আজকে কথা বলব খুব গুরত্তপুর্ন একটা বিষয় নিয়ে। আপনারা অনেকেই ভাবেন কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়।

তার জন্য আগে আপনাকে বুঝতে হবে এই ফ্রিল্যান্সিং আসলে কি। তাহলে, চলুন আগে জেনে নেয়া যাক ফ্রিল্যান্সিং নিয়ে কয়েকটা গুরত্তপুর্ন প্রশ্নের উত্তর এবং তারপর জানবো একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ওঠার জন্য কি কি করা লাগে তার সবকিছু।


ফ্রিল্যান্সিং কি??

ফ্রিল্যান্সিং শব্দটার অর্থ “মুক্তপেশা”।

মুক্তপেশা বলতে যে পেশাতে বা কাজে আপনিই আপনার বস আপনাকে অর্ডার করার মতো কেউ নেই। আপনি যদি কাজ করেন তাহলে ইনকাম হবে নাহলে হবে না।

এটা নির্ভর করে আমাদের কর্মদক্ষতার উপরে। ধরুন, রাশিয়ার একজন ব্যক্তি যার নাম “x” এবং সে নিজের লোকাল দোকানের জন্য একটা ওয়েব সাইট বানাতে চাচ্ছে।

কিন্তু, সে কোন ওয়েব ডিজাইনার কে চেনে না তাই সে একটা ওয়েবসাইট ধরি “Y” এ গিয়ে এই প্রোজেক্ট সম্পর্কে বলল। মানে, সে বলল যে তার এরকম একটা ওয়েব সাইট লাগবে।

কতদিনের ভেতর করে দিতে হবে সেটা বলল। এখন ওই সাইটে যারা ওয়েব ডিজাইনার আছে তারা ওই রাশিয়ান ব্যক্তির পোস্টে কমেন্ট করল যে কে কত টাকায় করতে পারবে।

এবং কত সময় নিবে। এবং যাকে পছন্দ হল তাকে ওই ব্যক্তি কাজটা দিয়ে দিবে। এই যে ওই ব্যক্তি কাজ পেলো সে হল এখানে ফ্রিল্যান্সার এবং যে কাজটা দিলো তাকে বলা হয় বায়ার। তো এই তো মোটামুটি।


এখন প্রশ্ন হতে পারে আমাকে কেন কাজ দিবে??

হুম!! প্রশ্নটা ভালো করেছেন। আসলে, আপনি যেমন ফেসবুক একাউন্ট খোলার সময় আপনার সব ডিটেইলস দেন তেমনি ওই সব সাইটে একজন ফ্রিল্যান্সার হিসেবে একাউন্ট খুলতে আপনার অনেক তথ্য দিতে হবে।

যেমন কি কি পারেন, আপনার পোর্টফলিও, গিটহাব একাউন্ট এর এড্রেস অনেক কিছু যেন খুব সহজেই আপনি কি কি পারেন সেগুলো জানা যায়।


আচ্ছা অনেক কিছুই তো হল। কিন্তু কথা হল আমরা কি করব??

আপনি অনেক কিছুই করতে পারেন তা তো আর বলে শেষ হবে না। যেমন ধরুন


  1. ওয়েব ডিজাইনার
  2. গ্রাফিক ডিজাইনার
  3. এন্ড্রয়েড এপ ডেভেলপার

ইত্যাদি ইত্যাদি।

আমি আমার একটা পোস্টে বলেছি যে কিভাবে হয়ে উঠবেন একজন ওয়েব ডেভেলপার। তাই, আমার প্রোফাইলে গিয়ে সেই পোষ্ট টা দেখতে পারেন।


এখন এই পর্বে আমি আলোচনা করব যে কিভাবে হয়ে উঠবেন একজন “গ্রাফিক ডিজাইনার”।

গ্রাফিক অর্থ কী??

গ্রাফিক অর্থ চিত্রভিত্তিক। আমরা প্রতিদিন অনেক গ্রাফিক্যাল উদাহরণ দেখি। যেমন কোন কোম্পানির লোগো, ব্যানার, পোস্টার, ওয়েব সাইটের বিভিন্ন থাম্বনেইল ইত্যাদি ইত্যাদি।


একজন গ্রাফিক ডিজাইনার হতে পারলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে অন্যদিকে। তবে তার জন্য লাগবে অনেক চেষ্টা এবং পরিশ্রম।


কি কি লাগবে??

