আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

যদি এই এ্যাপটি সম্পর্কে কেউ না জেনে থাকে তাহলে যে গুগোলে সার্চ করলে তা বুঝতে পারবেন।

App Mod নিয়ে বেশ কিছু পোস্ট আমার করা আছে যদি সেগুলো দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। এতে করা আজকের পোস্টটি আপনার জন্য অনেক সহজ হবে।

  • প্রথমে MT Manager ওপেন করুন [Mod করার জন্য সকল এ্যাপ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ]

  • আপনার ডাউনলোডকৃত এ্যাপটিতে ক্লিক করুন এবং Extract করুন ও Locate এ ক্লিক করুন।

  • Locate এ ক্লিক করার পর একটি APKS নামের ফাইল দেখতে পাবেন ওটাকে APK করতে হবে [APK করার জন্য AntiSlipt ব্যবহার করুন। ওটা অনেক সহজ তাই এখানে দেখালাম না]

  • AntiSlipt দিয়ে APK করা হয়ে গেলে MT Manager এ ফিরে যান ওখানে দেখতে পাবেন APK ফাইল। নিচের স্ক্রিনশটে দেখুন।

  • এখন APK ফাইলে ক্লিক করে View তে ক্লিক করুন।

  • View করার পর দেখতে পাবেন Classese. Dex নামের কিছু ফাইল আপনি যে কোন একটিতে ক্লিক করে Dex Editor Plus সিলেক্ট করুন।

  • এখন Select all করে ok করুন।

  • এরপর Strings থেকে Filter বক্স এ ক্লিক করে isPremium লিখে ওকে করুন।

  • নিচের স্ক্রিনশটের মধ্য থেকে ‍শুধুমাত্র isPremium লিখা ওটাতে ক্লিক করুন।

  • isPremium এ ক্লিক করলে নিচে দেওয়া স্ক্রিনশটে মত দেখাবে এখন Search এ ক্লিক করুন।

  • এখন নিচে দুটি কোড এসেছে আপনি শুধু উপরেরটাতে ক্লিক করুন।

  • এখন নিচে দেখুন b নামের একটি Method দেখা যাচ্ছে ওটা চেপে ধরে goto তে ক্লিক করুন।

  • goto করার পর নিচে দেখানো জায়গাতে const/4, v0, 0x0 কোড দেওয়া আছে ওখানে  Premium Code টি বসিয়ে দিন। Premium code is: const/4, v0, 0x1

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

12 thoughts on "Premium করে নিন Videoleap App মজা নিন সকল প্রকার ভিডিও ইফেক্টের [2024]"

  1. sakibhes Contributor says:
    সব অ্যাপ mod করা কি একই
    আর যদি এক না হয় তাহলে playit app টা mod করে দেন
    1. trickbdforme Author Post Creator says:
      Okey
    2. Kowsik Contributor says:
      https://trickbd.com/apps-review/793401
      aita follow koren Insa allah apnar solution
  2. Hasa Nur Contributor says:
    apnr mod kora app ta upload den download kore use kori
    1. trickbdforme Author Post Creator says:
      Sobi dibo
  3. Kowsik Contributor says:
    vaia appanalyzer+ apk file ta dita parben
    1. trickbdforme Author Post Creator says:
      vai telegram channel e dewa ace tw
  4. Kowsik Contributor says:
    পাইনা ভাইয়া একটু লিংক টা দিন তো প্লিজ
  5. Tanzir Contributor says:
    টেলিগ্রাম গ্রুপের মধ্য AI video generator এর ফুল ভিডিও আছে এবং সেটা কাজও করেছে,,,,, কিন্তু ভিডিও লিপ এর কোন ভিডিও টেলিগ্রামে নাই এবং ট্রিকবিডি থেকে দেখে দেখে করলাম কিন্তু কাজ করেনি তাই ভিডিও লিপের ফুল ভিডিও চাই মডিফাইয়ের।
    1. trickbdforme Author Post Creator says:
      Mod app post kora ace download kore nen
  6. masumdesigner Contributor says:
    AntiSlipt kivabe kore ?

Leave a Reply