প্রথমেই ট্রিকবিডি পরিবারের সকল মেম্বারদের ধন্যবাদ জানাচ্ছি,যারা এতবছর যাবত ট্রিকবিডিকে ভালোবেসে পাশে আছেন।
আশা করি ভবিষ্যতেও থাকবেন।
তবে সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার কথা ট্রেইনারদের।
ট্রেইনারদের অবদানের কারণেই ট্রিকবিডি এই দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে।
তাই ট্রেইনারদের নিয়ে বরাবরই আমাদের কিছু আলাদা পরিকল্পনা থাকে।
কিন্তু সময়/সুযোগের অভাবে তা হয়তো সবসময় সম্ভব হয়না।
তবে নিঃস্বার্থভাবে কাজ করা ট্রেইনারদের জন্য ট্রিকবিডি সামান্য বোনাসের ব্যবস্থা করেছে।
যা বলতে গেলে একদমই নগণ্য।
কিন্তু ৯০% এর মত ফ্রি ব্যাসিক ইউজার ও এক্সপার্ট হওয়ার কারণে এডব্লক করে ভিজিট করায় এই বোনাসের পরিমাণ এরচেয়ে বেশি করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হচ্ছেনা।
মনে রাখবেন,এটা কোনো পারিশ্রমিক নয়।
এগুলো হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারেন।
পারিশ্রমিক মনে করলে আপনার ভেতর যে শেখানোর প্রবল আগ্রহ আছে,তা দমে যাবে।
ভালো কাজের কোনো মূল্য হয়না।
আপনাদের এই কাজের মূল্য আমরা যারা শিখছি,তারা কখনোই চুকাতে পারবোনা।
জ্ঞানের মত অমূল্য সম্পদ নিঃস্বার্থভাবে বিতরণ করতে পারার মত মহৎ গুণ কয়জনেরই বা আছে?
এই গুণে গুণান্বিত সকল মানুষকে আবারো শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এখন মূল পয়েন্ট এ আসি।
কিছুদিন আগে রেফার নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছিলো।
কারণ,ঐ সময়টাতে রেফারের জন্য পোষ্ট এতই বেড়ে গিয়েছিলো যে আমাদের পক্ষে সামলানো মুশকিল হয়ে গিয়েছিলো।
একই পোষ্ট দিনে ৮ বার পর্যন্ত হয়েছে।
এখন আপনাদের জন্য সুখবর হলো,কিছু শর্ত মেনে রেফার লিংক/কোড শেয়ার করতে পারবেন।
শর্ত দেখতে বেশি মনে হলেও এগুলো আগে থেকেই কার্যকর আছে।
স্মরণ করিয়ে দেয়া হলো শুধু।
আশা করি এই নির্দেশনাগুলো ইউটিউবার ও অনলাইন ইনকামে আগ্রহীদের জন্য উপকারী হবে।
তবে মনে রাখবেন,ট্রিকবিডিকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন না।
অন্যদের স্বার্থের জন্য ব্যবহার করুন।
আর হ্যাঁ,
আমাদের একটা পরিকল্পনা আছে।
যেটি বাস্তবায়ন করা সম্ভব হলে সাইটের বেশিরভাগ কন্ট্রোল আপনাদের হাতেই থাকবে।
কিছু নির্দিষ্ট সিস্টেমে (লাইক/রিপোর্ট) পোষ্ট পাবলিশ,ডিলিট সব অনেককিছু কন্ট্রোল করা যাবে।
সবাই পোষ্ট ও করতে পারবে।
যেকোনো কিছু।
সোশ্যাল সাইটের মত।
যতটুকু সম্ভব ট্রিকবিডিতে কন্ট্রিবিউট করুন।বন্ধুদের সাথে ট্রিকবিডির পরিচয় করিয়ে দিন।
ট্রিকবিডি এপ দিয়ে রেজিস্ট্রেশন অন করে দেয়ায় এখন একাউন্ট করা নিয়েও আর ঝামেলা থাকছেনা।
নতুন+পুরাতন রুলসগুলো যথাসম্ভব মেনে চলতে চেষ্টা করুন।
এতে করে আমাদের কাজ সহজ হবে।আর সেবার মান আরো উন্নত করতে পারবো।
ধন্যবাদ সবাইকে।
You must be logged in to post a comment.
দারুন, ট্রিকবিডির পাশে রয়েছি,আগামীতেও থাকবো….
ধন্যবাদ।
ভাই টরিকবিডির থেকে টকনিউস অনেক উন্নত দেখলাম। তবে ট্রিকবিডি কম না।
Verry Good…Jim Carey
আমি অথর চাই না আমি চাই জানতে এবং জানাতে আমার পোষ্ট ভিউকরুন প্রয়োজন হলে পাবলিক করে দিন।
okay
please review my posts
I.have sent.trainer request 1 week ago
hi
Vai apner fb id link den help dorker plz
ভাই আমার পোস্ট তো রিভিউ হয় না । আমার পোস্টটি কেউ দেখতে পায় না । মানসম্ত পোস্ট করি কিন্তু তারপর ও পোস্ট পাবলিশ হয় না ।
payment policy chAnge korte hoto?
TRAINER REQUEST DICI PLEASE ACCEPT KOREN
Vai fb id plz help
Vai fb id plz help…..
.
ভাই আমি কয়েকদিন আগে এখানে একটা নতুন একাউন্ট খুলছি । ২ টা পোস্ট করছি পোস্ট পেন্ডিং দেখায় । কন্ট্রিবিউটর থেকে কীভাবে author হওয়া যায় । বা আমি যদি ৩ টা মানসম্মত পোস্ট করি তারপর Trainer রিকুয়েস্ট দিলে কী author করে নিবে ।
ভাই আমি ৩ টা মানসম্মত পোস্ট করছি আমাকে Author বানান । আশাকরি আমি সপ্তাহে কমপক্ষে ১টা করে মানসম্মত পোস্ট করে TrickBD কে সামধনের দিকে এগিয় নিয়ে যেতে সাহায্য করব
Fb id link plz,,
আমি ৩ টা মানসম্মত পোস্ট করেছি । আমি আজকে Trainer রিকুয়েস্ট দিলাম রিকুয়েস্টা এক্সসেপ্ট করেন ভাই ।
আমাকে Author বানান ভাই । আমি Author হতে চাই । আমি প্রতিদিন ট্রিকবিডিতে ভিজিট করি ।ভালো পোস্ট করতে চাচ্ছি কিন্তু Author না হওয়ায় কারনে ।
trainer request দিছি অথর বানান
ভাই আপনারা কী করার জন্য থাকেন । ঘোড়ার ঘাস কাটার জন্য না কী । আমি সেই কবে Author হতে চাচ্ছি কিছুই বলে না । এমন ৩জনরে মডারেটর বানাইছে যে তারা কিছু করে না ।
আমাকে Author বানান । ব্যাস আর কিছুনা । Author author author author author author author author author author হবো ।
please, make me author
Plz apner fb id
ভাই আমি ৩টি কপিমুক্ত পোস্ট করেছি কিন্তু এখনো পেন্ডিং এ আছে
পাবলিশ করে দিন প্লিজ
thanks
Good
vai amr post published koren
আমার পোষ্ট publish হয় না
আরো মানসম্মত পোষ্ট করতে হবে আপনাকে।
এখনো নতুন আপনি।
আগে কিছুদিন পুরাতনদের ফলো করুন।
তারপর লিখলেই ভালো হবে।
আমি ৪ মাস আগে author request পাঠাইছি কিন্তু এখনো কোনো
reply পাইনি!!!!
লিস্টে পেছনে পড়ে গিয়েছেন।
আপনার পালাও আসবে।
অপেক্ষা করুন একটু প্লিজ।
খুব সুন্দর হয়েছে।।
এডমিন,মোডেটরদের এটাই বলবো।। পাবলিক পোষ্ট,বা এমন অটোমেটিক সিষ্টেম করিবেন নাহ। যেমনঃ এক পোষ্টে ১০০ রিপোর্ট দিলে পোষ্ট ডিলিট,আথোর থেকে কন্ট্রিবিউট হয়ে যাবে।। এতে করে অনেক Author এর সমস্যা হতে পারে। কোনো কিছুই স্বয়ংক্রিয় করবেন নাহ দয়া করে। এতে করে হ্যাকারদের হিংসে হতে পারে। যাইহোক।। সম্ভব হলে এমন সিষ্টেম করুন।। যে পোষ্টে সবচেয়ে বেশী রিপোর্ট আসবে তা আপনাদের সামনে সবার উপরে দেখাবে। তখন পোষ্টটিকে আপনারা রিভিউ করে দেখিবেন কি একশন নেওয়া যায়।। কেননা কিছু মানুষ এমনিতেই রিপোর্রট করে।।
আসল কথা হলো আমি আগে এমন করতাম। তাই বললাম।। এখন আর করিনা। তাই কিছু মনে করবেন নাহ।। আর হ্যা।। কমেন্টে যেন রিপোর্ট দেওয়া যায়।।।
ট্রিকবিডি অ্যাপ এ Author দের নোটিফিকেশন যেন লাইভ দেখা যায় মানে ফোনের নোটিফিকেশন বেজে উঠে এমন করার সাজেষ্ট রইলো।। আর লগিন/রেজিষ্ট্রেশন এ ক্যাপচা লাগালে আমার সবচেয়ে সুবিধা হতো।। তবে সেটা আপনাদের বিবেচনার ব্যাপার। আর প্রিয়ো Author গুলাকে যেন Subscribe করার সিষ্টেম থাকে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যদি পাবলিক পোষ্ট করার সিষ্টেম করেন।।
ভাইয়া আমার কমেন্ট Moderation হয়ে যায় কেন।
Help please
https://trickbd.com/?author=89701
আমার বড় ভাই খুব ভাল পোস্ট করেন। পোস্টগুলো রিভিউ করলে খুশি হতাম ধন্যবাদ আপনাকে।
মনির সরকার আপনার বড় ভাই? কেমন বড়; আপন?
আপন না
Amer Post Dekhe Akdom Mansommoto.Author Banan
Plz help fb id plz
Always with you trickbd but ajo author hote parlam na ;-(
মানসম্মত পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট দিয়ে রাখুন।
https://trickbd.com/?author=89701
আমার বড় ভাই খুব ভাল পোস্ট করেন। পোস্টগুলো রিভিউ করলে খুশি হতাম ধন্যবাদ আপনাকে।
Give me fb id plZ
ধন্যবাদ ভাই সব কিছু মেনে চলবো
শুকরিয়া।
ami earning chai na.. ba bindu matro kono ortho chai na.. app theke post korbo naki website theke?
