আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। সবাইকে জুম’আ মোবারক জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আশা রাখি আপনাদের কাজে দিবে।

আজকে আপনাদেরকে দেখাবো আপনার জাতীয় পরিচয়পত্রের যে পিন নম্বর রয়েছে অর্থ্যাৎ আপনার যে আগের জাতীয় পরিচয়পত্র ১৭ ডিজিটের নম্বর ছিল সেটা কিভাবে বের করা যায় তাও আবার আপনার কাছে থাকা আইডি থেকে। বর্তমান জাতীয় পরিচয়পত্রে ১৭ ডিজিটের নম্বরকে পিন নম্বর বলে আখ্যায়িত করা হয়।

এখন অনেক বলবে এটা দিয়ে কি হবে? এটা দিয়ে অনেক একাউন্ট ডাবল খোলা যায় তবে তার মধ্যে একটি হল বিকাশ। আমার নিজেরও দুটি বিকাশ একাউন্ট খোলা আছে। আরো অনেক কিছু করা যায় যা লিজেন্টরা খুব ভাল ভাবে যানে।

তো চলুন দেখা যাক কিভাবে বের করবেন আপনার সেই ১৭ ডিজিটের পিন নম্বরটি।

  • প্রথমে Playstore থেকে PDF417 barcode scanner এ্যাপটি ডাউনলোড করে নিন। এই এ্যাপটি দিয়ে Bar Code & QR Code দুটই স্কেন করা যায়।
  • এ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে সেটিং থেকে সবগুলো Bar Code category সিলেক্ট করে দিন।

  • এখন আপনার জাতীয় পরিচয়পত্রের Back part দেখুন Bar Code পাবেন ওটা স্কেন করুন। [যদি একবারে স্কেন করতে সমস্যা হয় তাহলে Bar Code টি আপনার ক্যামেরার সামনে ধরবেন এবং আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাবেন তাহলে স্কেন হবে]
  • এখন নিচে দেখুন আপনার পিন কোডটি এসেছে।

  • যদি এই ভাবে না পারেন তাহলে আরো একটি উপায় আছে। প্রথমে Playstore থেকে QR & Barcode Scanner  এ্যাপটি ডাউনলোড করে নিন।
  • তারপর আপনার ফোন দিয়ে আইডি Back Part একটি ফটো তুলে নিন এবং ফটো থেকে শুধু মাত্র  Bar Code টি Crop করে নিন।

  • এখন এ্যাপটি ওপেন করে গ্যালারি থেকে Crop কৃত বার কোডটি আপলোড করুন তাহলেও হয়ে যাবে।

7 thoughts on "আপনার জাতীয় পরিচয়পত্রের পিন নম্বর বের করুন খুব সহজেই।"

  1. mdsohag Contributor says:
    কথা হলো ভাই পিন বের করার পরে এটা দিয়ে কিভাবে বিকাশ খুলবো ??😐 খালি নাম্বার দিয়ে তো আর কাজ হবে না তাই না কাড টাও তো বানাতে হবে

    কাড কিভাবে বানাবো আগের কাড এর মত ঐটা বলেন
    বিকাশ ২ টা আমার ও আছে

    1. Technical007 Contributor says:
      Khub easy vai
  2. ঐক্যের ডাক Contributor says:
    এটি কি কাজে লাগবে????
  3. arifjan89 Contributor says:
    বিকাশ ২টা কিভাবে খুলবো, এটাতো বললেন না ভাই?
  4. yousuf66 Contributor says:
    nid abedon kora niye ekti post koren
  5. Rejaul Karim Akash Contributor says:
    আমার ২ টা নগদ খোলা আছে বর্তমানে
  6. Ehsan habib Contributor says:
    Bollei holo emne khulle pore jhamela hoy ekta off kore dey

Leave a Reply