আসসালামু আলাইকুম।
সুপ্রিয় ট্রিক বিডিবাসী আশা করি ভালো আছেন।
বর্তমানে ইন্টারনেটের প্রচুর দাম। তাই আমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকি। এটা আমাদের ইন্টারনেট অপেক্ষায় খরচ কম লাগে। এবং এখানে নেট আনলিমিটেড থাকে। তাই এক ওয়াইফাই থেকে অনেকে ই সেবা গ্রহণ করতে পারে। ওয়াইফাই এর ব্যবহার কারী বেশি হলে এটি স্লো হয়ে যায়। মূলত এর জন্য মালিকপক্ষ ওয়াইফাই সকলকে কানেক্ট দেয় না। অথবা ম্যাক করে রাখে। মনে করুন, আপনার বন্ধুর মোবাইলে একটি ওয়াইফাই কানেক্ট আছে। এবং সেটা আপনি কানেক্ট করতে পারছেন না। একটা মাধ্যমে ওই ওয়াইফাই এর ইন্টারনেট সেবা নিতে পারবেন। আজকের পোস্ট এর মূল বিষয় এটাই।

অন্য মোবাইলে কানেক্ট থাকা wi-fi এর ইন্টারনেট ব্যবহার করার উপায়।

আপনি খেয়াল করে দেখবেন প্রায় সকল মোবাইলেই WiFi ও Hotspot একসাথে চালু করা যায় না। যদি চালু করা যেত তাহলে অন্যের মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই ইন্টারনেট আপনি সহজেই ব্যবহার করতে পারতেন। তবে অনেকেই দেখাচ্ছেন কিছু সেটিংস করার মাধ্যমে এই কাজটা করা সম্ভব। তবে আমি এইরকম কত উপায় খুঁজে পাইনি। যদি থেকে থাকে তাও কিছু মোবাইলে হতে পারে। অধিকাংশ লোকেরাই বিশেষ করে ইউটিউবাররা এই বিষয়ে ভুল ধারণা দেন। তাই আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটা প্রায় সকলের জন্যই কার্যকরী হবে।
বলে রাখা ভালো যে, অনেকেই এই ট্রিক সম্পর্কে জানেন পোস্টটি অবশ্যই তাদের জন্য নয়। যারা জানেনা শুধুমাত্র তাদের জন্য।

    প্রয়োজন

  • একটি অ্যাপস
  • ২ টি মোবাইল

প্রথমে আপনার বন্ধুর মোবাইলে (যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা আছে) নিচের অ্যাপস থেকে ডাউনলোড করবেন।

– প্লে স্টোরে ডাউনলোড লিংক NetShare

ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করুন। নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন।
Start Wi-Fi Hotspot লেখার উপরে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে।

এরপর আপনার কাছে অ্যাপস পারমিশন চাইবে। লোকেশন পারমিশন না দিলেও চলবে।
সব শেষ Don’t ask again টিক মার্ক দিয়ে ok বাটনে ক্লিক করুন।

এবার দেখুন, আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন। wi-fi এর নাম এবং পাসওয়ার্ড মনে রাখুন।


প্রথম মোবাইলের কাজ শেষ। দ্বিতীয় মোবাইলে কাজ শুরু করব।
প্রথমে ওয়াইফাই on করুন। এরপর দেখুন আপনার ডিভাইসের কাছে নতুন একটি ওয়াইফাই লোকেশন দেখাচ্ছে। নাম DIRECT NS hotspot এর উপর ট্যাপ করুন।

এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। প্রথম মোবাইলের পাওয়া পাসওয়ার্ডটি দিন। Password – 87654321 । একটু নিচেই Advance/advanced setting ইত্যাদি অপশন থাকবে। যে অপশনই থাকুক না কেন আপনাকে Proxy খুঁজে পেতে হবে। Proxy none করা থাকবে আপনাকে Manual করতে হবে।

এরপর দেখবেন আরো কিছু অপশন চলে আসছে।

Proxy host name/proxy name অথবা name এর জায়গায় 192.168.49.1 লিখুন।
আবার <proxy port/port
এর জায়গায় 8282 লিখে Connect অপশনে ক্লিক করুন।

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।

11 thoughts on "অন্য মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই আপনার ফোনে ব্যবহার করুন।"

  1. Aziz Contributor says:
    আজকাল অধিকাংশ মোবাইলেই ওয়াইফাই আর হটস্পট একসাথে অন করা যায়
    সেখান থেকেই এক ফোন থেকে আরেক ফোনে ওয়াইফাই শেয়ার করা যায়
    1. Md Mahabub Khan Author Post Creator says:
      তাই নাকি। জানানোর জন্য ধন্যবাদ
  2. Ajker Tech Contributor says:
    Good Job👿👿👿
    1. Md Mahabub Khan Author Post Creator says:
      ধন্যবাদ ♥️
  3. Sahin Contributor says:
    ৫ বছর আগে থেকেই ব্যবহার করি।তবে ফোনের ডিফল্ট থেকে।কোন এপস ব্যবহার না করেই
  4. Abubokor Rio Contributor says:
    আজকাল অনেক মোবাইলেই ওয়াইফাই আর হটস্পট একসাথে অন করা যায়। হটস্পট অন করেই এক ফোন থেকে আরেক ফোনে ওয়াইফাই শেয়ার করা যায়।
  5. Saimum Raihan Author says:
    এখনকার প্রায় সব মোবাইল এই ওয়াইফাই হটস্পট একসাথে চালু করা যায় ভাই ! 😃
  6. PARADOX Contributor says:
    অধিকাংশ ফোনেই হটস্পট আর ওয়াইফাই একসাথে চালু হয় কিন্তু পুরোনো ফোন গুলাতে এই অপশন নাই সেক্ষেত্রে আপনি ব্লুটুথ এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারেন।
    হটস্পট এর সেটিংস এ গিয়ে দেখবেন Bluetooth Tethering নামে একটা অপশন আছে সেটা অন করে অন্য ফোনের ব্লুটুথ এর সাথে কানেক্ট করলেই হয়ে যাবে
  7. Sohel Rana Contributor says:
    প্রথমে আমার ফোনে কাজ করছিল
    কিন্তু এখন পাসওয়ার্ড দিলে নিচ্ছে না
    ফোনটা রিস্টার্ট দিয়েছিলাম
    এখন অ্যাপ ইন্সটল করলে পাসওয়ার্ড দিলে কোল্ড কানেক্ট দেখায়
    এটা কিভাবে ঠিক করবো একটু বলেন ভাই
    1. Md Mahabub Khan Author Post Creator says:
  8. Sohel Rana Contributor says:
    In box check ✅

Leave a Reply