  1. ইংরাজি জানতে হবে। কারণ, বাংলাতে সর্বোচ্চ ফটোশপ এর ব্যাসিক ধারণা ছাড়া কিছুই পাবেন না। আর যদি ভাবেন ফটোশপ শিখলেই আপনি হয়ে যাবেন একজন গ্রাফিক ডিজাইনার তাহলে বলব আপনি ঘুম থেকে জেগে উঠুন সকাল হয়ে গেছে।

  2. মোটামুটি কনফিগারেশন এর কম্পিউটার হলে ভালো হয়। এখন তো কম্পিউটার এর দাম খুব বেশি না।

  3. কম্পিউটার চালানোতে বেশ ভালো দক্ষ হতে হবে কারণ গ্রাফিক ডিজাইনিং বেশ এডভান্সড টপিক।

  4. হাতে আঁকাআঁকি জানলে তো খুবই ভালো হয়। না জানলেও শিখে নিতে হবে।

এইতো মোটামুটি এগুলো জানলেই চলবে। তবে এগুলা না জানলে আগে শিখে নিতে হবে নাহলে কিছুই পারবেন না।


গ্রাফিক ডিজাইনার কি কি কাজ করেন??

১। লোগো ডিজাইনঃ-

লোগো তো চিনেন নিশ্চয়। একটা কোম্পানির প্রথম পরিচয় তার নাম এবং লোগোতে। তাই, সবাইক কোম্পানির জন্য একটা ভালোমানের লোগো চাই। এক্ষেত্রে গ্রাফিক ডিজাইনিং এর সবথেকে বেশি কাজ পাওয়া যায়।


২। বিজ্ঞাপণ তৈরিঃ-

একটা কোম্পানির প্রচারের জন্য তো বিজ্ঞাপণ লাগেই আর সেই বিজ্ঞাপণ হতে হয় দৃষ্টিনন্দন। এক্ষেত্রে গ্রাফিক ডিজাইনারের সৃজনশীলতা মুখ্য।


এরকম অনেক কাজ আছে এখন এতো গুলোর বিস্তারিত দেয়া কঠিন। আমি নিচে লিস্ট দিয়ে দিলাম।


  • লোগো ডিজাইন
  • বিজ্ঞাপণ তৈরি
  • ভিজিটিং কার্ড ডিজাইন
  • ওয়েবসাইট পিএসডি টেম্পলেট
  • বই এর কভার ডিজাইন
  • টিশার্ট ডিজাইন
  • পোস্ত-কার্ড ডিজাইন
  • বিজ্ঞাপন ডিজাইন
  • ওয়েব ব্যানার ডিজাইন
  • মোবাইল এপ এর বিভিন্ন ডিজাইন
  • আইকোন ডিজাইন
  • ভিডিও থাম্বনেইল ডিজাইন
  • পোষ্ট থাম্বনেইল ডিজাইন

আরো অনেক অনেক আছে।



শিখবো কোথায় থেকে??

এতো তো বকবক করলাম। কিন্তু, শিখবো কিভাবে?? আমি কি শেখাবো??

না ভাই এভাবে পোষ্ট লিখে শেখাতে গেলে কিছুই হবে না। আমার বেস্ট চয়েস হচ্ছে UDEMY এর ভিডিও কোর্স করে শেখা। আমরা সাধারণত কোন কিছু শিখতে গেলে অনেক কোর্স, টিউটোরিয়াল এর ভিড়ে হারিয়ে যায়।


তাই আমি শুধু তিনটা কোর্স এর কথা বলছি যেকোন একটা শিখে নিলেই হবে।


  1. Freelance Graphic Designers Masterclass | Udemy
  2. Introduction to Graphic Design | Udemy
  3. Graphic Design Course | Learn by Doing Practical Projects! | Udemy

এই তিনটা কোর্স ই ইউডেমির বেস্ট গ্রাফিক ডিজাইন এর কোর্স। আপনি বলতে পারেন এগুলা তো পেইড কোর্স ভাই। এতো টাকা কোথায়??


