আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আমি বেশ কিছু দিন আগে Adobe Creative Cloud কিভাবে Trial নিবেন সেটা দেখিয়েছিলাম। আজ দেখাবো কিভাবে Creative Cloud Trial শেষ হলে যে ভাবে এক্টিভ করবেন। এই মেথটটি আমি নিজেও ব্যবহার করি।

[অবশ্যই পুৃরো পোস্ট পড়ে নিবেন তারপর কাজ করবেন। পোস্ট না পড়ে কাজ করতে গেলে হবে পারবেন না। হুদাই কমেন্ট করবেন না]

তারপরও যদি না পারেন তাহলে আমার টেলিগ্রাম bot Screenshot দিয়ে জানাবেন সমাধান করার চেষ্টা করবো।

  • প্রথমে আপনার Antivirus টি অফ করে নিন। তারপর Google Drive থেকে এ্যাপটি ডাউনলোড করুন।
  • এ্যাপটি ডাউনলোড করার পর ফোল্ডারের ভিতরে Release নামের আরো একটি ফোল্ডার পাবেন ওটার ভিতর AdobeGenP ফাইল পাবেন ওটা ওপেন করুন নিচে দেখানো স্ক্রিনশটের মত দেখতে পাবেন।
  • এখন নিচে Search বাটনে ক্লিক করুন।

  • Search বাটনে ক্লিক করার পর আপনি যে যে এ্যাপ গুলো আপনার কম্পিউটারে install করেছেন সবগুলো দেখতে পাবেন। আপনার যে গুলো এক্টিভ করার প্রয়োজন শুধু সেগুলো সিলেক্ট করুন। [আপনি ওখানে adobe creative cloud দেখতে পাবেন কিন্তু creative cloud সিলেক্ট করবেন না কারণ creative cloud এক্টিভ করার কোন প্রয়োজন নাই]
  • মজার একটা বিষয় কি জানেন এই এ্যাপটি দিয়ে যত গুলো এ্যাপ এক্টিভ করতে চান সবগুলোই করতে পারবেন তবে সবগুলো পারফেক্ট হবে কি না এটা পরীক্ষিত নয় আমার কাছে।
  • এখন মাঝখানে যে patch বাটন দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করুন কাজ শেষ। patch হওয়ার পর আপনি নিজে বুঝতে পারেন।

  • এখন আপনার পিসি Restart দিন। আশা রাখি কাজ করবে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 

2 thoughts on "Adobe Creative Cloud Trial শেষ হলে যে ভাবে এক্টিভ করবেন।"

  1. osYeasin Author says:
    Vhai apnr fb idr link ta den to
    1. trickbdforme Author Post Creator says:
      Telegram bot link tw dewa ace

Leave a Reply