আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রিকবিডির সাথে থাকলে এমনিতেই সবাই ভালো থাকে। কারণ ট্রিকবিডি আমাদের নতুন নতুন পোস্ট উপহার দিয়ে থাকে। পোস্ট এ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসির ডেক্সটপকে সাজাবেন। তাও আবার কোনো থিম ব্যাবহার না করে। কারণ অনেকের পিসিতে থিম সাপোর্ট করে না। আমার পিসিতেও সাপোর্ট করে না। তো অনেক কথা বলে ফেললাম চলুন পোস্ট শুরু করি।
প্রথমে আপনি আপনার টাস্কবার এর উপর মাউস নিয়ে রাইট বাটন এ ক্লিক করুন। তারপর Properties এ ক্লিক করুন।
তারপর Use small button এ টিক দিন।
তারপর Taskbar button অপশন থেকে Combine when taskbar is full সিলেক্ট করুন।
তারপর অ্যাপ্লাই করে ওকে বাটন এ ক্লিক করুন।
তারপর আবার টাস্কবার এ মাউস নিয়ে রাইট বাটন এ ক্লিক করুন এবং lock this taskbar থেকে টিক তুলে দিন।
তারপর এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন নিচের মত।
তারপর ওপেন করুন সফটওয়্যারটি। ওপেন করার পর নিচের মত আসবে।
তারপর আপনার ইচ্ছামত অ্যাপ্লিকেশান এখানে অ্যাড করুন। যেকোনো অ্যাপ্লিকেশান drag করে এটাতে অ্যাড করতে পারবেন।
পোস্টটি পরার জন্য ধন্যবাদ। ভালো থাকুন শুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশে থাকুন। দেখা হবে পরবর্তি পোস্ট এ।
18 thoughts on "আগের দিন শেষ। এখন আপনার পিসির ডেক্সটপকে সাজান নতুন স্টাইলে। (Without Theme)"