আসসালামু আলাইকুম সুপ্রিয় ট্রিক বিডি এর সকল সদস্যগণ। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি বলে আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। লেখার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়।
বাংলাদেশের গ্রীষ্মকাল সব থেকে উষ্ণতম একটি সময়, দিন দিন গরমের পরিমাণ বেড়েই চলেছে। এতে ভোগান্তি বাড়ছে আমাদের মত সাধারন মানুষদের। যারা উচ্চবিত্ত তাদের জন্য এসি রয়েছে তারা সহজেই আরামে থাকতে পারে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই গরমে অনেকের পক্ষে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে তীব্র গরমে।
আজকে আমি আপনাদেরকে বাড়িতে বসে মিনি এয়ার কুলার তৈরি করা শেখাবো, শুধুমাত্র হাতের কাছে কিছু পরিচিত দরকারী জিনিসগুলো দিয়ে সহজে তৈরি করে নিতে পারবেন মিনি এয়ার কুলার। হাজার হাজার টাকা দিয়ে এসি না কিনে মাত্র ১ থেকে ২ হাজার টাকা খরচ করে আজীবন এসি উপভোগ করতে পারবেন।
এতে এই গরমে একটু হলেও স্বস্তিতে থাকতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন মিনি এয়ার কুলার।
প্রথমেই বড় বক্স যেটি রয়েছে সেটি একটি কাঁচি দিয়ে এয়ার কুলার যে ফ্যান রয়েছে সেটির সাইজ অনুযায়ী কেটে নেবেন,
এরপর আপনি এয়ারকুলার এর পাইপের সাইজ অনুযায়ী প্রথমে দুইটি এয়ারকুলার এর পাইপের সাইজ অনুযায়ী দুই জায়গাতে ফুটো করে নিন যাতে বাতাস বের হতে পারে। এবার গ্লু গান ব্যবহার করে আপনি কুলার পাইপ এবং কুলার ফ্যান দুইটি লাগিয়ে নিন,
বাতাস যাতে বের হতে না পারে সেইজন্য এখানে প্লাস্টিকের একটি টুকরা দিয়ে গ্লু গান দিয়ে আটকে দিলে ভালো হয়।
এবার আপনি এখানে প্লাগ দিয়ে কুলার ফ্যান গুলোর সাথে বিদ্যুৎ এর কানেকশন করে দিন।
এবার আপনি ধোয়া মেশিন টি বক্স এর মধ্যে দিয়ে দিবেন। আর পানি দিয়ে দিবেন ঠান্ডা পানি বা পানি এর সাথে বরফ এর টুকরো দিলে বেশ ভালো হবে। দেখবেন ডিভাইস টি যেনো পুরোপুরি পানি তে ডুবে না যায়।
এইবার আপনি বক্স এর ঢাকনা লাগিয়ে দিয়ে বিদ্যুৎ এর কানেকশন দিয়ে দিন । এই দেখুন কি সুন্দর ঠান্ডা ধোঁয়া ওঠা বাতাস বের হচ্ছে। এইভাবে আপনারা মিনি কুলার ব্যবহার করতে পারবেন। গরম থেকে রেহাই পাবেন।
যেইসব উপকরণ এর কথা উল্লেখ করা হয়েছে আপনি যেকোনো ইলেকট্রনিক দোকান এ গেলেই পেয়ে যাবেন যদি উপকরণ না পান দারাজ বা ইভ্যালী তে পেয়ে যাবেন।
You must be logged in to post a comment.
এটা একটা রুম ঠান্ডা করতে পারবে?
স্পিড বেশি হলে পারবে বরফ ইউজ করবেন
ভাই এটাকে AC না মিস্ট মেকার বলে , আর এটা কখনোই রুম ঠান্ডা করতে পারে না !!
রুম পুরো ঠান্ডা না করলেও গরম এ স্বস্তি পাওয়া যাবে
Pictures are from https://www.youtube.com/watch?v=CFN7ze1B35M
Video theke screen shot copy
Etto ajaira Post kivabe koren? Ss to soja YouTube video theke mere disen, apnar sob gulo post emon ajaira :”)
There are 8324 languages in this world and still brother chose to speak the truth.
এটা কি নতুন নাকি? এর আগেও Geo মোবাইলের রিভিউ করেছিল, সেটাও TTP ইউটিউব চ্যানেলের ভিডিও শুধু লিখে পোস্ট করেছে, আনার কি মিথ্যেবাদী, আমি জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল কি আপনি নিজে ব্যবহার করেছেন? সে বলে “হ্যা” মোবাইল।ভাল আছে।
ইউটিউবের ভিডিও থেকে স্কিনশট নিয়ে দু চার লাইন লিখে পোস্ট করেছে ।