মেনে চলার চেষ্টা করবো। এবং Free Basics এর বদলে, ফ্রিবেসিকসের প্রক্সি এর মাধ্যমে ভিজিট করলে একই সাথে ফ্রিতে ট্রিকবিডি ভিজিট হবে এবং এডও সো করবে, এবং আয়ও হবে। এ বিষয়ে সবাইকে বুঝতে হবে।
সাধারণভাবে ভিজিট করলেও প্রায় সবাই এড ব্লকার ব্যবহার করে।
এটাই বড় সমস্যা।
সাধারণ ভাবে না হয় বুঝলাম যে, বেশি ডাটা কেটে জাওয়ার জন্য বা বিরক্তিকর এড এর জন্য সবাই এড ব্লক করে রাখে। অথবা ফ্রিতে ভিজিট করে। কিন্তু প্রক্সি এর মধ্যমে ভিজিট করলে এক ত ফ্রিতে ভিজিট হবে, অন্য ভাবে (বিদেশী আইপি দিয়ে) এডও দেখা হবে। এভাবে আয়ও হবে বেশি। সব ফ্রি বেসিকস ইউজারদের প্রক্সি এর আওতায় আনতে পারলে অনেক ভালো হবে।
এতে কিছু প্রবলেম রয়েছে।
সিকিউরিটি ও একটা বড় বিষয়।
আমরা ভেবে দেখেছিলাম বিষয়টা।
কিন্তু পরে বাদ দিয়ে দিয়েছি।
শুধু লগ-ইন না করলেই হয় (আর করার চেষ্টা করলেও হবে না, লগ-ইন)। তাছাড়া আর কোনো সমস্যা নেই। এই বিষয়টি আবার ভেবে দেখতে পারেন, কারণ মানুষেরা ফ্রি চায়! আর শুধু মাত্র একটিই পদ্ধোতিই আছে, যা দ্বারা এড দেখা যাবে।
ki vabe proxy diye free te freebasics use korbo….???
plsss sei bisoye post korun
oita abar kmne aktu bujiey bolen. Freebasic e proxy??
Here have many about Free Basics’s proxy in trickbd.
**many postes
হা হা হা হাহা মজা!!
ami opera chalai.
Proxy browser to google khuje pailam na. Dwnlod link ta den
hehehe
অনেক বার নটিস করার পরো এডযুক্ত লিংক দেয় এটা খুবি বিরক্তিকর
আশা করি এখন থেকে আর করবেনা এরকম।
আমি এতটাও খারাপ পোষ্ট করিনা
ভাই সত্যি হতাশ ছাড়া আর কিছু দেখছি না, পোষ্ট করলালাম একটা পাবলিশ করলেন,বাকিগুলো দেখে দয়াকরে পাবলিশ করেনন,,অথর হওয়ার সুযোগ দিন দয়াকরে
thank you
thank you
thank you
thank you
thank you
স্বাগতম।
কিন্তু একই কমেন্ট বারবার?
রিভিউ প্লিজ মাই পোষ্ট
আরে বেটা আগে ইংরেজি গ্রামাটিকাল ঠিক কর
বেশি বোঝার চেষ্টা করবেন না। সঠিক বাক্য নিচে কমেন্ট করা আছে। সেটা থেকে ভিন্ন কমেন্ট করার জন্য আমি বাক্যটা এভাবে লিখছি
ভাই trickbd এপছ এ কম্মেন্ট করলে ১ টায় ৫ থেকে ৬ বার হয়ে যায় ৷
ভালো লাগলো পোস্ট টা।আশা করছি সবাই নীতিমালা অনুসরন করবে।😍
ভালো লাগলো পোস্ট টা।আশা করছি সবাই নীতিমালা অনুসরন করবে।😍
ভালো লাগলো পোস্ট টা।আশা করছি সবাই নীতিমালা অনুসরন করবে।😍
ভালো লাগলো পোস্ট টা।আশা করছি সবাই নীতিমালা অনুসরন করবে।😍
ধন্যবাদ।
কিন্তু একই কমেন্ট বারবার?
একই কমেন্ট বারবার এই দোষ টা কমেন্ট কারীর না ভাই।আমি একটাই কমেন্ট করছি এপ দিয়ে।বাট এখন দেখি এতোগুলা হয়ে আছে।
ভালো লাগলো পোস্ট টা।আশা করছি সবাই নীতিমালা অনুসরন করবে।😍
আর হ্যা প্রত্যেকের কমেন্টের যেন রিপ্লাই করার সুবিধা থাকে এরকম অপশন এড করলে মনেহয় আরও ভাল হয়।
আর হ্যা প্রত্যেকের কমেন্টের যেন রিপ্লাই করার সুবিধা থাকে এরকম অপশন এড করলে মনেহয় আরও ভাল হয়।
আর হ্যা প্রত্যেকের কমেন্টের যেন রিপ্লাই করার সুবিধা থাকে এরকম অপশন এড করলে মনেহয় আরও ভাল হয়।
আর হ্যা প্রত্যেকের কমেন্টের যেন রিপ্লাই করার সুবিধা থাকে এরকম অপশন এড করলে মনেহয় আরও ভাল হয়।
এখনো আছে এই সিস্টেম।
trickbd.com দিয়ে ভিজিট করলে পারবেন।
কিন্তু এপ দিয়ে ভিজিট করলে এরকম টা দেখার সুযোগ হয়না
এপ এর নেক্সট আপডেটে এড করার চেষ্টা করা হবে।
app diye akta comment korle onek gula hoye jay…etao dekhiyen
ট্রিকবিডিতে এডিটর হতে চাই এর জন্য কি করতে হবে।
কি বলে
এডমিন বরাবর একটা দরখাস্ত লিখতে হবে।
মেইলে পাঠাবেন।
😆
sir, apni amake bolsilen je TrickBD admin panel a kono lok niog daoa hoi na..but akhon boltesen ja dorlhasto dita hoba? ami kaoka oshomman kora kotha boltesi na…ami challenge kora bolte pari je TrickBD ka amar chaita basi valo kaw basa na…tai jodi TrickBD Admin panel a lok niog daoa hoi tahole sorbo prothom amake niog daoa uchit…
ami kono odhikar nia kotha bolchi na… ata amar request ..ami support team a mail korchi..jodi amake joggo mona hoi tahole amake janaben…
I’m just kidding.
আমরা Admin এবং Moderator দেরকে সম্মান করি। আর তাদের নির্দেশনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। তাই আমাদের সাথে ঠাট্টা করবেন না।
sobai akoi comment bar bar kortase naki auto hoitase dekhi to amio akta comment kori
যারা এপ ব্যবহার করছে তাদের একটি কমেন্ট রিপিট হচ্ছে। এটা এপ এ সমস্যা।
aci trickbd er sathe
vai,
amar post gula review koren na plzzzz
moderator anser me
আমার পোষ্ট পাবলিশ করা হয় না কেন?
আরো মানসম্মত পোষ্ট করতে হবে আপনাকে।
এখনো নতুন আপনি।
আগে কিছুদিন পুরাতনদের ফলো করুন।
তারপর লিখলেই ভালো হবে।
plz review my post
সুন্দর নিয়ম,
সুন্দর হোক ট্রিকবিডির আগামীর পথচলা!!
ভাই রিভিউ করেন আমার পোষ্ট প্লিজ
Thanks to trickbd
রিভিউ মাই পোষ্ট প্লিজ
Sir,
With due respect I want to inform you that the e-mail address existed to my TrickBD account is deleted for an unexpected reason. I send mail to the support team but they ask me to send them the screenshot of the deleted mail. But I be unable to send the screenshot. Now I am in a very big truble. I dont want to lose my TrickBD account. If you kindly change my mail address then it will be very helpful to me.
Sorry for writing at the comment area. Hope you will reply…
-Shaon
Trainer, Author
TrickBD- Know for sharing.
We need prove to do that.
But now I have no way to prove that. What can I do now?
কিছু প্রশ্ন ছিল।ফ্রি আছে কি?
sondor niyom. amra mene colar cesta korbo……
আছেন**
আমার পোষ্ট রিভিউ দিন………
ট্রিকবিডির সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ
আপনাদের সাইটের পোস্ট গুলি খুবোই ভালো লাগে
চালিয়ে জান Boss আমরা আছি আপনাদের সাথে!!☺☺
সাথে আছি এবং সকল রুলস মেনেই আছি। ধন্যবাদ নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য।✌✌
ad.fy ইউজ করা যাবে।। এটা খুব কমন short link 😒
ad.fy ইউজ করা যাবে? এটা খুব কমন short link 😒
না না।
👏
ভাই আমার পোস্ট টা যদি একবার দেখতেন ভালো হতো।Author না বানালেও একবার দেখুন প্লিজ।
Sent me your fb id comment
Good idea
ami post korle something rong ai lekha ta base ki kora ji plz hlp me
ami post korle something rong ai lekha ta base ki kora ji plz hlp me
ধন্যবাদ।মনে ছিলো আবারও মনে করিয়ে দেয়ার জন্য.
Nice post vai..
apnar kotha gula khub valo lagce vaiya….💚
সব সময় ট্রিকবিডির মঙ্গল কামনা করি।
always trickbd er sathe chilam & achi….love you trickbd
Nice
Thanks
সবাইকে ধন্যবাদ।
কোনো পরামর্শ অথবা ট্রিকবিডি সম্পর্কিত সমস্যা থাকলে [email protected] এ মেইল করে জানাবেন।
আমরা রিপ্লাই দেয়ার সর্বোত্তম চেষ্টা করবো।
১০ দিন হয়ে গেল কপিমুক্ত ৪ টা পোষ্ট করছি । ট্রেইনার রিকুয়েস্টও দিছি । কিছু একটা তো করেন ।
Thanks
পাশে আছি।
সাপোর্ট ইনবক্স চেক করুন প্লিজ।
👌👌
আসা করছি ট্রিকবিডি আরো এগিয়ে যাবে।
Nice Management.
কিছু জানার আছে,প্রত্যেক মাসে মাসে যদি ট্রিকবিডিতে টপ ৩ জন অথর সিলেক্ট করা হয়,তাহলে ভালো হতো,,অথবা বর্তমানে ১ম;২য়;৩য় তম ট্রেইনার কে? এইভাবে সিলেক্ট করা হলে ভালো পোস্টের প্রতিযোগিতা হয়ে যেত না,প্রত্যেক মাসে মাসে।
Appreciate …
nice vai
hmmm
অনেক অনেক শুভকামনা
অনেক ধন্যবাদ ভাইয়া..ট্রিকবিডির সাথেই আছি..
৩ মাস আগ পোস্ট করে ট্রেইনার রিকুয়েষ্ট দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনো reply পাইনি।
Pls help…….. Ami new member….. Amke contributor hote gala kindly ki ki korta hba bolla vlo hoto……… Pls help me…
সাপোর্ট টিম,
রানা ভাইয়ের
পোষ্ট এ লেখা ছিলো যে ‘” কমেন্ট ‘” সারা দিন চিল্লা লেও সারা দেওয়া হবে এবং অথর করা হবে না -!
😂😂😂😂😂😂 নিয়ম 😂😂😂😂😂😂
আপনি মানএনন না
সাপোর্ট টিম,
রানা ভাইয়ের
পোষ্ট এ লেখা ছিলো যে ‘” কমেন্ট ‘” সারা দিন চিল্লা লেও সারা দেওয়া হবে এবং অথর করা হবে না -!
😂😂😂😂😂😂 নিয়ম 😂😂😂😂😂😂
আপনি মানেন নাহ
এখনো সেই রুলেই চলছে।
ট্রেইনার রিকুয়েস্ট ছাড়া ট্রেইনার হওয়ার সুযোগ নেই।
wow
‘”” Comment ‘””
Make me Author
Caliya jan
trickbd k valo
obothay niiye jete pase thakboo
আবেদন করব কার কাছে এডমিন নাসির বা রানার কাছে আবেদন করলেই কি গ্রহন করবে। ইমেল
শুধু পোস্ট হলেই সাইট এগোয় না।
এখন এতটা লেইম পোস্ট হইতাছে
আর আপনারা তা এপ্রুভ ও করতাছেন তা দেখার পর ভালো পোস্টও অথর রা করে না
কারন তার পোস্ট টা ঐসব লেইম পোস্ট এর ভিতর চাপা পড়ে থাকবে।
আমরা মানহীন পোষ্ট এপ্রুভ করিনা।
মানহীন পোষ্ট করলে রিপোর্টের ভিত্তিতে ডিলিট করি।
রিপোর্ট না করলে কোনটা কেমন পোষ্ট বুঝার সুযোগ কমই আছে।
Trainer req disi sir dekhen ar author koren
Sent me fb account link plz
খুব ভালো উদ্যোগ।
পাশে আছি।
pli.. Author kore din
আমি ১০ দিন ধরে ট্রেইনার রিকুয়েষ্ট দিছি । প্লিজ আমার পোষ্ট গুলো রিভিউ করেন
Sent me you fb link conment plz
Social communication site hole khub valo hbe.
