নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ট্রিকবিডি তে অনেক দিন থেকে লেখা হয় না। তাই চিন্তা করলাম একটু ভিন্ন কিছু করার।
আজকের বিষয়বস্তু
আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি জনপ্রিয় Android Tool এর মধ্যে অন্যতম একটি অ্যাপ।
আর তা হলো Sketchware ।
Sketchware নিয়ে পূর্বে অনেকেই আলোচনা করেছে। কিন্তু Sketchware নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা পাওয়া অনেক দুষ্কর।
আমি ঠিক করেছি Sketchware নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
Sketchware পরিচিত
Sketchware হলো একটি জনপ্রিয় Android Tool। এটির মাধ্যমে কোনো ধরনের কোডিং দক্ষতা ছাড়া Android Application বিল্ড করা যায়।
ডাউনলোড লিংকঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কার্যপ্রণালীঃ
১. প্রথমে উপরে দেয়া লিংক থেকে Sketchware অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করুন।
২. এবার Sketchware অ্যাপ টি ওপেন করুন।
৩. ওপেন করার পর উপরের স্ক্রিনশটের মতো ইন্টারফেস দেখতে পাবেন।
৪. এবার Create New Project এ ক্লিক করে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে হবে।
৫. এবার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে Enter Application Name এ আপনি আপনার অ্যাপেত যে নাম দিতে চান তা লিখুন। আমি উদাহরণ হিসেবে Sample App দিয়েছি।
৬. এর tap to change icon এ ক্লিক করে অ্যাপের আইকন নির্ধারণ করতে হবে। এর জন্য পূর্বে হতেই এইটি আইকন বানিয়ে রাখতে হবে।
৭. এবার Advanced settings এ ক্লিক করে package name, project name এবং অ্যাপের Version ও Code name দিতে হবে। নিচের স্ক্রিনশটে উদাহরণ দেয়া আছে।
৮. সবকিছু ঠিকঠাক দেয়ার পর Create App এ ক্লিক করুন। এবার নিচের স্ক্রিনশটের মতো ইন্টারফেস দেখতে পাবেন।
আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।
আল্লাহ হাফেজ….
3 thoughts on "Sketchware Tutorial – কোনো ধরনের কোডিং দক্ষতা ছাড়াই তৈরি করুন Android App [Part – 01]"