সুন্দর ভাবে কথা বলে গালফ্রেন্ড বা চকরিতে successful হোন এবং অচেনা মানুষের মন জয় করুন
– ওই ওকে গিয়ে একটু জিজ্ঞাসা কর না
-আমি কেন করব তুই নিজে জিজ্ঞাসা করতে পারছিস না
অচেনা কাউকে কিছু জিজ্ঞাসা করতে আমরা অনেক সময় নার্ভাস হয়ে পড়ি অনেকেই আছে যে দোকানে গিয়ে কিছু চাইতেও লজ্জা পায়
আরে ভাই জিনিসটা আপনি টাকা দিয়ে কিনছেন তার কাছে আছে সেটা তাহলে এখানে লজ্জার কি আছে
অন্যদিকে জিবনে সুন্দর ভাবে কথা বলতে পারলে জিবনে গালফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাওয়া যায় তায় নয় চাকরি বাকরি প্রমোশন পেতেও অনেক ভুমিকা পালন করে
আপনি স্টুডেন্ট হন বা একজন চাকুরীজীবি সুন্দর ভাবে কথা বলা প্রয়োজন অনেক ক্ষেত্রে
তো কিভাবে কথা বলতে পারি সুন্দর ভাবে
Idea no 1 : avoid arguments
ফেসবুকে ইন্টারনেটে আমরা এই ছবিটা দেখে থাকি এখানে ২জন দুদিক থেকে ২ রকম দেখছে
কেউ ৬ কেউ ৯ একেবারে ৯-৬ ব্যাপার
এখানে ২ জন ২রকম দেখার কারণে একে অন্যর সাথে ঝগড়া শুরু করবে আসলে ব্যপারটা কি?
আমরা সাধারণত নিজেরা যা জানি যা দেখি তা নিয়ে ঝগড়া শুরু করি কেউ কারো স্থানে গিয়ে দেখিনা সে কি দেখছে তাই নিজে সঠিক জেনেও তার সাথে গিয়ে তর্ক না করে আপনার আবিষ্কার করা উচিৎ সে কেনো তর্ক করছে সেটা খুজে বের করা
বা দুজনে মিলে সমস্যার সমাধান করা
আবার মনেকরুন আপনার বন্ধু আপনাকে বললো জানিস samsung নতুন মডেল এর ফোন বের করছে মাত্র ২০০০ টাকা আমিতো বাবা নেব না
আপনি উত্তরে বললেন ক্যান শুনলাম নাকি অনেক কিছু ফ্রি দিচ্ছে গ্যারেটি আছে কি হয়েছে বিষটা একটু খুলে বলতো
“কি হয়েছে বিষটা একটু খুলে বলতো ” এই অতিরিক্ত কথা যুক্ত করার কারনে সে বিষয়টি খুলে বলবে নয়তো সে মনে মনে কিপটা থেকে অনেক কিছু বলতে পারে এমন অতিরিক্ত কথা যুক্ত করে ক্লিয়ার হয়ে নিন
Idea no 2
মনে করুন আপনি মাছ ধরতে গেছেন আপনি খেতে ভালবাসেন আম তো এখন কি আপনি মাছের টোপ আম দিবেন?
উঃ অবশ্যই না
আপনি টোপ দিবেন মাছ যেটা খেতে ভালোবাসে
আপনার বন্ধু/ গালফ্রেন্ড এর সাথে কথা বলার সময় নিজের কথা তাকে না বলে তার কথা জানার চেস্টা করুন সে যেটা পছন্দ করে তা নিয়ে আলোচনা করুন এতে সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে
উদাহরণ ঃ
আপনার বন্ধু আপনাকে বলল জানিস আমি কাল ** পার্কে গিয়েছিলাম
এখন আপনিও বললেন হ্যাঁ আমিও গেছি এবার আপনার গল্প শুরু করে দিলেন এতে সে কিন্তু আপনাকে তেমন গুরুত্ব দিবে না
আপনি তাকে জিজ্ঞাসা করুন কি কি করলি আমি যখন গিয়েছিলা তখন কেমন একটা ছিলো এখন কেমনরে
এভাবে কথা বললে আপনার৷ সাথে কথা বলতে সে আরো আগ্রহী হবে
আপনি ক্রিকেট ভালোবাসেন আপনার বন্ধু ফুটবল আপনার উচিৎ আপনি আপনার ক্রিকেটের গল্প না বলে তার থেকে ফুটবল এর গল্প শোনা
idea no 3
আপনি মোটা বা পাতলা এতে আপনি নিজের কাছেই বিরক্ত যদি আপনাকে অন্যকেউ বলে এই মটু এই শোন আপনি রেগেগিয়ে উল্টাপাল্টা কিছু না বলে এমন ভাবে কথা বলুন সে যেন মনে করে আপনি কিছু মনে করেন নি
উদাহরণ এই মোটা একটু শোন আপনার উত্তর হবে আর বলিস না রে ভাই বিপদে আছি সেদিন ছবি তুলতে গেলাম দোকানদার বললো আপনাকে এতোটুকু ছবিতে ধরানো যাবেনা সে আপনার কথা শুনে হাসবে এবং ২য় বার মোটা বলবে না নিজের আশাকরি বুঝেছেন
Idea no 4
কথা বলার সময় একটা ☺ হাসি দিয়ে কথা বলুন তাহলে আপনার হাসির সাথে তার মুখেও একটা হাসি আসবে এবং আপনার সাথে কথা বলতে একটা ভালোলাগা কাজ করবে
Idea অপরিচিত কারো সাথে কথা বলতে হলে আপনাকে একটু হাসি রেখে কথা বলতে হবে এবং শুরু করার জন্য আপনার বাসা কোথায় কোথা থেকে এসেছেন এগুলি জিজ্ঞাসা করবেন না
আমার মনে আছে ছোট বেলায় যদি কেউ জিজ্ঞাসা করতো ওই তোর আব্বুর নাম কি? বাড়ি কই? তখন অনেক অনেক রাগ হতো
তাই অপরিচিত কারো সাথে কথা বলতে প্রথমে আশেপাশের জিনিস নিয়ে শুরুকরুন
সেটা অনেক কিছু হতে পারে যেমন Weather
আজ সারাদিন খুব রোদ পড়েছে এই ভাবে
শুরু করুন তাই নয় অপরচিত দেখলে গরম পড়েছে শুরু করবেন আপনাকে অবস্থা দেখে কথা খুজে নিতে হবে এতে সেও কিছু না কিছু বলবে
সবার জন্য শুভকামনা রইলো
মাছকে মাছের পছন্দের খাবার দিতে হবে?
পেইজ লিংকঃ https://www.facebook.com/help.com.bd/
???
?
??
?
?
??Great!
?