Ami 9 din age post korsilam kaw published korlo na 😓
Nitimala mane cola ocit🙋🙋🙋🙋🙋
Sent me your fb link plz
আমি মানসম্মত কপিমুক্ত পোস্ট করে ট্রেনার রিকুয়েস্ট দিয়েছি প্লিজ আমাকে author বানান
Sent me,you fb id link
সবাই শেখাতে এগিয়ে আসুন।
তাহলেই আপনার ফ্যানবেজ তৈরি হবে ও অনলাইনে সফল হওয়ার চান্স বাড়বে।
কথাটা অসাধারণ লেগেছে।
আসলেই তাই, অন্যর ভালো করার চেস্টা করলে নিজের ভালো এমনিতেই হয়, সাথে সবার ভালোবাসা ও সফলতা দুটোই পাওয়া যায় ☺
ধন্যবাদ ট্রিকবিডি টিমকে।
দারুন উদ্বে।
ধন্যবাদ।
পোস্টে রেটিং সিস্টেম চাই।
তাহলে বোঝা যাবে কোন পোস্ট কতটা কার্যকর।
লাইক সিস্টেম আছে।
ডিসলাইকের মত ফাংশন ও আসবে।
ওকে।
আর আমি আরেকটি আইডি খুলতে চাই। এতে কি কোনো টার্ম ভংগ হবে?
Good.
খুবই চমৎকার পোস্ট।
ভাই আপনারা কি ফেসবুকে মতো সিস্টেমে করবেন নাকি????
অনেকটা সেরকম করার প্ল্যান আছে।
ধন্যবাদ!!
R
please review my posts
OTG সাপোট ফোনে computer এর কিবোড লাগিয়ে কি বাংলা লেখা যায়? আমি বাংলা লিখতে পারছি না help me
ট্রেইনাররা বাংলা বানান নিয়ে সতর্ক থাকলে ভালো হয়, বেশিরভাগ ট্রেইনারের বাংলা বানান ভুল হয় একদমই চোখে পড়ার মত।
আমারও যে ভুল হবেনা/হয়না এমন না, তবে চোখে পড়ার মত ভুল এড়িয়েই চলি।
তবে মাঝে মাঝে কিবোর্ডের কারণে বা তাড়াতাড়ি লিখতে গিয়ে বানান ভুল হয়,
ওটা কোন সমস্যা না।
সমস্যা হলো, কোনরকম চালিয়ে নেওয়া যায় এরকম শুদ্ধ বানানও অনেকে জানেনা।
মডারেটররা যখন ট্রেইনার রিকুয়েস্ট অনুমোদন করেন, তখন অন্য কিছুর সাথে বাংলা বানানটাও যাচাই করলে ভালো হয়।
আমরা সবদিক বিবেচনা করেই ট্রেইনার করি।
কিন্তু অনেকেই আইডি কিনে সুবিধা নিতে চান।
এক্ষেত্রে রিভিউ করার সুযোগ হয়না।
tnx
tnx
tnx
tnx
👉Thanks for On Registration 😍
শ্যাউয়া ৷
ছিঃ কি অশ্লিল ৷
ট্রিকবিডি আরো এগিয়ে যাবে
wish all the best😍😍
অবশেষে ট্রিকবিডিতে আইডি খুলতে পারলাম। ধন্যবাদ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার জন্য।
love u😍😍
ধন্যবাদ ভাই সব কিছু মেনে চলবো।
Author Request পাঠাইছি কিন্তু এখনো কোনো Reply পাইনি!!!!
অনেকে বাজে কমেন্ট করে, ভাল হলে ও উল্টা পাল্টা কমেন্ট করে, তাদের কিছু করা যায় না?
দেখার সাথেসাথেই ব্যান।
তাদের বিরুদ্ধে যেন রিপোর্ট করা যায় এই ব্যবস্থা করেন। (Except Email)
https://trickbd.com/report
Try this out.
অনেক সুন্দর একটি,নির্দেশনা।আমি যথাসম্ভব মেনে চলবে,যদিও আমি আর্থোর না।আর..ট্রিক বিডি সাথে আছি,ছিলাম, থাকবো।”ভালবাসা অবিরাম”।
আমাকে ট্রেইনার করতেছে না কেন???
ভাই,,অনেক কষ্ট করে পোস্ট করছি but পোস্ট তু published হয় না…. plz একটু review তু করুন।।।
4 দিন হলো 8 টি পোস্ট করেছি
এডমিনগন আমার পোস্ট গুলো রিভিউ করেন
এডমিনগন আমার পোস্ট গুলো রিভিউ করেন
এডমিনগন আমার পোস্ট গুলো রিভিউ করেন
এডমিনগন আমার পোস্ট গুলো রিভিউ করেন
vai post gula review koren…and va author hota cay
***ভাইয়া প্লিজ আপনারা এডমিন গন আমার পোষ্ট রিভিও করেন। আমি তিনটি পোষ্ট করেছি কপিমুক্ত এবং সম্পূর্ন পোষ্টের নীতিমালা অনুযায়ী। প্লিজ ভাইয়া আমার ট্রেইনার রিকুয়েস্ট গ্রহন করে আমার পোষ্ট তিনটি পাবলিষ্ট করার ব্যাবস্হা করেন। আমি এখানে জানতে এবং জানাতে এসেছি। পরোপকারই পরম ধর্ম।
জ্বী, সাপোর্ট ভাইয়া নিয়মগুলো মেনেই ট্রিকবিডিতে আছি।
আর যে রিপোর্ট গুলো করা হয় ঐ রিপোর্ট গুলোর আশাতীত একশন না নিলে রিপোর্টকারীর রিপোর্ট করার আগ্রহ হারিয়ে যায়। তাই যথাযথ ফিডবেক/একশন নিবেন।
ট্রিকবিডি কে ভালবাসি,
আর ভালবেসে যাবো।
Plz review my post as soon as possibl.. …
Welcome and so nice of you!!
আমি ১২ টা কপি ছাড়া মানসম্মত পোস্ট করলাম এখন ও একটাও পাবলিক হলো না কেন??😭
ট্রিক বিডির সাপোর্ট টিম এবং মডারেটর আমাদের সাথে নাই।😭😭
মেইল করলে মেইলের রিপ্লে দেয় না।
আর কমেন্ট করলেও রিপ্লে দেয় না।
এখন কোথায় যাব?😭😭😭
☺☺☺
ভালো উদ্দোগ.?? ট্রিকবিডির সাথেই আছি
good
আমি ট্রিকবিডিকে ২০১৪ সাল থেকে চিনি এবং নিয়মিত ভিজিট করি কিন্তু ট্রিকবিডি আর আগের মত নাই। সবাই অ্যাডযুক্ত লিংক শেয়ার করে এতে অনেক বিরক্তিকর লাগে। কন্ট্রিবারদের তেমন গুরুত্ব দেওয়া হয় না।আর ট্রেনার রিকুয়েস্ট ও অ্যাপসেট হয় করা হয় না আমি ৪ মাস হল ৩ তিনটা পোস্ট করছি পাবলিশ হয় না। এতে করে কন্ট্রিবারদের উৎসাহ হারিয়ে যায়।
Thanks Trickbd
রিভিউ করা হলো।
আমাকে Author বানান ভাই । আমি মানসম্মত পোস্ট করতে চাই ।
আমি ট্রিকবিডি সাথে আছি 2009-2010 থেকে ট্রিকবিডি কে অনেক ধন্যবাদ অনেক কিছু শিখেছি ট্রিকবিডি থেকে যার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না ধন্যবাদ আবারও।
ট্রিকবিডি ২০০৯-১০ এ ছিলই না।
যাই হোক প্রথম থেকেই ছিলাম যখন ওয়েবকা তে ছিল তখন জাভা ফোন দিয়েই ইউজ করেছিলাম।ল
আমি ট্রিকবিডি সাথে আছি 2009-2010 থেকে ট্রিকবিডি কে অনেক ধন্যবাদ অনেক কিছু শিখেছি ট্রিকবিডি থেকে যার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না ধন্যবাদ আবারও।
আমি কমেন্ট করলে 1 কমেন্ট 2 বার উঠে কেন এটা যদি সমাধান করতেন উপকৃত হতাম আর কমেন্ট করলে ওয়েটিং লেখা আসে কেন আগেই তা আসতো না দয়া করে সমাধান করে দিবেন আশা করি।
এপ থেকে করলে হয়।
পরবর্তী আপডেটে ফিক্স করা হবে।😍
অথর থেকে কন্টিবিউটর বানাইছেন কেন। একদম আইডিটা নষ্ট করলে ভাল হত।
আমি কমেন্ট করলে 1 কমেন্ট 2 বার উঠে কেন এটা যদি সমাধান করতেন উপকৃত হতাম আর কমেন্ট করলে ওয়েটিং লেখা আসে কেন আগেই তা আসতো না দয়া করে সমাধান করে দিবেন আশা করি।
আমি কমেন্ট করলে একবারই শুধু হচ্ছে!! এই প্রোবলেমটা কেউ সলভড করে দিতে পারবেন?? সবার দেখি এক কমেন্ট ১০ বার হয়,আমার শুধু একবারই হচ্ছে,না কি আডমিনকে মেইল করবো? কেউ সাজেশন দিন
Tnx vai
Tnx vai
Tnx vai
ট্রিকবিডি পাশে আছি পাশে থাকব…….. ধন্যবাদ….
আমার পোষ্ট গুলো এপ্রুভ করেন প্লিজ
ভালো লাগলো পোস্ট টা।আশা করছি সবাই নীতিমালা অনুসরন করবে।
আমার পোস্ট পাবলিশ হয় না কেন????
আমার দোষ কি বলেন???
আপনি এখনো কন্ট্রিবিউটর। তাই পোস্ট পাবলিশ হয় না।
pls. amar post gula revew koren…
stay all time “trickbd”
Ami trainer request on nek din ake disi kin to admin dakhei ni are Ami 4 ta valo post Kore si kinto admin review Des sena ki kor bo
auther na korlan but post gula to review korta paran hmmm
5-6 year dorai boltasen ga somoy nai tai
kintu agula genaow all time trickbd ar sathaai thaki
tai aktai request amr post ta publish Koran
কপি ছাড়া পোষ্ট করুন।
অবশ্যই এপ্রুভ করা হবে।
moderator vai ata kmn kotha bollan vai hmmm
agula to sob gugti Sara kotha bolan hmm
Ami post ta korsi sobai ka shekhanor jonno
ar ata jodi karo upokar hoi tar jonno to Ami post korsi
ar apnara ja porimana taka Dan sagula deya ki Ami doni hoita parbo nki
ar ak tha kotha Ami kintu Takar jonno post
kori nai sudu manusar help korar jonno post ta korsi
tai vai amr akta kotha amr post gula published Koran atai Ami khusi
কপি মুক্ত পোষ্ট করলে অভশ্যই এপ্রুভ হবে।
above hoba bolan kano moderator vai post ta publish korlai to hoi
post ta korsi koto din hoilo but akhono akta post publish hoilo na
tai onak onak request kortase moderator vai post publish Koran OK thanks all time stay trickbd
পোষ্ট করার আগে রুলস পড়ে নিন।
ভাই ১১টা পোস্ট করছি।তাও পাবলিশ হচ্ছে না।😭😭😭
আর থাকব না TrickBd এর সাথে।ফাউল সব।কয়জে মানসম্মত পোস্ট করতে।আমার থেকে ভালো গত ১মাসেও দেখি নাই এখানে।😒😒😒🙊🙊
ভাই ট্রেইনার হয়েও সব চাইতে দু:খ লাগে যে,পোষ্টে কমেন্ট করলে কমেন্ট ওয়েটিং এ থাকে।এর চাইতে বড় দু:খ আর নাই।যদি ট্রেইনার না হতাম তবুও ভালো লাগতো।
আজ ৩০-০৯-২০১৮ তারিখে কমেন্ট করলাম।
সমস্যাটির সাময়িক সমাধান হলো TrickBD App.
