আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে আপনাদের দেখাবো কোন Website কি Theme & Plugin ব্যবহার করেছে এবং সেটার Price কত ছিল। আজকের পোস্টটি অনেক ছোট হতে চলেছে, তবে আমি মনে করি আপনাদের কাজে দিবে।

  • এই কাজটি করার জন্য আপনাকে ছোট একটি Chrome Extension ব্যবহার করতে হবে।  Extension টির নাম হচ্ছে Scan WP – WordPress Theme and Plugin Detector.
  • আপনি Extension টি Chrome Browser add করে নিন।

  • Chrome Browser add করা হয়ে গেলে Extension টি pin করে নিন।

  • এখন TrickBD Website প্রবেশ করে আপনি শুধু মাত্র Extension Icon টিতে ক্লিক করলে Scanning হওয়া শুরু করবে।
  • Scanning হওয়ার পর দেখুন Theme Name-trickbd দেখাচ্ছে। অর্থ্যাৎ এই থিমটি তারা নিজস্ব ভাবে তৈরী করেছে। তারা এটা ক্রয় করেনি।

  • নিচে দেখুন তারা কি ধরণের Plugin ব্যবহার করেছে। আপনিও চাইলে সেগুলো আপনার Website ব্যবহার করতে পারবেন।

  • এখন যদি আমরা অন্য একটি Website প্রবেশ করে যেমন, TECHSANJEET  তারপর আবার Extension Icon ক্লিক করে Scan করি।
  • দেখুন সে কি ধরণের থিম ব্যবহার করেছে। থিমের নাম হচ্ছে Newspaper এটার মূল্য কত সেটাও আপনি নিচে দেখতে পাচ্ছেন।

  • আবার নিচে দেখুন তারা কি ধরণের Plugin ব্যবহার করেছে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

5 thoughts on "কিভাবে দেখবেন কোন Website কি Theme & Plugin ব্যবহার করেছে? [very simple]"

  1. S M Sakib Contributor says:
    wordpress ta easy but onno kono framework like Laravel, react, vue,nuxt, Django, etc kivabe detect korbo ?
  2. monjil49 Contributor says:
    Vai FBclone niye akta post Koren plz Vai
  3. Sakib16 Contributor says:
    Thank You ❤

Leave a Reply