#TrickBDCompetition

কেমন আছেন সবাই? অনেকদিন পর পোস্ট লিখতেছি। আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে প্রিমিয়াম ভিপিএন ফ্রিতে ১ বছরের জন্য ব্যাবহার করবেন। আপনার ডিভাইস প্রোটেক্টেড রাখুন। এটা কোনো প্রিমিয়াম এপ ক্র্যাক বা অন্য কিছু না । এটা seed4me সাইটের একটি অফার। এই অফারের আওতায় আপনি প্রিমিয়াম ভিপিএন এক বছরের জন্য ফ্রিতে ব্যাবহার করতে পারবেন।

এখানে রয়েছে প্রিমিয়াম সকল সারভার। আর স্পিডের কথা নাইবা বললাম। আপনারা নিজেরা ব্যাবহার করে দেখে নিবেন। আর হ্যা আপনার ওয়াইফাই বা নেট কানেকশন যত ভালো হবে স্পিড তত বেশি পাবেন। টরেন্ট ফাইল এননিমাসলি হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে ব্লক সাইট গুলোও ভিসিট করতে পারবেন।

 

কথা না বারিয়ে কাজের কথায় আসি। প্রথমেই নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন করার পদ্ধতি খুবি সহজ।নিচের স্ক্রিনশট টি দেখুন। এন্ড্রয়েড বা আইওএস এর জন্য পদ্ধতি একই।

Seed4me rejistration

 

এইখানে আসল হলো কুপন কোডটা। ফ্রি একবছরের জন্য ভিপিএন পেতে BF2019 এই কুপন কোডটি ব্যাবহার করুন।কুপন কোড দেওয়ার সাথে সাথেই নিচের মত আসবে

 

তারপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। নিচের মত একটা স্ক্রিন আসবে।

 

এখান থেকে myvpnprofile এ ক্লিক করুন।

আপনার মেইলে একটা কনফারমেশন মেইল জাবে।অইটায় ক্লিক করে কনফার্ম করে নিন।মেইল কনফার্ম গতে গেলে আপনার কাজ শেষ। এর পর শুধু ভিপিএন টা আপনার মোবাইলে বা পিসিতে কনফিগার করে নিতে হবে। আপনি কোনো কনফিগারের ঝামেলা না চাইলে এদের অফিশিয়াল এপ ডাউনলোড করে শুধু লগিন করলেই হবে।

ভিপিএন সব ডিভাইসের জন্যই আছে। আমি শুধু উইন্ডোজ এবং এন্ড্রয়েড দিয়ে দেখিয়ে দিবো। আমি দুটো পদ্ধতি ই দেখিয়ে দিবো। কনফিগার করে এবং এপ দিয়েও। আপনাদের যেটা ভালো লাগে ওইটা করে নিবেন।যারা ডিভাইসের স্পেস বাচাতে চান তারা কনফিগার করে নিবেন ডিভাইসে আর যারা এপ চান তারা এপ ব্যাবহার করতে পারবেন।

 

ডিভাইস কনফিগার পিসি

প্রথমে আপনার পিসির সার্চবারে সার্চ করুন vpn লিখে।

এরপর স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন । আমি উইন্ডোজ ১০ এর জন্য দেখাচ্ছি।সবগুলো ডিভাইস দেখানো সম্ভব না। আপনার অন্য ভারশন হলে নিচে থেকে ভারশন অনুযাই টিউটোরিয়াল দেখে নিন। এটা এদের অফিসিয়াল সাইটের টিউটোরিয়াল।

ভিপিএন সেটিং এ ক্লিক করলে যে পেজ আসবে অইখানে Ad a VPN এ ক্লিক করুন।

তারপর নিচের মত করে কনফিগার করুন।

আমি US সার্ভারের জন্য কনফিগার করে দেখালাম। আপনার ইমেইল আর পাসওয়ার্দ ঠিক না দিলে কানেক্ট হবেনা।

 

সেভ এ ক্লিক করার পর নিচের মত করে কানেক্ট দিলেই কানেক্টেড হয়ে যাবে।

 

L2TP/IPSec এর কনফিগার টা নিচের মত হবে

 

এপের মাদ্ধমে কনফিগার করার জন্য শুধু আপনাকে এপ ডাউনলোড করে লগিন করতে হবে। এটা আশা করি পারবেন । আর না পারলে নিচে বুঝার সুবিধার্থে ভিডিও দিয়ে দিবো।

 

ডিভাইস কনফিগার এন্ড্রয়েড

প্রথমে আপনার এন্ড্রয়েডের সেটিং এ যান। তারপর ভিপিএন খুজে বের করুন।এটা আমার ডিভাইসের মোর এ রয়েছে। এন্ড্রয়েড ভারশন ৫.০.১ । আপনার ফোনের অন্য কোথাও থাকতে পারে। ওটা খুজে বের করে + চিনহে ক্লিক করুন।

 

তারপর নিচের স্ক্রিনশটের মত Name আপনার ইচ্ছা মত দিন আর Type PPTP । সারভার এড্রেস us.seed4me.com দিন

এরপর save বাটনে ক্লিক করুন। পরবর্তি স্টেপে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

ব্যাস আপনার ভিপিএন কানেক্ট হয়ে যাবে।

 

এপ দিয়ে কানেক্ট করার জন্য playstore থেকে seed4me এপটি নামিয়ে লগিন করে কানেক্ট দিয়ে আরামসে চালাতে থাকুন।

 

স্পিড প্রুফ

 

কোনো সমস্যায় নিচের ভিডিওটি দেখতে পারেন

 

ফেসবুকে আমি

আমার শিক্ষা বিষয়ক ওয়েবসাইট

https://onchol.com

 

14 thoughts on "প্রিমিয়াম ভিপিএন ফ্রিতে ব্যাবহার করুন ১ বছরের জন্য পিসি/মোবাইল/IOS [VIP SERVER] হাই স্পিড টরেন্ট"

  1. Robiul Rifat Author says:
    অসাধারণ ?
    1. hasan Author Post Creator says:
      ধন্যবাদ??
    1. hasan Author Post Creator says:
      কমেন্টের জন্য ধন্যবাদ
  2. Haque Battery Contributor says:
    Configure kore connect hoy na mobile a
    1. hasan Author Post Creator says:
      bujte somossa hole videota dekhen kivabe ami mobile e connect dici…
    1. hasan Author Post Creator says:
      thanks
    1. hasan Author Post Creator says:
      Thanks For Your Nice Comment
  3. SUNNY_ARK Contributor says:
    Orginal speed er thele to besi paoa jabena taina ?
    1. hasan Author Post Creator says:
      vpn muloto use kora hoy safe browsing er jonno….speed er jonno na. Tobe torrent file download er khetre apnar asol speed er ceye besi speed paben

Leave a Reply