Trickbd.com/app টি ডাউনলোড করে কমেন্ট করে চেক করে দেখুন।
পার্মানেন্ট সল্যুশনের জন্য কাজ করা হচ্ছে।
যে ওয়েটিং ছাড়বে আল্লাই ভালো যানে।যে কারনে আর পোষ্টই দিতে মন চায়না।
একবার পোষ্টে এই কথা লেখা মাত্র পোষ্টই ডিলেট করে দিলো।
অনেক বার মেইল করেও এই সমস্যা সমাধান হলনা।
একটু দেখেন বিষয় টা। খুবই মন খারাপ হয়।এই ব্যাপারে
vai amar post pablish hoi na kano
please pablish koren
4 year… dhore trickbd ar sathe asi ar besi ar kisu bolte chaina…
3 post but not published ……why???
Amra contributor ra ki dos korlam? Sob sobidha kno Author ra payyyy???
যারা শেখাবে,তারা তো একটু আধটু সুবিধে পাবেই।
কষ্ট করছে না?
মানসম্মত পোষ্ট করলেই পাবলিশ হবে।
৩ টা পোস্ট করছি একটাও পাবকিল হয় নাই🤔🤔!
মানসম্মত পোষ্ট করুন।
আর্নিং এর জন্য ছাড়া।
আমার পোস্ট গুলা দেখে বলেন তো কথায় ভুল আছে?
আগের রিপ্লাই দেখুন।
আমার নিউ পোস্ট টা কি মানসন্মত হয় নাই।। ভাল কএ দেখেন তো। আমি যে পোস্ট টা করছি সেই পিস্ত টা তো trickbd তে নাই। আর আগে আগের দুই টাতে সমস্যা আছে, সেই টা আমিও মানি। আমার নতুন পোস্ট টা দেখেন
ট্রিকবিডি এর সাথে ছিলাম আছি থাকব(যতদিন বেচে আছি) ইনশাআল্লাহ। আর মোডারেটর ব্র,একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আশাকরি জানাবেন,মনেকরেন এমন কোন এপ্প যদি পাই যেটা ১০০% পেমেন্ট দেয়,কিন্তু এপ্প টা প্লেস্টোরে নাই,এপ্পটা তাদের নিজস্ব সাইটে আছে,তাহইলে কি এই এপ নিয়া পোস্ট করা যাবে??
আর এপটা শিগ্রই প্লেস্টোরে আসবে এমন সম্ববনা থাকলে।
নাহ।
অবশ্যই প্লে স্টোরে থাকতে হবে এবং ক্রিয়েটিভ এপ হতে হবে।
ক্লিক টু আর্ন টাইপের এপ শেয়ার করলে বিনা নোটিশে ব্যান করা হবে।
যাস্ট এতটুকুই।
আর বাকিটুকু পোষ্ট এ।
মানে এই টাইপের এপ কোন ভাবেই করা যাবে না??যদি এই অ্যাপ এর এডমিন আমি হই এবং অ্যাপ টা যদি প্লুটো অ্যাপ এর মত হয় তাহইলে কি করা যাবে??প্লুটো এপ্প নিয়া এখানে পোস্ট হইছিল।
আর না হইলে কিছু করার নাই,ধন্যবাদ। আর যদি করা যায় তাহইলে বইলেন প্লিজ।
এপ্প এ সো টু আরন,ডাউনলোড টু আরন এন্ড অফার ওয়াল ৩ টা আরনিং সিস্টেম থাকবে।
Quiz Pooka এর মত হলে করতে পারেন।
সমস্যা নেই।
UI সুন্দর এবং শিক্ষনীয়।
quiz pooka app somporrke ami jani na,and ami j app tar kotha bolchi setar sathe 5 ta sikkonio app thakbe and app gula open korlei earning hobe.so amar monehoy quiz poka er caite valo hobe and ui kkhiv e smooth and high qualiti hobe..
Trickbd Support,দয়া করে অামার পোস্টগুলো রিভিউ করুন
Trickbd Support,
দয়া করে অামার পোস্টগুলো রিভিউ করুন,
Support Team,
File upload er jonno kon kon site use kora jabe? Up-4ever use kora jabe?karon 90% site e file remove korar date thake ar oigulate size er o limit thake..speed to kom oi..to ekhetre Up-4Ever use korte parbo ki?eta theke sobai download korte parbe better speed e..
দুঃখিত।
এই সাইট থেকে সবাই ডাউনলোড করতে পারবেনা।
এড ব্লকার ইউজ করলে ডাউনলোড করতে দিবেনা এবংং কাউন্ট ডাউন আছে।
ফলে সব ফোন/ব্রাউজার উপযোগী নয়।
গুগল ড্রাইভ ইউজ করুন।
Google Drive E Direct Online er kono site theke upload korte deyna..first e download korte hoy then upload..oigula to direct upload kora jay..ar drive e size er limit ase..max storage 15 maybe..ar oigulateto nai..
You Can use puffin to upload or any multiple upload server.
Just Google it know much better.
Up-4Ever e ami joto mobile e deksi download korte parsi..emonki Nokia E71 er uc thekeo..ar internet browser to sob android ei thake..ar last point up-4ever common system e download..tai ete karo kosto hbe na..hole ami post e lekhe dibo kivabe download korte hoy
opera mini betito sob browser ei count down support kore..ar latest ver er opera mini te o to support kore..
কোনো পোস্ট করার আগে কিভাবে বোঝব ঐ পোস্টটি আগে করা হয়েছে কিনা?
সার্চ করে নিবেন শুধু।
Trickbd love you….
ummmmmmmmah
please আমার post টি review করুন
আমাকে অথর থেকে কন্ট্রিবিটর করুন আমার ট্রেইনার দরকার নেই বাতিল করে দেন
আমাকে অথর থেকে কন্ট্রিবিটর করুন আমার ট্রেইনার দরকার নাই । শুধু কমেন্ট করার জন্য একটা কন্ট্রিবিটর আইডি থালেও চলবে
আমার ট্রেইনার চিরদিনের জন্য ব্যান করে দেন
আমার ট্রেইনার চিরদিনের জন্য বাতিল করে দেন
আমি মজা করছি না সত্যি সত্যিই আমার ট্রেইনার চিরদিনের জন্য বাতিল করে দেন
Already Done.
Because of your Work.
ভাই এতো করে বলার পরও করলেন,একটা ভুলের কারণে 😞😞 ভাই কতো করে বললাম😞 এতোদিন ট্রিকবিডির সাথে ছিলাম এটাই তার প্রতিদান? বললাম যে ভুল হয়ে গেছে মাফ করে দিন। আর করবো না এমন..
আমার ইমেইল হ্যাক হইছে,আন্ড হঠাত এইভাবে স্পাম শুরু হইছে, আমার এতোদিনে কষ্ট এইভাবে একদিনে!! নষ্ট করলেন!!! আমি আপনাদের ইমেইলও করেছি। এছাড়া পোস্ট ডিলিট করার জন্য বলেছি আর আমি ইমেইল চেঞ্চ করার জন্য আপ্লাই করবো কোথাই ভাবছিলাম!! আর আপনি আমাই কন্টিবিউটর বানিয়ে দিলেন!!
ভাই আমার অথর ফেরত দিন আমি পোস্ট করবো😞
আমার ট্রেইনার বাতিল করেন
দয়া করে আমাকে আর নোটিশ দিবেন না ।সরাসরি কোন কারন ছাড়াই ট্রেইনার বতিল করে দিবেন
আমার ট্রেইনার বাতিল করেন । এডমিন কোনো রিপ্লে দিবেনা ঠিক আছে । আমাকে অথর থেকে কন্টিবিটর করে দিন
আমার টেইনার বাতিল করেন
vai amr post aprovet hoi na kn
আপনি এখনও ট্রেইনার হতে পারেন নি। তাই আপনার পোষ্ট পাবলিসড হয় না।
Good advice
কেউ দেখার লোক নাই।
বর্তমানে ট্রিকবিডি তে অযোগ্য টিউনার ভরে গেছে সবাই তার সার্থের জন্য পোষ্ট করে।এই যে টিউনার টা সে রেফারেল বাড়ানোর জন্য পেমেন্ট প্রুফ ছাড়াই পোষ্ট করছে সব রেফারের জন্য।অথচো পেমেন্ট প্রুফ ছাড়া পোষ্ট করা নিষেধ তারপর এরা পোষ্ট করে ই যাচ্ছে।
এই আমি ও করতে পারতাম পোষ্ট করিনি কারণ এখন ও পেমেন্ট পাই নাই তাই।আশা করি এ বিষয়ে ক্ষতিয়ে দেখবেন কাকে টিউনার করতে হবে এবং কাকে টিউনার করতে হবে না।এটা আপনার ইচ্ছে।
post abossoy mansammoto hote hobe
post publish hocce na kno ….
publish hote deri hoy kno ato
আপনি ট্রেইনার পদ পেলে তাৎক্ষনাত আপনার পোষ্ট পাবলিসড হবে। ট্রেইনার হবার আকাঙ্কা নিয়ে লিখতে থাকুন। হয়ে যাবেন।
ধন্যবাদ
আমি ট্রিকবিডির একজন নিয়মিত সদস্য
আমি trickbd তে post করেছি। মাত্র একটা post publish হয়েছে। view হয়েছে ২,৪৪৫+।আবার post করেছি।
কিন্তু post review করা হচ্ছে না কেনো?
আমার মতে এটি কোনো কপি পেস্ট করা post নয়। আমি মনে করি এটি একটি মান সম্মত post.
অতএব tricbd টিম এর কাছে আমার আবেদন আমার post টি review করে publish করা হক।
সবাইকে ধন্যবাদ জানাই, যার কারনে ট্রিকবিডি এত বড় মেম্বার এর মাইলফলক পৌছাতে পেরেছে। আসলে অনেক ট্রেইনার রিকুয়েস্ট এবং পোষ্ট পড়ে আছে। একসাথে সব দেখা সম্ভব হয় না। ধৈর্য ধরে অপেক্ষা করাটাই শ্রেয়। এরকম ক্রিয়েটিভ দুটি পোষ্ট করুন। ট্রেইনার পদ দেওয়া হবে। ধন্যবাদ।
আমি ট্রিকবিডির একজন নিয়মিত ভিজিটর। আমি ২টি পস্ট করেছি সেখানে views 2k+ 2k+ এরপ বেশি হয়েছে।
আমি কপি পেস্ট থেকে বিরত থাকি।
আমার মনে হয় আনাকে author করলে আমি মান সম্মত post করে সবাইকে জানানোর চেস্টা করতে পারব ইংশাহাল্লাহ।
অতএব বিবেচনা করে আমাকে author পদ দিয়ে ভালো ভালো মান সম্মত পস্ট করার সুজগ করে দিবেন।
Hmm
sir ami ekhono obdi 7 ta post korchi ‘ kintu ekhono amar post gulo published kora hoyni.amar onurodh j akbar dekhen amar post gula.
