোৎকৃষ্ট দফা, সর্বোৎকৃষ্ট পোশাক, সর্বোৎকৃষ্ট চেহারা, সর্বোৎকৃষ্ট।
স্থান কাল পাত্র ভেদে শব্দগুলো ব্যবহৃত হয়।
আপনি হয়তো আপনার অঙ্গতা বা হিংসা।
এর কারণে এই কমেন্ট করছেন
যা প্রাকৃত বুদ্ধিমান ও সৎ ব্যক্তি কাছ থেকে আশা করা যায় না।
আপনি যদি প্রমাণ করতে পারেন কবিতায় মহান শব্দটি ব্যবহার
করা উচিত ও সঠিক হয়নি।তাহলে কবিতা ডিলিট করা হব।
আর সৃষ্টিকর্তার কথা তুলে আমাদের দুর্বর করছেন।
যিনি অন্যের জন্য স্বার্থহীন ভাবে কাজ করে আমরা তাকেই
মহান বলি।
ধন্যবাদ।
?খুব সুন্দর কবিতা,
কিন্তুু এখানে,(মহান)শব্দটি কেন হবে!?
,
মহান আল্লাহ পাক ছাড়া কেউ হতে পারে না”
আল্লাহ এক।
আল্লাহ মহান।
আল্লাহ দায়ালু।
আল্লাহ সর্ব শক্তিমান।
মহান মানে আপনি বুঝেন।
বুঝলে এটা বলতেন না।
মহান শব্দের অনেক অর্থ আছে
আদ্য, পহেলা, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সর্বোচ্চ, সেরা, সর্বশ্রেষ্ঠ, শ্রেয়, সরেস, বরিষ্ঠ, সর্বোত্তম, অত্যুত্তম, সবচেয়ে ভালো, উত্তম, উত্তমা, সর্বোৎকৃষ্ট, প্রকৃষ্ট, মহান, উদ্ভট, অনুত্তর, অনুত্তীর্ণ, জাত্য, জাত, সার, অগ্রগণ্য, পরাস্ত করা, হারাইয়া দেওয়া, পরম কৃতিত্ব, সর্বোৎকৃষ্ট অংশ, সর্বোৎকৃষ্ট দফা, সর্বোৎকৃষ্ট পোশাক, সর্বোৎকৃষ্ট চেহারা, সর্বোৎকৃষ্ট।
স্থান কাল পাত্র ভেদে শব্দগুলো ব্যবহৃত হয়।
আপনি হয়তো আপনার অঙ্গতা বা হিংসা।
এর কারণে এই কমেন্ট করছেন
যা প্রাকৃত বুদ্ধিমান ও সৎ ব্যক্তি কাছ থেকে আশা করা যায় না।
আপনি যদি প্রমাণ করতে পারেন কবিতায় মহান শব্দটি ব্যবহার
করা উচিত ও সঠিক হয়নি।তাহলে কবিতা ডিলিট করা হব।
আর সৃষ্টিকর্তার কথা তুলে আমাদের দুর্বর করছেন।
যিনি অন্যের জন্য স্বার্থহীন ভাবে কাজ করে আমরা তাকেই
মহান বলি।
ধন্যবাদ।
User Name :- Shakib Al Hasan Naim (Contributor)
User Id :- 159287
User Account Gmail : [email protected]
Profile link :- https://trickbd.com/author/shakib-al-hasan-naim