আসসালামুয়ালাইকুম , সবাই কেমন আছেন! আশাকরি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন।
রমজান প্রায় শেষের দিকে , সামনেই পবিত্র ঈদুল ফিতর। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে কোন প্রকার এডিটিং ঝামেলা ছাড়া মাত্র এক মিনিটে নিজের ছবি দিয়ে ঈদ মোবারক পোষ্টার ডিজাইন করবেন।
ঠিক এইরকম –
ঈদ মোবারক পোষ্টার ডিজাইন করুন মাত্র এক মিনিটে।
প্রথমে প্লে স্টোর থেকে Frame Pro এই এপসটি ডাউনলোড করে নিবেন।
এই এপসের মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে , সামনে ঈদ এই জন্য ঈদ মোবারক পোষ্টার ডিজাইন একদম শুরুতে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে উপর থেকে EID UL FITR এ ক্লিক করবেন ।
এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে , এখান থেকে আপনার যে ডিজাইন টি পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করবেন ।
এবার Unlock এ ক্লিক করবেন, তখন আপনার সামনে একটা Ads আসবে , এই Ads টি দেখবেন।
বিশেষ দ্রষ্টব্য : এটা free app তাই Ads এর ঝামেলা থাকবেই ।
তারপর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে Add Image এ ক্লিক করবেন।
এবার আপনার গ্যালারি থেকে পছন্দমত ইমেজ সিলেক্ট করবেন, তখন এরকম আসবে –
এবার Crop করতে চাইলে Crop এ ক্লিক করবেন নাহলে Don’t Crop এ ক্লিক করবেন।
তারপর এখান থেকে ভালো করে পজিশন মত আপনার ইমেজ টি বসিয়ে নিবেন ।
এবার সব ঠিকঠাক হয়ে গেলে Save বাটনে ক্লিক করে Save করে ফেলবেন।
ব্যাস ; ঈদ মোবারক পোষ্টার Done 🥱
আজকের আর্টিকেল এতটুকুই, আর্টিকেলটি কেমন হয়েছে ভালো কিংবা খারাপ কমেন্ট করে জানাবেন।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা 🎉 আল্লাহ হাফেজ 💜
One thought on "ঈদ মোবারক পোষ্টার ডিজাইন করুন কোন প্রকার এডিটিং ঝামেলা ছাড়া।"