মানসম্মত পোষ্ট করুন এমনিতেই পোষ্ট পাবলিস হবে।
teinar hote ki korte hoi bro
মানুষকে শেখানোর উদ্দেশ্যে ক্রিয়েটিভ কিছু লিখতে থাকুন। ক্রিয়েটিভ তিনটি পোষ্ট করার পরে ট্রেইনার রিকুয়েস্ট করুন।
ইয়েস
ধন্যবাদ
Hpls pls pls Vai Amar post gulo review korun 😭😭😭
Naim sdq ekbar amar post gulo dekhe bolte parben j amar post gula te ki vul ache jar jonno published kora hocche na?
যেহেতু আপনার পোষ্ট পাবলিসড হয় নি তাই এটির ভাল মন্দ অধিকার আমি রাখি না। আরও ভাল লিখতে থাকুন। আপনি চাইলে আপনার পোষ্ট ইনবক্স করতে পারেন।
I want to be author
Try to your best.
আমার পোস্টগুলো রিভিউ করলে ভালো হতো।
কিছুক্ষণ আগেই রিভিউ করে নোটিফিকেশন দেয়া হয়েছে।
ধন্যবাদ।তবে ট্রেইনার রিকুয়েস্ট -টা নেওয়া হলো না কেনো….??
আরো মানসম্মত হতে হবে।
যেটি তুলনামূলকভাবে ভালো হয়েছে সেটি পাবলিশ করা হয়েছে।
আমার পোষ্টটি রিভিউ করা হলে ভালো হতো।
বুঝতে পেরেছি।ধন্যবাদ।আমি চেস্টা করবো আরো ৩ টি না যতগুলিই পোস্টকরি সবগুলিই মানসম্মত করার।
😍
https/trickbd.com/author/walid-bin-sayeed-hemu
এডমিন ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে পোস্ট গুলো একটু রিভিউ করেন।
☺☺….
Trainer request disi sir
👍
প্লিজ ট্রেইনার করেন ।
শেখানোর উদ্দেশ্যে মানসম্মত পোষ্ট করুন।
প্লিজ ভাইয়া amake author korun.
শেখানোর উদ্দেশ্যে মানসম্মত পোষ্ট করুন।
ভিডিও টিউটোরিয়াল আপ্লোড দেয়ার সিস্টেমটা চালু করলে অনেক ভালো হতো।
ভিডিও টিউটোরিয়াল আপলোড এর সিস্টেম আছে। সম্পূর্ণ পোষ্ট করার পর আপনি (Optional) ভাবে এমবেটেড ইউটিউব লিংক দিতে পারেন। ধন্যবাদ।
Yeah
আমার post টি review করে ভালো লাগলে post টি দ্রুত publish করুন। আমি মনে করি post টি সবার জন্ন খুবই উপকারে আসবে।
ধন্যবাদ
হুম আপনাকে ট্রেইনার করা হয়েছে।
ভাই,অামার পোস্ট কি একটিও পাবলিশ হবেনা😱😟
Hmm. Trickbd App A Prm Akta Coment Korle Ta Onek Bar Hoye Jai.?
Working on it.
Hello friend
Hello friend
Hello friend
Hello friend
Hello friend
মডারেটর স্যার,
এড যুক্ত ডাউনলোড লিঙ্ক দেয়ার বিষয়টা একটু পরিষ্কার করে বলুন। আপনি বলেছেন, “পারত পক্ষে” । আসলে এটি কি দেয়া যাবে কিনা?
☺
Good
good
আমার অথর পদ কেন বাতিল করেছেন আমি তো সব নীতীমালা মেনেই পোসট করেছি
আর্নিং পোষ্টের নীতিমালা মানেননি।
একই বিষয়ের আনিং পোসট দুইবার করা যাবে না আমি এটা বুঝতেপারিনী। আমাকে এবারের মত মাফ করে দিন। আমি আমার শেষ পোসটা অনেক কষট করে লিখিছিলাম যাইহোক আমার এটা অনেক বড় ভুল হয়েছে আমাকে এবারের মত ট্রেইনার পদ দিন যদি আবার এরকম ভুল করি তাহলে ব্যান করে দিয়েন।
[TrickBD Support] আমি প্রায় ৬ মাস আগে ট্রেইনার রিকুয়েস্ট দিছি এখনো কোনো রিসপন্স নাই,,Plzz Review my posts
trickbd browse korle ato slow te ase kano….
পোষ্ট করছি পাবলিশ হয় না কেন?
trickbd কে আমার একটা প্রশ্ন??
আমার একাউন্টে যে পয়েন্ট যোগ হচ্ছে তা দিয়ে কি হয়?
প্লিজ উওর দিবেন,,,,,,।
Badge দেয়ার পরিকল্পনা রয়েছে।
হয়তো কিছু পাওয়ার ও দেয়া হতে পারে।
কিন্তু সময় লাগছে সবকিছু কমপ্লিট করতে।
এখন কি ট্রেইনার পদ দিবেন না পুনরায় ট্রেইনার হওয়ার জন্য কয়টা পোসট করতে হবে কোথায় আবেদন করব।
Hello support ভাই আমার এক Friend এর
ট্রেনার পদ বাতিল করা হয়েছে। যে support এর কাছে email করেছিল, support থাকে শেষ বাবের মত তার ট্রেনার পদ ফিরিয়ে দিতে চেয়েছে। কিন্তু ৩ দিন হল এখন দিয়নাই।
id link: trickbd.com/author/uzzalmahamud64
username: Uzzalmahamud64
User ID: 84874
একই বিষয়ের আনিং পোসট দুইবার করা যাবে না আমি এটা বুঝতেপারিনী। আমাকে এবারের মত মাফ করে দিন। আমি আমার শেষ পোসটা অনেক কষট করে লিখিছিলাম যাইহোক আমার এটা অনেক বড় ভুল হয়েছে আমাকে এবারের মত ট্রেইনার পদ দিন যদি আবার এরকম ভুল করি তাহলে ব্যান করে দিয়েন।
আমি অনেক দিন আগে কিছু পোস্ট করেছি। অথর না হওয়ায় পাবলিশ হয় নি, রিভিউ এর জন্য রয়েছে। কয়েকমাস হয়ে গেলো অথচ রিভিউ করলেন না। ভাই, পাবলিশ করার মতো না হলে সেটা বলবেন তো? কোথায় সমস্যা জানাবেন তো? শুধু শুধু ঝুলিয়ে রেখেছেন কেনো?
আমার পোষ্ট published করে দেন plz???
আরো ভাল করতে হবে।
author হতেচাই
দয়া করে অামার পোস্টগুলো রিভিউ করুন,
https/trickbd.com/author/walid-bin-sayeed-hemu
এডমিন ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে পোস্ট গুলো একটু রিভিউ করেন।
great notice
আমি মেনে নিলাম রুলস গুলো
এখন ফেক প্রোষ্ট দেখলেই সাথে সাথে রিপোট দিবো
আর আমাদের ট্রিকবিডিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব
আর সবসময় ট্রিকবিডির সাথে আছি
আর ভবিষ্যতে ও থাকব ইনশ্লাল্লাহ
আর আমি নিয়মিত ভিজিটর কিন্তু সো সবসময় পাশে আছি মডারেটর ভাইয়া
আই লাভ ইউ মডারেটর ভাই
আপনার চরিত্র আমার ভালো লাগে তার জন্য ধন্যবাদ…
আমার পোস্ট গুলো একটু দেইখেন
amr last post dslr ota akto published koren??
আমার ৩টা পোস্ট পাবলিশ হয়েছে ৩-৪ পোস্ট এখনো পিন্ডিং আমাকে টিউনার করুন প্লিজ
ভাই আমাকে অথর বানান ।
আমি ৩টা মানসম্মত পোস্ট করেছি
আমি পুরাতনদেরা ফলো করেই পোস্ট করেছি । অথর বানান ট্রেইনার রিকুয়েস্ট দিছি
please make me author
author হতেচাই
Parses package error thik krbo kivhabe?
vai amr id ta thik kore dan #admin
Subscriber korun ake plz
Subscriber korun amake plz
Trickbd support team আমার আজকের পোসট কেন ডিলিট করলেন আমি তো নিয়ম মেনে করলাম এরপর যদি ডিলিট করেন তাহলে আর কিভাবে পোসট করব এত কষট করে পোসট করলাম।
ar ta ethereum token ata alredy exchange listed ache ami to kal ke exchange kive kore taka nite hobe ta nie post korbo
এই পোসটা করতে আমি প্রায় ৫ ঘনটা সময় দিয়েছে।
যদি পেমেনট প্রুফের সমস্যা হয় তাহলে আমি এখনেই exchange নিয়ে পোসট লিখা শুরু করে দিব। তারপর আপনি বলবেন।
নীতিমালাসমূহ ভালোভাবে পড়ার অনুরোধ রইলো।
আমার আজকের পোসটে কি ভুল হয়েছে যার জন্য পোসট ডিলিট করেছেন।
Trickbd Support,
অামি নতুন একটি পোস্ট করেছি সব নীতিমালা মেনে,,,পোস্টটি দয়া করে পাবলিশ করুন।
Trickbd তে ক্যাটাগরির মধ্যে যদি
ছবি আকার/Arts/drawing এর কোনো আপশন থাকত!!
তাহলে ছবি আকার ট্রিক্স ও দিতে পারতাম
Trickbd তে ক্যাটাগরির মধ্যে যদি
ছবি আকার/Arts/drawing এর কোনো আপশন থাকত!!
তাহলে ছবি আকার ট্রিক্স ও দিতে পারতাম
,!!!
ভাই,আসি নিয়ম মেনে ৩ টা পোস্ট করে রিকুয়েস্ট দিছি। কিন্তু, আমার ১ টা পোস্প অ্যাপ্রূভ হয়ছে,,তবুও Author করা হলোনা কেন?
আমাকে অথর বানান প্লিজ।
আমার ২ টি পোস্ট এপ্রুভ হয়েছে।
কিন্তু আমাকে ট্রেইনার বানানো হয় নি।
এখন আমি আরো ২ টি মানস্মত পোস্ট করেছি।
আমার পোস্ট গুলা রিভিউ করে দেখবেন প্লিজ।
[TrickBD Support] আমি প্রায় ৬ মাস আগে ট্রেইনার রিকুয়েস্ট দিছি এখনো কোনো রিসপন্স নাই,,Plzz Review my posts
apnar personal facebook id ar link ta den nito email address den kota ache
ভাই আমি পোষ্ট করতে চাই। কিন্তু পারি না কেন।
পোষ্ট করতে হলে কি করতে হবে।
একই বিষয়ে আনিং পোস্ট দুইবার করা যাবে না, আমি এটা বুঝতে পারিনি। আমাকে এবারের মত মাফ করে দিন। আমি আমার শেষ পোস্ট অনেক কষ্ট করে লিখিছিলাম যাই হোক আমার এটা অনেক বড় ভুল হয়েছে আমাকে এবারের মত ট্রেইনার পদ দিন যদি আবার এরকম ভুল করি তাহলে ব্যান করে দিয়েন।।আমার পোষ্ট published করে দেন plz??
ভাই আমি ট্রিকবিডিতে পোষ্ট করলে ডাউনলোডের লিংক ট কিভাবে দিব
Nice
😀
admin amake author বানান
আমি এই প্রথম ট্রিকবিডিতে জয়েন করলাম,
ইনশাআল্লাহ যতেষ্ট চেষ্টক করবো নিজের বেসিক জ্ঞান থেকে
মানুষের উপকার করার জন্য।
Thanks Jim Carey
আমি ট্রেইনার রিকুয়েস্ট দিসি কিন্তু গত ১ মাস যাবত আমার পোস্ট রিভিউ করা হয় নাই।
প্লীজ আমার পোস্ট রিভিউ করে আমাকে জানিয়ে দিন যে আমার পোস্ট মানসম্মত হয়েছে কিনা।
মানসম্মত পোস্ট না হলে আমি মানসম্মত পোস্ট করার চেষ্টা করব।
আমার পোস্ট পাবলিশ করেন প্লিয!
