বর্তমানে অনেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন বা মোবাইল ফোনে VPN ব্যবহার করছেন । বিভিন্ন কারণে আপনাকে VPN Connect থাকা অবস্থায় কমপিউটারে ইন্টারনেট নেয়ার প্রয়োজন হতে পারে । কিন্তু স্বাভাবিক ভাবে হটস্পট দিলে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন না ।

আজকে এই সমস্যা সমাধান দিবো । আপনি আমার দেখানো উপায় কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেনঃ

১। HTTP Custom দিয়ে ফ্রী ইন্টারনেট কমপিউটারে ব্যাবহার করতে পারবেন ।

২। মোবাইলে কোনো VPN ব্যবহার করলে সেটা কমপিউটারেও ব্যবহার করতে পারবেন।

চলুন তাহলে শুরু করি।

 

এই কাজের জন্য আপনার একটি APPS এর প্রয়োজন হবে । এর জন্য অনেক APPS আছে কিন্তু সবথেকে ভালো কাজ করে Every Proxy

Every Proxy ডাউনলোড করাতে ক্লিক করুনঃ CLICK HERE

ব্যবহার করা একদম সহজ ।

১। প্রথমে স্বাভাবিক ভাবে আপনি যে VPN ব্যবহার করেন সেটা CONNECT করুন। এবং আপনার ফোনের হটস্পট চালু করুন।

২। Every Proxy APPS এ প্রবেশ করুন ।

৩। আপনার সামনে তিনটি অপশন আসবে । এর মধ্যে HTTP অর্থাৎ প্রথম অপশনটি ON করুন।

৪। আপনার সামনে নিচে SCREENSHOT এর মতো IP Address  এবং PORT নাম্বার আসবে।

৫। তারপর আপনি আপনার কমপিউটারে Search option এ লিখবেন Proxy Setting লিখবেন।

৬। নিচে Manual Proxy Setup অপশনটি ON করে দিন।

৭। আপনার সামনে ২ টি বক্স পাবেন , একটি Proxy Host দেবার জন্য , অন্যটা Port দেবার জন্য।

৮। Every Proxy থেকে data গুলা নিয়ে বসিয়ে save এ ক্লিক করুন ।

আপনার নিজের বানানো একটা proxy server পুরোপুরি প্রস্তুত ।

কোনো সমস্যা হলে অবশ্যই Comment Box এ জানিয়ে যাবেন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো টিক করার।

ধন্যবাদ সবাইকে।

17 thoughts on "ফ্রী ইন্টারনেট চালান এখন কম্পিউটারে ঝড়ের গতিতে"

  1. Md Zakir Hossen Author says:
    Laptop windows 10 er jonno high speed proxy deya jabe. Wifi er speed valo but laptop er valo speed pai na
    1. Md Rakibul Author Post Creator says:
      Viya ami to aikane free internet er kotha bolcilam . Oita amn speed e hoy 20mbs+ . Apner wifi issue ta bujlam na viay
    2. Md Zakir Hossen Author says:
      Free net দিতে পারছেন এই জন্যই তো বললাম ৷কারন আপনরা হয়ত জানেন কিভাবে download speed bypass করতে হয় ৷আমার wifi আছে but download speed slow. অনেকে বলছে proxy ব্যবহার করে speed up করা যায় ৷তাই help চাইছিলাম
  2. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    ভাই জিপি এর জন্যে config কই পাওয়া যাবে?
    1. Md Rakibul Author Post Creator says:
      পোস্ট আনবো ভাইয়া । নিজেই বানাতে পারবেন কনফিগ ফাইল।
  3. Ultimate Arzu Contributor says:
    জিপির কনফিগ ফাইল বানানোর পোস্ট দিন ভাই
  4. Rasel112 Contributor says:
    ফ্রী ইন্টারনেট খেয়ে দিলো – তোগো জন্য ফ্রী ইন্টারনেট থাকে না ।
    1. Md Rakibul Author Post Creator says:
      Ke bolce . Asol jinis kew dey na. Ai kotha mathay rakben viya
  5. Younus Contributor says:
    Free net now off. But this method is useful.
    1. Md Rakibul Author Post Creator says:
      Thank you viya
  6. Rohan Contributor says:
    robi mw10 প্যাক সম্পর্কে বলতে পারেন?
  7. Monir Contributor says:
    ফ্রি নেট খাইছো এখন জিপি বায়োস্কপ টাও খাও
    1. Md Rakibul Author Post Creator says:
      ???? viya website host and internet multiple protocols jotodin ace kisui hobe na.
  8. Shohag Ahmed Contributor says:
    Gp এর কনফিগ কিভাবে বের করবো
  9. Md Rakibul Author Post Creator says:
    Post asbe viya aktu wait koren
  10. rex boy Contributor says:
    Thanks vai. Kajer post
    1. Md Rakibul Author Post Creator says:
      Thank you viya

Leave a Reply