আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আশা রাখি আপনাদের কাজে দিবে।

আজকে ট্রিকটি হচ্ছে আপনারা কিভাবে Linkedin Course গুলো ডাউনলোড করবেন। এখন অনেক হয়তো বলবেন এগুলো তো IDM দিয়েই করা যায়! হ্যাঁ যায় তবে আমি আপনাদের যে ভাবে দেখাবো সেটা অটোমেটিক ভাবেই ডাউনলোড হবে, একটা একটা করে ক্লিক করে ডাউনলোড করতে হবে না। তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

 

প্রথমে আপনি LLFetcher-3.0 Extension ডাউনলোড করুন।

  • এখন chrome://extensions/ লিংকটি কপি করে chrome ব্রাউজারে পেস্ট করে ইন্টার করুন।

  • ডান পার্শ্বে Developer mode টি অন করে দিন।

  • তারপর ডাউনলোড কৃত Extension ফাইলটি Extract করে নিন দেখবেন dist নামে একটি ফাইল আছে। Chrome ব্রাউজারে যান গিয়ে দেখবেন বাম পার্শ্বে Load unpacked নামে একটি ওপশন আছে ওখানে ক্লিক করুন এবং dist নামের ফাইলটি এ্যাড করে নিন এবং ব্রাউজারে সেটা পিন করে নিন। Extension এর কাজ শেষ।

  • dist নামের ফাইলটি এ্যাড করার পর নিচে দেওয়া প্রদত্ত ছবির মতো দেখতে পাবেন।

  • এখন Linkedin থেকে যেই কোর্সটি ডাউনলোড করতে চান সেটা সেলেক্ট করুন। https://www.linkedin.com/learning ধরুন আমি নিচের কোর্সটি সিলেক্ট করলাম।

  • আপনি যেই কোর্সটি সিলেক্ট করছেন সেটাতে ক্লিক করুন এবং পেইজটি রিলোড করুন।

  • পেইজ রিলোড করার পরে উপরে Extensions ক্লিক করুন। Extensions ক্লিক করার পর Add This Course লেখাতে ক্লিক করুন।

  • এই বার নিচে দেওয়া পেইজ এর মত দেখাবে নিচে Run Queue Setup এ ক্লিক করুন।

  • Run Queue Setup এ ক্লিক করার পর নিচে দেওয়া পেইজে মত দেখাবে এখন Get Available Media Format & Subtitle ক্লিক করুন।

  • এরপর নিচে দেখানে মতে Vide Quality, Language & Numbering বক্স সিলেক্ট করে Finish Setup করুন।

  • এখন নিচে দেওয়া ছবির মতে দেখতে পাবেন।

  • এখন ‍Start Queue ক্লিক করুন ডাউনলোড শুরু হবে যাবে।

আশা রাখি এই পোস্টটি অনেক কাজ আসবে। ধন্যবাদ সবাইকে।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

[বিঃদ্রঃ আমার Linkedin Premium আছে সেখান থেকে আমি আপনাদের দেখালাম। ফ্রি ডাউনলোড হবে কি না জানা নাই, আপনারা চেষ্টা করে দেখতে পারেন]

2 thoughts on "ডাউনলোড করুন যে কোন কোর্স Linkedin learning থেকে [Exclusive]"

  1. Alamin Author says:
    আমার udemy একাউন্টে কিছু কোর্স আছে , সেগুলো মোবাইলে বা কম্পিউটার ডাউনলোড না করে , সরাসরি onedrive বা gdrive বা megadrive এ নেওয়ার বা আপলোড করার উপায় আছে কি ??
    1. trickbdforme Author Post Creator says:
      বর্তমানে জানা নাই।

Leave a Reply