আর অথর বানিয়ে ধন্য করুন।
আমি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছি।কিন্তু সেটা এখনও পাবলিশ হয় নাই।আমার মনে হয় এটা ট্রিকবিডি ইউজারদের অনেক হেল্পফুল হবে। যদি পাবলিশ করতেন।
আমি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছি।কিন্তু সেটা এখনও পাবলিশ হয় নাই।আমার মনে হয় এটা ট্রিকবিডি ইউজারদের অনেক হেল্পফুল হবে। যদি পাবলিশ করতেন।
আমি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছি।কিন্তু সেটা এখনও পাবলিশ হয় নাই।আমার মনে হয় এটা ট্রিকবিডি ইউজারদের অনেক হেল্পফুল হবে। যদি পাবলিশ করতেন।
আমি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছি।কিন্তু সেটা এখনও পাবলিশ হয় নাই।আমার মনে হয় এটা ট্রিকবিডি ইউজারদের অনেক হেল্পফুল হবে। যদি পাবলিশ করতেন।
আমি তিনটা পোষ্ট করেছি।
একটু দেখলে ভালো হতো,,যে
আমাকে Author বানানো যায় কি না….
অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ ভাই আপনাকে
রানা ভাই, আমি তিনটি মানসম্মত
পোস্ট করেছি এবং সেগুলো
পেন্ডিং এ আছে। ট্রেইনার
রিকুয়েস্টও দিয়েছি। প্লিজ ভাই,
আমার পোস্ট গুলা রিভিউ করেন
এবং আমাকে ট্রেইনার বানান।
ভাই আমাকে author বানান
I want to be a trainer
ভাই পোশ্ট টা খুব ভালো লাগলো। কিন্তু দু:খের কথা একটা আজ থেকে ৭ মাস আগে ৪ টা পোশ্ট করছিলাম। তা আজো রিভিও বা পাবলিশ হয় নি।যদি বা পোশ্ট করার অনেক আগ্রহ ছিন এখন তা আর নেই।যদি পারেন পোশ্ট গুলো রিভিও করার চেষ্টা করেন।
(ধন্যবাদ)
আমি ছয়টা গুরুত্বপূর্ণ পোস্ট করেছি।কিন্তু সেটা এখনও পাবলিশ হয় নাই।আমার মনে হয় এটা ট্রিকবিডি ইউজারদের অনেক হেল্পফুল হবে। যদি পাবলিশ কর
তেন।
আমার পোস্ট গুলা দেখন ভাই ভাল লাগবে,,
আমি ছয়টা গুরুত্বপূর্ণ পোস্ট করেছি।কিন্তু সেটা এখনও পাবলিশ হয় নাই।আমার মনে হয় যে এটা ট্রিকবিডি ইউজারদের অনেক হেল্পফুল হবে। যদি পাবলিশ করতেন।
আমার পোস্ট গুলা দেখন ভাই ভাল লাগবে,,
ভাই ৬টা পোস্ট করছি,,,,আমরা কি কোন দিন ট্রেইনার হওয়ার সুযোগ পাব না,,,মনে হয় ট্রেইনার হওয়ার আশা পুরন হবে না,,,আমাকে একটা সুযোগ দেন ভাইয়া
I love you trickbd
help me….please review my post
সাপের্ট টিম নাকি আমাদের সাথেই আছে ,,,
কই সাপোর্ট টিম,,,ট্রিকবিডি কে এত ভালবাসি,, ,,তবুও আমার পাশে ট্রিকবিডি আসিতেছেন না কোন,,,
love you trickbd
সাপোট টিম ভাইয়েরা সাহায্য করুন????
আমি মানুষ কে শিখাতে পছন্দ করি, ,,,
প্লিজ আমাকে মানুষ এর সাহায্য করার সুযোগ করে দিন
সাপোর্ট টিম ভাইয়েরা হেল্প করন, , আমাকে ১টা সুযোগ দিন আর দেখুন ভাইয়ারা
ভাইয়ারা কই আপনারা
আমার পোস্ট এর যথেষ্ট মান থাকা শর্তেও এডমিন কেন জানি approve করে না । প্লিজ
ভাই পোস্ট গুলো approve করেন
দুই দিন আগে চেনা রিকোয়েস্ট পাঠিয়েছি এখনো কোন রিপ্লাই পাইনি প্লিজ এডমিন আমার পোস্টগুলো রিভিউ করুন
ভাই নতুনদের পোষ্ট এপ্রোভ করেন কারন তাদের পোষ্ট যদি এপ্রোভ না করেন তাহলে নতুনদের মনোবল নষ্ট হয়ে যাবে।
ভাইয়া আমি 5 টা পোস্ট করেছি।
যে গুলো খুবই প্রয়োজনীয়। কিন্তু
আমার পোস্ট গুলো পাবলিক করা হচ্ছে না।
প্লিজ যদি একটু দেখতেন।
ভাইয়া আমি 5 টা পোস্ট করেছি।
যে গুলো খুবই প্রয়োজনীয়। কিন্তু
আমার পোস্ট গুলো পাবলিক করা হচ্ছে না।
প্লিজ যদি একটু দেখতেন।
তা না হল সুধু পোস্টগুলো পড়ে থাকবে….
ট্রিক বিডিতে পোস্ট করে কি লাভ,,যদি সেই পোস্টগুলো পাবলিক করা না হয়।
hi
20টা পোস্ট করে কি হলো আমার??আমার পোস্টগুলো একটু দেখুন।
সাপোর্ট টিম ভাইয়েরা হেল্প করন, , আমাকে ১টা সুযোগ দিন আর দেখুন ভাইয়ারা।
Author koran amka plz vaiya
Nice
Good
আমার পোস্টগুলো একটু দোখুন প্লিজ
good
স্যার, পোস্ট তো সুন্দর করে করছি সঠিক এবং নিজের লেখা কিন্তু পাবলিস হচ্ছে না কেন, স্যার একটু দেখুন।
স্যার, পোস্ট তো সুন্দর করে করছি সঠিক এবং নিজের লেখা কিন্তু পাবলিস হচ্ছে না কেন, স্যার একটু দেখুন।
স্যার, পোস্ট তো সুন্দর করে করছি সঠিক এবং নিজের লেখা কিন্তু পাবলিস হচ্ছে না কেন, স্যার একটু দেখুন।
স্যার, পোস্ট তো সুন্দর করে করছি সঠিক এবং নিজের লেখা কিন্তু পাবলিস হচ্ছে না কেন, স্যার একটু দেখুন।
Hello ট্রিকবিডি টিম আমি SHEHAN AHMED । আমি সারারনত WordPress Development and SEO নিয়ে কাজ করে থাকি । আমি আপনাদের ওয়েবসাইটে SEO নিয়ে একটি টিউটোরিয়াল লিখেছি । কিন্তু আপনি জানিনা আপনারা কেন আমার টিউটোরিয়ালটি Publish করেন নি । আমি মনে করি আমার টিউটোরিয়ালগুলি Publish হলে সকলেই তাদের ওয়েবসাইট কে SEO করে Google এর Frist page নিয়ে আসতে পারবে ।
আমি টেইনার request পাঠালাম কিন্তু কোন কাজ হল না,,,,প্লিজ আমার post published করে দেন??
post korar trick ki
thx
Modarator Via ,amake Keno Trainership Theke Contribiutor Banano Hoyeche….
Jodi Kono Vul Kore Thaki Ta Agee Bola Uchit…
Ashaa Kori Cmnt Er Reply Pabo
***always With Trickbd***always In Helpful Mind
আমি phone থেকে otg এর মাধ্যমে pendrive এ কিছু file নিতেছিলাম। হঠাৎ pendrive disconnect হয়। কিন্তু আমি ফাইলগুলো সব খুজে পাচ্ছি না। pendrive এ নাই আবার phone এও নাই। কেউ আমাকে বলে দিন কিভাবে ওগুলো খুজে পাবো। Please… oi file gulo khub important…please trick dao
ami post korta saila logout hoya jay kno…..please help me
আমি phone থেকে otg এর মাধ্যমে pendrive এ কিছু file নিতেছিলাম। হঠাৎ pendrive disconnect হয়। কিন্তু আমি ফাইলগুলো সব খুজে পাচ্ছি না। pendrive এ নাই আবার phone এও নাই। কেউ আমাকে বলে দিন কিভাবে ওগুলো খুজে পাবো। Please… oi file gulo khub important…please trick dao
আমি phone থেকে otg এর মাধ্যমে pendrive এ কিছু file নিতেছিলাম। হঠাৎ pendrive disconnect হয়। কিন্তু আমি ফাইলগুলো সব খুজে পাচ্ছি না। pendrive এ নাই আবার phone এও নাই। কেউ আমাকে বলে দিন কিভাবে ওগুলো খুজে পাবো। Please… oi file gulo khub important…please trick dao
ami post korta saila logout hoya jay kno…..please help me
ami post korta saila logout hoya jay kno…..please help me
ami post korta saila logout hoya jay kno…..please help me
আমি phone থেকে otg এর মাধ্যমে pendrive এ কিছু file নিতেছিলাম। হঠাৎ pendrive disconnect হয়। কিন্তু আমি ফাইলগুলো সব খুজে পাচ্ছি না। pendrive এ নাই আবার phone এও নাই। কেউ আমাকে বলে দিন কিভাবে ওগুলো খুজে পাবো। Please… oi file gulo khub important…please trick dao
Sundor Podokhep
Ami trickbd Anek purono member
from india
Amar post ta ki approve hobe ?
Vai 100% payment proof diye post korci. Onk kosto kore likhlam,,amar post ta publish korlen na,,age amar post ta dekhen,,jodi valo lage tahole publish korar onurud roilo,,r kharap hole r kokhon o post likhte bosbona ,,, plz vai dekhen,,oi post ta ami e sorbo prothom korci & 3 bar payment paici aj soho
ভাই আমার পোষ্ট গুলা রিভিও করে দেখেন না পাব্লিস করা যায় কিনা।
বাংলাদেশের AdSense account disabled হওয়ার কারণ জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
বাংলাদেশের AdSense I’d কেন Disable হয়?
আমাকে Author বানান প্লিজ।
Trickbd মোবাইল মোডে দেখা যায়কি ? কেউ কোনদিন দেখেছেন? কবছর ধরে পিসি মোড দেখিকেন??
আমি এখানে ভালো ভালো পোস্ট করি কিন্তু author বানান না কেনো?
