আমাদের শিক্ষা ব্যাবস্থতে শুধুমাত্র দেখা হয় আপনি কত নাম্বার পেয়েছেন
আপনার যোগ্যতা যাচাই করার জন্য শুধু আপনার সার্টিফিকেট দেখে আপনি কি জানেন বা না জানেন সেটা কেউ দেখবে না আর তাছাড়া আপনি অনেক কিছু জানেন তার প্রমাণ হচ্ছে সার্টিফিকেট
আপনার পাশের বাড়ি কেউ আপনাকে সোজা এক্সাম্ন নিয়ে দেখবে না আপনি কি জানেন তারা জিজ্ঞেস করবে আপনার রেজাল্ট
আপনার মার্কস ভালো তো আপনাকে প্রসংশাও ভালো আর প্রশংসা ভালো মানে মা-বাবা খুশি
তো আপনার অনুভুতির ঠিক এমন হওয়া উচিৎ যে কিভাবে আপনি এই প্রশংসা পেতে পারি
কিছু ট্রিপ্স দিচ্ছি মনে হয় কাজে লাগতে পারে
★ পুরো বইয়ের মধ্যে প্রায় ২০হাজার প্রশ্ন এর মধ্যে আপনার পরিক্ষায় আসবে মাত্র ২০টি প্রশ্ন এটার উপরে ডিপেন্ড করবে কে কত দক্ষ যদি পারেন তো ভালো না পারলে গেল
তো এই ২০টি প্রশ্ন এর উত্তর করার জন্য ২০হাজার প্রশ্ন পড়া বুদ্ধিমানের কাজ না এবং সেটা সম্ভবও না
কিন্তু ২০০ টা প্রশ্ন মুখাস্ত করা? হ্যাঁ এটা সম্ভব
এখন প্রশ্ন হল কিভাবে ২০হাজার এর মধ্য ২০০ টা ইম্পর্টেন্ট প্রশ্ন বের করব?
এটা বোঝার জন্য আপনাকে যা করতে হবে
আপনি হয়তো এমন কাউকে না কাউকে দেখেছেন ঠিক মতো পড়াশোনা না করেও ভাল রেজাল্ট করে
এটা হচ্ছে তাদের সিক্রেট
আপনি বলতে পারেন এটা আপনি কিভাবে জানলেন উঃ হচ্ছে আমিও তাদের মধ্যে একজন তো এই পুরাতন প্রশ্ন আয়াত করতে পারলে ৮০% প্রশ্ন পেতে পারেন
★ আপনার সাথে এটা হয়েছে কি মাত্র বাসা থেকে এটা পড়ে আসলাম এখন কিছুতেই মনে পড়ছে না আমার সাথে এটা অনেক বার হয়েছে
এটা হওয়ার প্রথম কারন হচ্ছে একটা প্রশ্ন পড়ার পর একবার না দেখে বলতে পারলে সেটাকে মনে করি মুখাস্ত হয়ে গেছে তাই অন্য প্রশ্ন পড়তে শুরুকরি আসলে অনেক সময় সেটা মুখাস্ত হয় না এর জন্য আপনাকে যেটা করতে হবে একটা প্রশ্ন মুখাস্ত করার পর আরো ২-৩ টা মুখাস্ত করে আবার ব্যাক করে আগের প্রশ্ন টা না দেখে বলার চেস্টা করা এতে আপনি আর সম্ভবনা থাকে না ভুলে যেতে এভাবে চেকাপ করবেন
তার পর একটা অধ্যায় পড়ার পর৷ সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে একটা এক্সাম দেওয়া
পরিক্ষার আগেই নিজেই বাসায় একটা ডিমো এক্সাম দিয়ে নিবেন৷
★ আবার অনেক ছাত্র/ছাত্রী পরিক্ষার সময় সিলেবাস দেখে বুঝতে পারে নি কি করবো এটা মনে করে এতো পড়া আমি কিভাবে পড়বো এটা ভাবতে ভাবতে আর পড়তে পারেনা এখন বুদ্ধিমানের কাজ হবে যতটুকু সময় আছে সেটুকুই আপনাকে পড়া
তাই আপনাকে এটকা টাইম মেইনটেন করে নিতে হবে এবং ভাবতে হবে আমাকে পারতেই হবে
আপনি নদীর মাঝে পড়ে গেছেন আপনার এখন একবার এদিক আরেকবার ওদিক এভাবে না ছুটে যে কোন একদিকে এগিয়ে যেতে হবে
কাল পড়ে নেব কাল করে নেব এই ভুত মাথা থেকে নামিয়ে নিন শুরু করুন এখনি
কাল কাল করলে আপনার কাল কোন দিন আসবে না
★ একটু ঝামেলা থেকে মুক্ত থাকুন আর নিজেকে সুস্থ রাখার চেস্টা করুন এর মধ্যে, আবার অসুস্থ হলে আবর টাইম নস্ট
আর সুস্থ থাকার জন্য কি কি করতে হবে সেটা আমরা সবাই জানি তো
একভাবে না পড়ে একটু হাটাহাটি করে পড়া এবং বেশি পরিমাণ পানি পান সহ যা যা আপনার স্বাস্থ্যর জন্য ভালো সেগুলি করবেন
★ ফেসবুক, হোয়াটসাপ, ইত্যাদি থেকে লিভ নিন
ইনশাআল্লাহ এগুলো ফলো করলে পরিক্ষার ভালোফলাফল করতে পারবেন
এটা আমার লাস্ট পোস্ট আবার এক্সামের পরে দেখা হবে সবাই ভালো থাকুন নিজের খেয়াল রাখুন
HSC candidate
somoy ase matro 5 din. ajke 3000 tk diya all sub test paper kinsi. kintu kivabe kokhon ki porbo kisui bujhte partasi na. test paper khulle sciencer sub gular kisui bujhi na. karon main book pora hoy nai.
parle amare kisu tips den