আমি খুব বেশি টিউন করি না। আসলে আমি যে সবজান্তা তা নয়, আমি জানার জন্যে আকুলতা অনুভব করি।
আমার মতে ট্রিকবিডি একটা জানানোর জন্য খুব ভালো একটি পোর্টাল। তবে, এইখানেই সীমাবদ্ধতা না থাকলে ভালো হত। অর্থাৎ, ট্রিকবিডি শুধু জানানোর জন্যে না; জানার জন্যেও ব্যবহার করা উচিৎ।
আমি বলতে চাচ্ছি, একটি ফোরাম খোলার কথা। যেখানে যে কেউ পোষ্ট করতে পারবে(এনোনিমাস ছাড়া)এবং এনোনিমাস পর্যন্ত কমেন্ট করতে পারবে। প্রতি পোষ্ট করার জন্যে কিছু সংখ্যক পয়েন্ট লাগবে এবং কমেন্টে করে পয়েন্ট অর্জন করবে।( অপশনাল আইডিয়া হিসেবে অই ফোরামে বেশি পয়েন্টকারীর ছবি দেওয়া যেতে পারে।)
এতে, আমাদের মধ্যে যে কেউ – যে কোন ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারবো আর সাহায্যও পাবো অনেক। এতে ভিজিটর বাড়ার সংখ্যাও বাড়বে।
একজন টিউনার হিসেবে আমি কিছু না জানতে পারিই। তাই জানার জন্যে এইরকম একটি ব্যবস্থা তৈরী করলে সাইটের সদস্যরা অনেক বেশীই উপকৃত হবে। অন্তত আমি তা মনে করি।
আবেদনটি দয়া করে সফলভাবে কার্যকর করার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হল।
Share:
sartho chara r kichui vabena.
po khali dialogue dhori aishe=mang
develop kro
admin