আমাকে অথর বানান প্লিজ।
আমি মানসম্মত পোস্ট করেছি।
আমি সাপোর্ট টিমকে মেইলও করেছি।
কিন্তু কোনো রিপ্লে আসছে না।
ok
আমাকে অথর বানান প্লিজ।
Vaiya amar post public hoyna keno
Vai,,amar post gulu review korun please….trainer request pataici,,
vai amr post gulo aktu review koren ami asa badi je ajke je post ta korci ata sob user jnno akta onek opokare asbe plz vai review post
[TrickBD Support] আমি প্রায় ৬ মাস আগে ট্রেইনার রিকুয়েস্ট দিছি এখনো কোনো রিসপন্স নাই,,Plzz Review my posts
[TrickBD Support] আমি প্রায় ৬ মাস আগে ট্রেইনার রিকুয়েস্ট দিছি এখনো কোনো রিসপন্স নাই,,Plzz Review my posts
দুইবার দিছি ট্রেইনার রিকুয়েস্ট। কাজ হয়নি। আর দিমু না। আমাকে ট্রেইনার হওয়ার দরকার নাই। খালি পোস্টগুলো এপ্রুভ কইরেন, আল্লাহ্ চাহেত তাতেই খুশি থাকব।
৩ বছর দরে ট্রিকভিডির সাথে আছি। পোষ্ট করি Published হয়না। তাই ট্রেইনার রিকুয়েস্ট দিলাম। এখনো কিচ্ছু হলনা।
Good post….আমি অনেক দিন ধরে Triner request দিয়েছি 2টা Post approve হয়েছে ।এখন 1টা Post করেছি ৩ দিন হলো কিন্তু এখনো আমার Post Review হয়নি ।Admin ভাইদের বলছি আমার Post টি দেখে আমাকে Author করেন ।
anyone Help please… Adsence bade valo kono ad network site er nam bolun please,,,
আমার পোস্ট গুলা রিভিউ করেন।৩ টা পোস্ট করেছি।কপিমুক্ত।তার মদ্ধ্যে একটা পাব্লিশ ও করেছেন।বাকি দুইটা দেখুন। ভালো লাগলে অথর করুন।পোস্ট গুলা সব নিজের ভাষায় লেখা।
আপনাদের মেইল করেছি। কিন্তু রিপ্লাই পাই নি।তাই কমেন্ট করে জানাতে হলো।দয়া করে একবার রিভিউ করুন
vai amr post gulo aktu review koren ami asa badi je ajke je post ta korci ata sob user jnno akta onek opokare asbe plz vai review post vaiya wait korte r parcina earning post korechi post linke paymenta kore tar pore linke bondo oho kore debe tar pore post show korle ki lav buln November korechi post ajke December vaiya Author naiba korlen post toh published korun plz wait r korte parbo na post published na korle message madome bole din keno korben na ki problem poster plz vaiya post na published korle bole din ami post delate kore diye chole jai proti din post public hoyeche ki na eita ase dekhte r parbo na ,, amar kothay kichu mone korben na
ভাইয়া আমার পোস্ট গুলা একটু review করবেন।।।ইসলামিক পোস্ট করেছিলাম
প্লিজ পাব্লিশ করবেন
খুব ই ভাল।।এত সুন্দর পোস্ট করে ট্রেইনার রিকুয়েস্ট দেওয়ার পরেও কোন রেস্পন্স নাই,আর রানা ভাই বলে যে আপ্নারা নাকি আডমিন দের সাথে যোগাযোগের মাদ্ধম।সবসময় নাকি হেল্প করতে প্রস্তুত।এই আপনাদের কাজ।একবারও কি আমার পোস্টগুলা দেখছিলেন,এক্টা পোস্টও তো কপি করি নি,সব নিজের ভাসায় লিখছি।তবুও ট্রেইনার করলেন না।আবার রিকুয়েস্ট ডিসাপ্রুব করলেন।খুবি ভাল,
ধন্যবাদ।অনেক অনেক ধন্যবাদ
আমার পোষ্ট Review করা হচ্ছে না কেনো??
আসা করি মেনে চলবো
আসা করি মেনে চলবো
কিছু Contributor আছে যারা পোষ্ট ভালো হইলেও খারাপ comment করে। খারাপ পোষ্ট হইলেও খারাপ comment করে। এই বিষয় টা একটু দেখবে।
কিছু Contributor আছে যারা পোষ্ট ভালো হইলেও খারাপ comment করে। খারাপ পোষ্ট হইলেও খারাপ comment করে। এই বিষয় টা একটু দেখবে।
এই ধরনেন comment করলে আমাদের পোষ্ট করা ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাই।plz এই বিষয় টা একটু দেখবেন।
এই ধরনেন comment করলে আমাদের পোষ্ট করা ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাই।plz এই বিষয় টা একটু দেখবেন।
hmmm
hmmm
test
testsss
new test
hello
test
এডমিন ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে আমার পোস্ট গুলো একটু রিভিউ করেন।
vai ami koekta post korte chai amr post gula ki approve hbe
vai amI akta Android hacking post korci kintu publish hoi ni
Darun.Trickbd
এডমিন স্যার,,আমার পোস্ট গুলো রিভিউ করেন প্লিজ।আর ২ মাস আগে ট্রেইনার রিকু দিছিলাম আজকে আবার দিছি প্লিজ আমাকে আথর করেন।আথর হতে পারলে ভাল পোস্ট করার আগ্রহ বাড়বে
Place review my post
VI amaky kaw Droid VPN ar uesarname r password deban khob upokar hotm.. ………………please please please please please please please please please please please please please please please
Pls google er last custom font jeta akhon google use krtece oi font tur naam bolte paren? Free view eta→
https://z-m-scontent.fdac2-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/50407374_252239882338586_52554916345937920_n.jpg?_nc_cat=103&efg=eyJpIjoibyJ9&_nc_eui2=AeF7I-INlaQSh8fW9IUMpWPFzB5WOqBynBJCP2DuzlAcl-BDmLiejcUhkiZ_h_MDLZ1c-gF7Q1GA252pIG-n_2N7dPKFd3aT_3v_SDbF-smEuQ&_nc_ad=z-m&_nc_cid=1112&_nc_ht=z-m-scontent.fdac2-1.fna&oh=3f29df5e4de9ea2022188cdeb9896fca&oe=5CCB2D42
Copy link text then paste new tab…
https://www.writermosharef.com/?m=0
Good updating Web
সময়ের জন্য লিখতে পারছনা। ভাবছি এবার থেকে লিখবো।
https://TrickBlogBD.com এ কিছু Author/Tuner লাগবে৷ কেউ চাইলে একাউন্ট খুলতে পারেন।
শেষ পোস্টে একটি অনুরোধ করেছিলাম, সেটা আপনারা না রাখায় খুবই কষ্ট পেলাম। পোস্টটি ডিলিট করে দিলেন! পোস্টটি আমি একটি কারণে রাখতে বলেছিলাম।
প্রায় একদিনের মত রাখা হয়েছিলো।
অনেকেই মন খারাপ করছে দেখে ডিলিট করা হয়েছে।
ভাই আমার পোস্ট তো রিভিউ হয় না । আমার পোস্টটি কেউ দেখতে পায় না । মানসম্ত ও Trickbd এর সকল নিয়ম মেনেই পোস্ট করি কিন্তু তারপর ও পোস্ট পাবলিশ হয় না ।plz একটু দেখুন
Helpful…🙂🙂
পাশে আছি …❤❤❤
plz Amar post gulo review kora hok & amk contributor / author kora hok.
admin der dristy akorson korci…
akta help chai
তো আমার পোস্ট টা রিভিও করেন মডারেটর ভাই কারণ ফ্রি নেট+ ফ্রি এমবি নিয়া পোস্ট করছি যা পাবার যোগ্যতা সবার আছে তাই পাবলুশ করেন.
trickbd এর উপর আমার অনেক রাগ আমি old trickbd তে রেগুলার পোস্ট করতাম কিন্তু নতুন করে বানানোর পর কয়কটা পোস্ট করছিলাম কিন্তু appruv করে না নতুন admain modarator রা চাইলে screenshort টা দেখতে পারেন https://prnt.sc/mi1054
okky
## আমি পোস্ট করবো। আপনারা পোস্ট গুলো একটু রিভিউ করবেন। দয়া করে।
অথর থেকে কন্টিবিউটর বানাইছেন কেন। একদম আইডিটা নষ্ট করলে ভাল হত।
As per your request your account has been updated to contributor from Author. Thanks for all of your contribution to trickbd 🙂
Mail ans please.
আমার পোস্ট গুলা দেখেন যদি ভালো লাগে পাবলিস করেন না লাগলে ডিলেট করেন ৷ পেন্ডিং এ রাখার থেকে ডিলেট করাই ভালো ৷
তাহলে বুঝবো পোস্ট ভালো না ৷ আরো ভালো করে লেখার চেস্টা করবো ৷
এন্ড্রয়েড এবং আইফোনের মধ্যে কোনটা Best?? | iPhone vs. Android: Which Is Better for You? | Ghaner Alo
https://bit.ly/2RZPCHx
আজকে আমি একটা পোস্ট করলাম এয়ারটেল ফ্রি নেট নিয়ে এটি আপনারা দয়া করে দেখবেন
আমার পোস্ট approve koren please
আমি অথর হতে চাই
দয়াকরে আমার পোস্ট রিভিউ করবেন
আমি নতুন ৫ টা পোস্ট করেছি এবং ট্রেইনার রিকোয়েস্ট সেন্ড করেছি.. দয়া করে পোস্টগুলো এপ্রুভ এবং আমাকে অথোর হিসেবে অ্যাড করলে খুশি হবো।
শুধুই জানার আগ্রহ যে, এখন কি পোস্টের মাধ্যমে রিভিনিউ পাবার বিষয়টি বন্ধ হয়ে গেছে? কারন, আমি আমার ডাশবোর্ডের ৳চিহ্নের এখানে কোন সংখ্যা দেখতে পাচ্ছিনা। কত পোস্ট করেছি কিন্তু কোন পার্থক্য নেই। প্লিজ আশা করি বিষয়টি জানাবেন
FB
Please review
https://trickbd.com/?p=566082
Eu btc mining bot Telegram e ki payment dey ki na kew janle plz janaben
এইচএসসি বিএম দ্বিতীয় বর্ষ সকল বই কিভাবে পিডিএফ আকারে ডাউনলোড করব প্লিজ লিঙ্ক টা দিবেন তাহলে উপকার হয়
এইচএসসি বিএম দ্বিতীয় বর্ষ সকল বই কিভাবে পিডিএফ আকারে ডাউনলোড করব প্লিজ লিঙ্ক টা দিবেন তাহলে উপকার হয়
vai সব বই পাবেন এখানে http://mytips20.ga
Bro amr post gula Jodi published korar moto hoy toba plz author korben bro…plz
Ami Ekti Earning Post korchi Approve hocche na keno ? please bolben …..
Carry On [url]Trickbd[/url] 1 Year Aga Trainer Request Disilam Akn Author Hota Pere Onk Valo Lagse,,
আমি টেইনার request পাঠালাম কিন্তু কোন
কাজ হল না,,,,প্লিজ আমার post published
করে দেন??
Review my post please
https://trickbd.com/?p=567699
Please আমার পোস্ট দেখেন
Please review my post and publised..
আমার পোস্ট গুলা দেখুন https://trickbd.com/?p=566204
,https://trickbd.com/?p=565403
আমি এইমাত্র একটা পোস্ট দিলাম পোস্টটি দয়া করে দেখবেন এবং পাবলিক করে দেবেন
thanks
কপি না করে ইউনিক পোস্ট করুন।
তাহলে পাবলিশ হবে।
ভাই আমাকে ট্রেইনার বানান প্লিজ, খারাপ পোস্ট বা কপি পোস্ট করলে ব্লক করে দিবেন।
Bro plz review koren amr post gula
Bro plz response diben
1st ke trickbd tnx janai amr post publish korar jonno ami electronic category te ar o ekta post korche ta publish koren.ar ami ki author howar juggo na.plz amk author kore din.
Plz promote me.
hmm
hmm
Vai kew help korun,amr fb te log in korle .likha ase sorry something went wrong.we will fixed it soon.
