এন্ট্রি লেভেলের থেকে মিড রেন্জ ফোনে গেমিং করা অনেকসময় দুঃসাধ্য হয়ে যায়।প্রায়সময় দেখা দেয় ল্যাগিং,ফ্রেম ড্রপিং সহ বিভিন্ন ইস্যু। আর সেজন্য অনেকে পরিপূর্ণ গেমিং এক্সপেরিয়েন্স পায় না।

আপনার গেমিং পারফরম্যান্স কখনো আপনার ডিভাইস লিমিটকে ছাড়িয়ে যাবে না। এজন্য আপনার যা আছে সেটি নিয়েই আপনাকে ফুল পটেনশিয়াল আনলক করতে হবে। আজকে নিয়ে আসছি কিভাবে আপনারা আপনাদের ডিভাইসের ম্যাক্স আউটপুট নিয়ে নিবেন।
মনে রাখবেন এটি আপনার জিপিইউ থেকে আউটপুট নিবে বা তার ম্যাক্স ক্লকস্পিডে ফোর্স করবে। তবে আপনার ডিভাইসের যে ক্যাপাবিলিটি সেটি ক্রস করবেনা কখনো। অনেকে এটি নিয়ে ভুল ধারনা থাকে। তবে এটি ব্যবহারে নিশ্চিতভাবেই পারফরম্যান্স এর তফাৎ দেখবেন।

চলেন শুরু করা যাক

প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন

Download folder টিকে extract here করে নিন Zarchiver দিয়ে। এরপর view ক্লিক করে smart carnel ইন্সটল করে নিন।

এবার নিচের সিটিংস গুলো করে নিন।

এরপর নিচের মতো আরো সিটিংস করুন

এখন কাজ সিটিংস করা এজন্য সিটিংস অপশনে গিয়ে নিচের অপশনটি চালু করে নিন।


এরপর script manager এ গিয়ে নিচের ছবির মতো ফলো করুন




এরপর ডাউনলোড ফোল্ডারে গিয়ে নিচের মতো ফলো করুন



(Full sh সহ কপি করবেন)

এই কপি করা জিনিসটি নিচের ছবির মতো বসিয়ে নিন




ফাইল ক্রিয়েট করা শেষ। এবার ঐ ফাইল ডাউনলোড ফোল্ডারে গিয়ে open করে ভিতরের script কপি করেন




কপি করা জিনিসটি ঐ ফোল্ডারে paste করে নিন।

অনুরূপ অপর sh ফাইলটিও ওভাবে তার নাম অনুযায়ী সেট করে coding গুলো পেস্ট করে নিন।তাহলে নিচের মতো হবে।


এবার নিচের ছবির মতো দুটো স্ক্রিপ্টেই settings apply করুন
খেয়াল করবেন দুটো স্ক্রিপ্টেই যেন হয়



এরপর আপনার ফোন রিস্টার্ট করে ব্যাকগ্রাউন্ডে এই smart carnel চালু করে রাখেন। এভাবে আপনারা ডিভাইস থেকে হায়েস্ট পারফরম্যান্স পাবেন। এজন্য ফোন হালকা গরম হতে পারে।

আজ এই পর্যন্তই। আশা করি ভাল লাগবে। আপনাদের মতামত জানাতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন।পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

5 thoughts on "Gpu তার ম্যাক্সিমাম ক্লকস্পিডে বুস্ট করূন‌ নতুন smart carnel আর অ্যাকটিভ স্ক্রিপ্ট নিয়ে"

  1. mack@dad Contributor says:
    poco x3pro te bettry drain hoi onak amny rukha dilaw crg thake na ata niya kichu akta dan jate backup onak valo pawa jy fast carg dore care a rokom 💔
  2. Sodium_Chloride Contributor says:
    bhai smart pack kernel app ta background a na rakhle ki service pabo na???
  3. Abul Fazal Contributor says:
    Android 14 update e Android Folder এ কিছু রাখা যায়না
  4. prince.69 Contributor says:
    Backgrounde na rakhle hobe?
  5. Dr...... Contributor says:
    Non rooted phone a ki hobe

Leave a Reply