আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

যেহেতু আজকের পোস্টটি এ্যাপ মুডিং তাই পোস্ট একটু বড় হতে চলেছে ধর্য্য ধরে পুরোটা দেখুন আপনাদের কাজে দিবে।

যদি এই এ্যাপটি সম্পর্কে কেউ না জেনে থাকে তাহলে যে গুগোলে সার্চ করলে তা বুঝতে পারবেন। তবে এ্যাপটি দিয়ে চাইলে আপনি Remini Pro ব্যবহার করতে পারবেন একদম ফ্রি। এছাড়াও অন্যান্য এ্যাপ কোলন করতে পারবেন।

 

প্রথমে Play Store যান লিখুন Dual Space তারপর সেটা আপনার মোবাইলে ইন্সটল করুন সাধারণ এ্যাপের মত করেই।

এরপর MT Manager এ্যাপটি ইন্সটল করুন ও ওপেন করুন এবং উপরে দেখানো থ্রিলাইন ওপশনে ক্লিক করুন। [MT Manager আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে]

এরপর ক্লিক করুন Extract APK তে।

এখন ক্লিক করুন আপনার কাংখিত এ্যাপটিতে।

আবারো Extract APK ক্লিক করুন।

বাম পার্শ্বে Locate ওপশনে ক্লিক করুন।

আবারো Dual Space এ্যাপটি ক্লিক করুন।

এখন View ওপশনে ক্লিক করুন।

নিচে দেখতে পাচ্ছেন Classes.dex নামের তিনটি ফাইল দেখা যাচ্ছে আপনি যে কোন একটিতে ক্লিক করুন।

এখন Dex Editor Plus ওপশন সিলেক্ট করুন।

এইবার Select all করে ok করুন।

এখন সিলেক্ট করুন নিচে দেখানে Strings ওপশনটি।

Strings এ ক্লিক করলে নিচে Filter আসবে ওটাতে ক্লিক করুন।

এখন বক্সে vip লিখে নিচে Match case ওপশটিতে চেক দিয়ে ওকে করুন।

একটু নিচে দেখুন is_vip নামের একটি লিখা এসেছে ওটাতে ক্লিক করুন।

is_vip তে ক্লিক করার পর আবার Search ওপশনে করুন।

এখন দেখুন নিচে একটি কোড চলে এসেছে ওটাতে ক্লিক করুন।

নিচে দেখানো ভ্যালু টুকু সিলেক্ট করে goto তে ক্লিক করুন। [ভ্যালু খুজে না পেলে বাম সাইটে নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী দেখুন তাহলেই পাবেন]

আবারো নিচে দেখানো অনুযায়ী ভ্যালু টুকু সিলেক্ট করে goto তে ক্লিক করুন।[ভ্যালু খুজে না পেলে বাম সাইটে নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী দেখুন তাহলেই পাবেন]

এখন নিচে যেই লিখাটি আমি মার্ক করেছি সেটা ডিলিট করে দিন।

ডিলিট কৃত জায়গায় লিখুন const/4 v0, 0x1 লিখা হয়ে গেলে উপরে সেভ আইকনে ক্লিক করে নিচে ব্যাক বাটনে প্রেস করে বাহিয়ে আসুন।

আপনি Save and Exit নামের ওপশনটি আসা পর্যন্ত ব্যাক বাটনে প্রেস করতে থাকুন।

Save and Exit আসলে ওটা ক্লিক করুন।

এখন Auto Sign চেক দিয়ে ok করুন।

Auto Sign করে বাহিরে আসলে Dual Space এ্যাপটি দেখতে পাবেন ওটাতে ক্লিক করুন এবং ইন্টল করুন কাজ শেষ

এখন ব্যবহার করুন নিজের মুডকৃত এ্যাপ কোন প্রকার সন্দেহ ছাড়াই। আসলে নিজে কোন এ্যাপ মুড করে ব্যবহার করলে কোন প্রকার রিক্স থাকে না।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 

4 thoughts on "দেখে নিন কি ভাবে Dual Space Apps Mod করবেন (Free)"

  1. Zahidul Islam Contributor says:
    যে কোনো অ্যাপ মুড করার সিস্টেম কি একই রকম নাকি প্রতিটি অ্যাপ আলাদা আলাদা নিয়মে করতে হয়?
    যদি আলাদা নিয়ম হয় তাহলে এমন মুড অ্যাপ নিয়ে বিস্তারিত একটা পোস্ট কইরেন যেটা দেখার পর যে কেউ চাইলে যে কোনো অ্যাপ মুড করতে পারবে।
    1. trickbdforme Author Post Creator says:
      50% Kaj same. Badbaki alada vabe korte hobe. Sob modding system ek na alada, alada cabe korte hoi. Sob app mod kora possible na.
  2. mdniarif Contributor says:
    Oshonko Donnobad Bhai kaj kortece.
    Aro kicu apps er jonno hole vlo hoy. Jemon
    CamScanner
    Terabox
    Inshort
    Jodi jana take share korben asha kori.
    1. trickbdforme Author Post Creator says:
      Sobi ace vai aste aste sob diya dibo insha’Allah

Leave a Reply