Akn ki korbo help?
hi
ট্রিকবিডির সব নিতিমালা মেনে ৫ টি পোষ্ট করেছি, পোষ্টগুলো দেখে টেইনার করার অনুরোধ রইল।।
ভাই আমি একটা payment proof সহ পোস্ট করেছি কিন্তু পোস্ট টি এখন ও review এ আছে। প্লিস accept করেন।। তাহলে next পোস্ট করার অনুপ্রেরনা পাব।
Vai author hota parbo kina response to den req er plz
Vai review koren plzzzzzzzzzzzzz
এডমিন স্যার আমার রিকুয়েস্ট এক্সেপ্ট করে একটু সাহায্য করেন দয়াকরে।।।।।।।।।।।।।।
আমাকে অথোর করে দিন আমি ৪টি পোস্ট করেছি
আমি ছাদিকুর রহমান।
ভাই আমি বর্তমানে ট্রিকবিডির কন্ট্রিবিউটার।
আমি ট্রেইনার হওয়ার জন্য ট্রিকবিডির আপনাদের সাইট এ অনেক দিন এ মোট মানসম্মত ৯টা পোস্ট করেছি।
১দিন আগে আমি ট্রেইনার রিকুয়েষ্ট করেছি আবার মেইল ও করেছি, তবে এখনো আমাকে কিছু বলা হয় নি।
দয়া করে আমাকে একটু মেইলে বলে দেন যে, আমার পোস্ট গুলো যদি খারাপ হয় তাহলে বলেন আমি আরো পোস্ট করব তবুও, ট্রিকবিডির ট্রেইনার হবো।
আর পোস্ট গুলো ভালো হলে আমাকে ট্রেইনার করে ট্রিকবিডিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিন।
দয়াকরে আপনারা আমাকে আপনাদের সাইট এর আউথর করে নিন।
আমার ইউজার নাম্মঃ https://trickbd.com/author/sadikurrahman
ধন্যবাদ!
দয়া করে আমার পোস্টগুলো পাবলিশ করুন এবং আমাকে Author বানান
আপনাকে নীতিমালা ভঙ্গ করায় ডিমোশন দেয়া হয়েছে।
দয়া করে আমাকে একটা সুযোগ দিন আমি আর কখনো ট্রিকবিডি নীতিমালা ভঙ্গ করব না প্লিজ ভাই
আমি এই নীতিমালা গুলো আগে দেখিনি প্লিজ দয়া করে আমাকে একটা সুযোগ দিন আমি আর কখনো নীতিমালা ভঙ্গ করব না
আমি ভুল করেছি প্লিজ দয়া করে আমাকে একটা সুযোগ দিন
*ভাই, ১০ টার মতো Post করেছি। Trainer Request ও পাঠিয়েছি। কত মাস সময় লাগবে একটু অনুগ্রহ করে বলবেন? আর Teainer হওয়া কি Point এর উপর নির্ভর করে? অনুগ্রহ করে জানাবেন।*
ভাইয়া আমার পোস্টগুলো অন্তত রিভিউ করে দেখুন…
উপযুক্ত হলে এপ্রুভ করুন…
❤❤
@Trickbd Support ভাই প্লিজ আমার new post গুলা দেখেন আমাকে অথর করেন প্লিজ 😖😞😞😞😖
ধন্যবাদ ট্রিকবিডি সাপোর্ট টিমকে😍
অসম্ভব রকমের খুশি হয়েছি…
অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা রইলো ট্রিকবিডির সকলের জন্য 💓💓💓
টিউনার করুন আমাকে প্লিজ ভাইয়া
আমার পোষ্ট গুলা রিভিউ করুন প্লিজ।
আমাকে অথর করুন প্লিজ ভাইয়া
প্লিজ ভাইয়া আমার পোষ্টগুলা একবার দেখুন ৫ দিন হয়েছে Trainer request পাঠাইছি।
প্লিজ প্লিজ
দেখা হয়েছে।
ভাই প্লিজ অথর করেন
@Trickbd Support ভাইয়া আমি আরো নতুন ৩টা পোষ্ট করেছি,
প্লিজ এবার review করে আমাকে ★
Author করুন!
ট্রিকবিডি অথর হওয়া আমার অনেকদিনের ইচ্ছা
প্লিজ ভাইয়া Author করেন
new post link:
https://trickbd.com/?p=635178
https://trickbd.com/?p=635201
https://trickbd.com/?p=635173
Vaiya Author Korlen Na Kn0
Plz
ভাইয়া আমি আরো নতুন ৩টা পোষ্ট করেছি,
প্লিজ এবার review করে আমাকে ★
Author করুন!
ট্রিকবিডি অথর হওয়া আমার অনেকদিনের ইচ্ছা
প্লিজ ভাইয়া Author করেন
new post link:
https://trickbd.com/?p=635178
https://trickbd.com/?p=635201
https://trickbd.com/?p=635173
ভাইয়া আমি আরো নতুন ৩টা পোষ্ট করেছি,
প্লিজ এবার review করে আমাকে ★
Author করুন!
ট্রিকবিডি অথর হওয়া আমার অনেকদিনের ইচ্ছা
প্লিজ ভাইয়া Author করেন
new post link:
https://trickbd.com/?p=635178
https://trickbd.com/?p=635201
https://trickbd.com/?p=635173
প্লিজ ভাই প্লিজ অথর করুন
ভাই অথর করেন
Ar Kisui Bolar Ato Kosto Kore Post Kore Author Na Howar Kosto Shudhu Amarai Buji Apnara Bujen Na Vaiya Plz Author Koren Plz Plz Plz Plz Plz Plz Plz
😑
করার পরেও পদ ধরে রাখতে পারলেননা।
ভাই কপি-পেস্ট মুক্ত ৩ টা পোস্ট করেছি দেখবেন প্লিজ 😥
অনেক দিন হয়েছে আমি ৩টি পোষ্ট করেছি ভাইয়া
প্লিজ অথর করুন
নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করুন।
3 মাস হলো এখোনে অথর করলেন না
মানসম্মত পোস্ট করুন।
আমি আরো নতুন ৩টি post করেছি দেখুন আমি আরো নতুন ৩টি post করেছি দেখুন প্লিজ
আরে ভাই আমার পোস্ট দেখুন একবার কি নিয়ে পোস্ট করছি
6টি পোস্ট করছি এর মধ্যে কি একটাও ভালো না
আমি আরো নতুন ৩টি post করেছি দেখুন প্লিজ
★আমি আরো নতুন ৩টি post করেছি দেখুন
প্লিজ
ভাইয়া ২মাস হলো পোষ্টগুলা দেখেন author করেন 😖😞
মেইলের রিপ্লাই দেয়া হয়েছে।
@Trickbd Support আমি ট্রিকবিডির নীতিমালা অনুসরণ করে ৩টি পোষ্ট করেছি। আমাকে অথর করে আমার জ্ঞান শেয়ার করার সুযোগ দিন।
আমি প্রতিদিন পোষ্ট করব।
দয়া করে অথর করুন আমাকে
ID link:
https://trickbd.com/author/gaming12
সম্মানিত ভাইয়া আমার পোস্টগুলো অন্তত রিভিউ করে দেখুন…
উপযুক্ত হলে এপ্রুভ করুন…
আমি ট্রিকবিডির নীতিমালা অনুসরণ করে ৩টি পোষ্ট করেছি। আমাকে অথর করে আমার জ্ঞান শেয়ার করার সুযোগ দিন।
আমি প্রতিদিন পোষ্ট করব।
দয়া করে অথর করুন আমাকে
ID link:
https://trickbd.com/author/gaming12
ভাইয়া আমি ৩টি posT করেছি প্লিজ আমার post গুলো দেখে আমাকে অথর করে দিন।
আর ইমেল ও করেছি ভাইয়া
ভাইয়া আমি ৩টি posT করেছি প্লিজ আমার post গুলো দেখে আমাকে অথর করে দিন।
আর ইমেল ও করেছি ভাইয়া
৩দিন হলো ভাই response নাই
ভাইয়া আমি ৩টি posT করেছি প্লিজ আমার post গুলো দেখে আমাকে অথর করে দিন।
অনেক কষ্ট করে post গুলা করছি। তাও যদি এমন করেন 😣😣😣😣
প্লিজ সাপোর্ট টিমের ভাইয়েরা আমার পোস্টগুলো পাবলিশ করুন আমি মানসম্মত চারটা পোস্ট করেছি এবং সবগুলো ইউনিক পোস্ট খুব কষ্ট করে পোস্ট গুলা লিখেছি প্লিজ পাবলিশ করুন এবং আমাকে Author বানান গত কালকে মেইল করেছি কোন রেসপন্স পাইনি
ভাইয়া আমি ৩ টি পোস্ট করেছি। আমার পোস্ট গুলোকি ভাইয়া মান সম্মত হয়নি??
ভাইয়া এখনো পেন্ডিং এ আছে পোস্ট গুলো।
কবে রিভিউ করবেন। ভাইয়া ট্রিকবীডির অনেক পুরাতন মেম্বার এবং ট্রিক বিডি আমার কাছে অনেক প্রিয় ও পছন্দের, অনলাইনে যেকোন প্রয়োজনে ট্রিকবিডি আসি আমি।
আমাকে কি দয়া করে সুযোগ প্রদান করবেন অথর বানানোর জন্য। আমি মেনে চলব আপনাদের সকল নিয়ম কানুন।
প্লিজ ভাইয়া একটু দেখেন পোস্ট গুলো অপেক্ষায় আছি।
ল
প্লিজ সাপোর্ট টিমের ভাইয়েরা আমার পোস্ট গুলো পাবলিশ করুন।আমি মানস্মমত ৫টি পোস্ট করেছি। আগে ৩টি করে ট্রেইনার রিকোয়েস্ট করেছি, মেইল করেভহি কিন্ত কোন রিপ্লাই পাই নি। এখন আরো ২টি করেছি অনুগ্রহ করে আমার পোস্ট গুলো পাবলিশ করুন। আমাকে Author বানান। প্লিজ 🙏
সাপোর্ট টিমের প্রিয় ভাইয়েরা আমাকে ক্ষমা করবেন আমার পোস্টগুলোতে কিছু ভুল ছিল আমি সংশোধন করেছি। আরো ভালো করার চেষ্টা করবো। অনুগ্রহ করে এবার আমার পোস্ট গুলো রিভিউ করে পাবলিশ করুন প্লিজ। অনেক কষ্ট করে পোস্ট গুলো করেছি আমি জানি আপনারাও অনেক ব্যস্ত থাকেন। আপনাদের ব্যস্ততার মাঝে একটু আমার পোস্ট গুলো পাবলিশ করে আমাকে Author বানান প্লিজ🙏🙏🙏
১৯ সালে পোস্ট করছিলাম এখন ও এপ্রুভ তো দূরের কথা Seen পর্যন্ত করে নাই । বা**র সাপোর্ট টিম
ok thang you
মেনে চলার চেষ্টা করবো প্রিয় ভাই।
যদি আমাকে অথর হিসেবে প্রমোশন দিতেন ভালো হতো ভাই।
হ্যাকিং বিষয়ক পোষ্ট আশাকরি।
বিশেষ করে ইমো এবং লাইকির ডায়মন্ড হ্যাকিং টিউটোরিয়াল।
#help_post
Google Drive/Photos এ একই ছবি ২-৩ টা করে আছে,,,আর এতোগুলা ছবি বেছে বেছে ডিলিট করা সম্ভব নয়,,,একসাথে কি শুধু ডাবল ছবি গুলা সিলেক্ট করে ডিলিট করা যাবে???
এই বিষয়ের পিছনে একটা ট্রিক চাই 😊
আমার পোস্ট গুলো রিভিউ করুন.
Xiaomi cloud a free (premium, gold, ultra) membership paoar bisoye ekta post koren plz.