আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।

আজকে এই পোস্ট এ বলেছি কিভাবে আনলিমিটেড টেম্পোরারি জিমেইল আইডি নিবেন খুব সহজেই!

আমরা দৈনন্দিন জীবনে অনলাইন এ বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি নানা কাজের জন্য এবং কিছু ওয়েবসাইটে সাময়িক সময়ের জন্য সাইনআপ করতে প্রয়োজন হয়। এজন্য অনেকেই নিজের পার্সোনাল মেইল ব্যাবহার না করে টেম্প মেইল ব্যাবহার করেন। কিন্তু কিছু ওয়েবসাইটে টেম্প মেইল দিলে সাইনআপ হয় না, অন্য মেইল ব্যাবহার করতে বলে। এজন্য আজকে আনলিমিটেড টেম্পরারি জিমেইল নেওয়ার ট্রিকস শেয়ার করেছি।

⚠️ তবে এই জিমেইল গুলো টেম্পোরারি পাবেন অর্থাৎ জিমেইল গুলো এক ঘণ্টার জন্য দেওয়া হবে।

আনলিমিটেড জিমেইল নেওয়ার জন্য যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ অপশন এ “cloud skills boost” লিখে সার্চ দিবেন।

প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটা ওপেন করবেন।

জয়েন এ ক্লিক করে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইনআপ করবেন।

 

থ্রি লাইন মেনুতে ক্লিক করে “Explore” সিলেক্ট করলে এরকম একটা পেজ আসবে।

এখানে সার্চ অপশনে “A Tour of Google Cloud Sustainability” লিখে সার্চ করবেন।

A Tour of Google Cloud Sustainability এখানে ক্লিক করবেন।

এরপর Start Lab ক্লিক করলে নতুন একটা জিমেইল এবং পাসওয়ার্ড পাবেন।

এই মেইল দিয়ে আপনি চাইলে গুগলে লগইন করে প্রয়োজনীয় কাজে বা ওয়েবসাইট এ ব্যাবহার করতে পারেন।

 

নতুন নতুন টিপস এবং ট্রিকস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করুন

14 thoughts on "আনলিমিটেড টেম্পোরারি জিমেইল নিন খুব সহজেই!"

  1. MD Sha Alam Contributor says:
    এগুলো দিয়ে কি ড্রাইভ চালানো জাবে?
    1. twopointzero Author Post Creator says:
      ট্রাই করে দেখেন
    2. Bita Paradox Contributor says:
      yeah, unlimited storage
    3. Bita Paradox Contributor says:
      but, account will be disable after 1 hour & you can’t access your file
    1. twopointzero Author Post Creator says:
      Thanks ❤️
  2. ABIRHOOD Contributor says:
    ফেসবুক একাউন্ট খোলা যাবে ভাই??
    1. Bita Paradox Contributor says:
      yeah, but no security
  3. Rakibuzzaman Contributor says:
    mail send hoi na, receive o hoi na
    1. twopointzero Author Post Creator says:
      Thanks ❤️
  4. Asif Khan Contributor says:
    কই ভাই ৫ টার বেশি নেয়া যায়না
    1. twopointzero Author Post Creator says:
      অন্য জিমেইল দিয়ে নেন
  5. Hello213 Contributor says:
    sorry, we ar cannot create gmail account eai somossar somadan ki?

Leave a Reply