হ্যাঁ, তবে এগুলার ফ্রি ডাউনলোড লিংক ও পাবেন। এখানে লিংক কোথায়?? লিংক আমি দিতেই পারতাম কিন্তু আসলে লিংক গুলো সাধারণত ইনভ্যালিড হয়ে যায়।

তাই কোর্স গুলোর নাম লিখে শেষে শুধু free download দিয়ে গুগলে সার্চ করুন। ইনশাল্লাহ ফ্রিতে পেয়ে যাবেন।


কিন্তু, কোন ট্রেনিং সেন্টার থেকে না করে অনলাইন কোর্স কেন?? আসলে যা আমরা ফ্রিতে পাবো তা কেন টাকা দিয়ে কিনবো??


এখন চলুন দেখে নেই কোথায় কোথায় কাজ পাওয়া যাবে।


  1. পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান।
  2. প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠান।
  3. ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান।
  4. অনলাইন মার্কেট প্লেইস।
  5. ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।
  6. বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান।

এছাড়াও আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে পারেন যেমন


  1. https://www.upwork.com
  2. https://www.freelancer.com
  3. https://www.peoplehour.com
  4. https://www.guru.com
  5. https://www.fiverr.com

আবার আপনি যদি চান আপনার ডিজাইন করা কাজগুলো আপনি


  1. https://www.graphicriver.com

এর মতো সাইটে বিক্রি করতে পারেন।


এক্সপার্ট হতে চাইলে কি করব??


  • নিজেকে আপডেট রাখতে হবে।
  • সৃজনশীল হতে হবে।
  • অন্যদের অনুসরণ করতে হবে।
  • বিভিন্ন ব্লগ পোস্ট পরতে হবে।
  • নিজের কাজের মার্কেটিং করতে হবে ইত্যাদি ইত্যাদি।

Oops!! অনেক বলেছি। আর পারছি না। আমি কোন গ্রাফিক ডিজাইনার না এটা চরম সত্য কথা। ইন্টারনেট এ খোঁজ করে উইকিপিডিয়ার সাহায্য নিয়ে বিভিন্ন কিছু সম্বন্ধে গুগল করে পোষ্ট টা লিখেছি।

ধন্যবাদ!! আমি শাহরিয়ার আহমেদ শোভন।।

যদি ভালো লাগে তাহলে কমেন্ট এবং লাইক করে সাহায্য করুন।

আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz

33 thoughts on "প্রচুর টাকা ইনকাম করুন গ্রাফিক ডিজাইনার হয়ে।"

    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  1. Biswas Author says:
    ভালো কিন্তু বানান ভুল।
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  2. RDX Author says:
    https://www.upwork.com
    https://www.freelancer.com
    https://www.peoplehour.com
    https://www.guru.com
    https://www.fiverr.com

    এই সবগুলোতে কাজ করার চেয়ে যেকোন একটাতে কাজ করা বেটার ?

  3. RDX Author says:
    সবগুলোতে কাজ করার চেয়ে যেকোন একটা মার্কেটপ্লেস এ কাজ করা বেটার ✌
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      হ্যা। ওখানে দিয়েছি যে কোথায় কোথায় কাজ পাওয়া যায় সেটা জানানোর জন্য।।
  4. sk shoyeb Contributor says:
    ? Moja pelam bro.. mone hoy idea ta kharap nah.. :p
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      ধন্যবাদ
  5. Uzzal Mahamud Pro Author says:
    ei sob kaj korar khub iccha
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      আমারো ভাই
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks
  6. Nayan71 Contributor says:
    Lict থেকে শিখছিলাম
    কিন্তু কাজ পাওয়া দুষ্কর
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      দক্ষতা বৃদ্ধি করুন।। ধৈর্য্য ধরুন।।
  7. Sajeeb Contributor says:
    hmmmmmmmmm
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      mhhhhhhhhhh
  8. Forhad Rahman Author says:
    ইংরাজি জানতে হবে।
    এটা আবার কোন ভাষা ভাই?? ?
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      অনেকেই ইংরেজি টিউটোরিয়াল এর কথা বললে বলে, ভাই বাংলা দেন। আর বাংলায় তেমন টিউটোরিয়াল নেই।। তাই বলেছি??
    2. Forhad Rahman Author says:
      সেটা ত ঠিক আছে বাট, আপনে পোস্টে ইংরেজি না, ইংরাজি বলসেন। সেটা বুঝাইসি
  9. Forhad Rahman Author says:
    অন্যদের অনুসরণ করতে হবে।
    এটা ভালো বলেছেন। অথচ আমরা অনেক সময়ই অনুসরণ না করে অনুকরণ করে ফেলি
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      ঠিক বলেছেন!!

Leave a Reply